WB Group-D Recruitment: অষ্টম শ্রেণি পাশ হলেই সরকারি চাকরি! জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
Government Jobs: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসা শুরু হতেই একের পর এক বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোতে শুরু হয়েছে। এবার জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কলকাতা: গোটা দেশেই এখন চাকরির আকাল চলছে। করোনা পরিস্থিতির পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। করোনার সময়ে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছিল না, সেই কারণে যেসব পরীক্ষার্থীরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন, তারা হতাশ হয়ে পড়েছিলেন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসা শুরু হতেই একের পর এক বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোতে শুরু হয়েছে। এবার জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হুগলি জেলা আদালতে এই নিয়োগ হবে। ৬ জুলাই অবধি এই সুইপার পদে আবেদন করা সম্ভব হবে। সব মিলিয়ে মোট ৩ টি শূন্যপদ রয়েছে। এক নজরে দেখে নিন বিস্তারিত…
শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা: যে কোনও স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে। আবেদনের জন্য ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্য হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন: এই পদে নির্বাচিত হলে ৪৯০০-১৬,২০০ টাকা বেতন মিলবে। সঙ্গে গ্রেড পে ১৭০০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেল ও ফোন নম্বর থাকা বাধ্যতামূলক। এছাড়াও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: সাধারণ ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং এসসি, এসটি প্রার্থীদের বেলায় ১৫০ টাকা আবেদন ফি লাগবে। অনলাইন পেমেন্টের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
নিয়োগ পদ্ধতি: এই পদের বেলায় ইন্টারভিউ এবং বাংলা বলা ও লেখার দক্ষতা দেখে কর্মী নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে এবং প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।