DRDO Recruitment 2023: ডিআরডিও-র ৪৫ পদে চলছে কর্মী নিয়োগ, এইভাবে করুন আবেদন

DRDO Recruitment 2023: ডিআরডিও-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৫৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ অক্টোবর, ২০২৩। 

DRDO Recruitment 2023: ডিআরডিও-র ৪৫ পদে চলছে কর্মী নিয়োগ, এইভাবে করুন আবেদন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 7:16 AM

নয়া দিল্লি: কলেজ পাশ করেই কোথাও চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। নবাগতদের কাজের সুযোগ দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। কেন্দ্রীয় সরকার অধীকৃত এই সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্য়াপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইট  drdo.gov.in – এ গিয়ে আবেদন পাঠাতে পারেন।

ডিআরডিও-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৫৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ অক্টোবর, ২০২৩।

শূন্যপদ-

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- ২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- ২৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পাঠানোর ঠিকানা-

ডিরেক্টর, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, চাঁদিপুর, বালাসোর, ওড়িশা-৭৫৬০২৫।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যাবতীয় সার্টিফিকেট, জাতি শংসাপত্র ও পরিচয় পত্রের কপি জমা দিতে হবে। আবেদনপত্র টাইপ করা হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

বিই, বি.টেক, ডিপ্লোমা, বিবিএ, বি.কম ডিগ্রি প্রাপ্তরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। তবে ২০১৯ সালের আগে যারা স্নাতক উত্তীর্ণ হয়েছেন, তারা এই শূন্য়পদে আবেদন করতে পারবেন না।

নির্বাচন পদ্ধতি-

লিখিত পরীক্ষা, ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য় প্রার্থীদের বেছে নেওয়া হবে। বিস্তারিত জানার জন্য ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে জানতে পারেন।