AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GATE-2024 পরীক্ষার রুটিন প্রকাশিত, কবে কী পরীক্ষা জানুন

GATE 2024 পরীক্ষার সম্পূর্ণ সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২৪ পরীক্ষা শুরু হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী ৩ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা রেজিস্ট্রিকৃত আবেদন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।

GATE-2024 পরীক্ষার রুটিন প্রকাশিত, কবে কী পরীক্ষা জানুন
প্রতীকী ছবি।Image Credit: TV9 Bharatvarsh
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 12:33 AM
Share

বেঙ্গালুরু: ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট (GATE 2024) পরীক্ষার সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২৪ পরীক্ষা শুরু হবে এবং চলবে ১১ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত। গেট-২০২৪ পরীক্ষার্থীরা gate2024.iisc.ac.in এর অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ সূচি দেখতে পারেন।

GATE-2024 পরীক্ষা দুটি শিফটে হবে। প্রথম শিফটে পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ইনস্টিটিউটের জারি করা অফিসিয়াল বিবৃতি অনুসারে, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএস) এর পরীক্ষাগুলি কয়েকটি সেশনে পরিচালিত হবে।

কবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে?

GATE 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী ৩ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা রেজিস্ট্রিকৃত আবেদন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।

কবে কোন বিষয়ের পরীক্ষা হবে?

৩ ফেব্রুয়ারি প্রথম শিফটে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, সিওয়াই – কেমিস্ট্রি, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এর পেপার থাকবে। দ্বিতীয় শিফটে জিওম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্স বিষয়ের পরীক্ষা হবে।

৪ ফেব্রুয়ারি প্রথম শিফটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, জিওলজি অ্যান্ড জিওফিজিক্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের পরীক্ষা হবে। দ্বিতীয় শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, মাইনিং ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা থাকবে।

১০ ফেব্রুয়ারি প্রথম শিফটে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ফাইবার সায়েন্সের পরীক্ষা হবে। দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, পরিসংখ্যান, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, লাইফ সায়েন্সেসের পরীক্ষা হবে।

১১ ফেব্রুয়ারি প্রথম শিফটে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং দ্বিতীয় শিফটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও বিস্তারিত জানতে প্রার্থীরা ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।