ESIC Recruitment 2023: কর্মচারী রাজ্য বিমা নিগমে একাধিক পদে নিয়োগ, আবেদন করার আজই শেষ দিন

ESIC: কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন ২০০-র বেশি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ফার্মাসিস্ট এবং রেডিওগ্রাফার সহ মোট ২৭৫টি পদে নিয়োগ করা হবে। এই শূন্যপদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাৎ ৩০ অক্টোবর, ২০২৩ আবেদনের শেষ তারিখ।

ESIC Recruitment 2023: কর্মচারী রাজ্য বিমা নিগমে একাধিক পদে নিয়োগ, আবেদন করার আজই শেষ দিন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 1:34 AM

নয়া দিল্লি: কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন (ESIC) ২০০-র বেশি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ফার্মাসিস্ট এবং রেডিওগ্রাফার সহ মোট ২৭৫টি পদে নিয়োগ করা হবে। এই শূন্যপদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাৎ ৩০ অক্টোবর, ২০২৩ আবেদনের শেষ তারিখ। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.esic.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা

ফার্মাসিস্ট এবং রেডিওগ্রাফার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। আর ইসিজি টেকনিশিয়ানের জন্য প্রার্থীদের দু-বছরের ডিগ্রি থাকতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইসিজিতে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও দ্বাদশ পাশ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেড সম্পর্কে ধারণা থাকতে হবে। জুনিয়ার রেডিওগ্রাফারের জন্য প্রার্থীদের দ্বাদশ পাশ হতে হবে। এছাড়া রেডিওগ্রাফিতে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

শূন্যপদের বিবরণ

অডিওমিটার টেকনিশিয়ান, ডেন্টাল মেকানিক, ইসিজি টেকনিশিয়ান, জুনিয়র রেডিওগ্রাফার, জুনিয়র মেডিকেল, ল্যাবরেটরি এবং অ্যাসিস্ট্যান্টের পদগুলি পূরণ করা হবে।

আবেদন ফি

সাধারণ শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৫০০ টাকা দিতে হবে এবং এসসি, ST, PWD বিভাগের প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে।

এভাবে আবেদন করুন

১) প্রার্থীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.esic.gov.in-এ যান। ২) ওয়েবসাইটে আবেদন করার আগে, অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন। ৩) আবেদনপত্র পূরণ করুন। ৪) আবেদনপত্রের সঙ্গে স্বাক্ষর, ছবি, আইডি প্রুফ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে আপলোড করুন। ৫) অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন। ৬) এরপরে জমা দেওয়া আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন।

বেতন বিবরণ এবং নির্বাচন প্রক্রিয়া

নির্বাচিত প্রার্থীদের বেতন ২১,৭০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার লিখিত পত্রে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় পর্বের জন্য ডাকা হবে।