Primary TET 2022: পরীক্ষাকেন্দ্রে কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে পরীক্ষার্থীদের? জেনে নিন বিস্তারিত
Primary TET 2022: আগামী ১১ ডিসেম্বরই রাজ্যে টেট। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গাইডলাইন প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে।
রাজ্যে টেট নিয়োগের (TET Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্যে যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনরত প্রার্থীরা সেই আবহেই এ বছরই প্রাথমিক টেট সংঘটিত হতে চলেছে। পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। পাঁচ বছর পর রাজ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় উপচে পড়ছে আবেদনপত্রও। এদিকে পরীক্ষাও এগিয়ে এসেছে। ১১ ডিসেম্বর এই পরীক্ষার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এই আবহে পর্ষদের তরফে টেটের গাইডলাইন সহ বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ বিধিনিষেধ রয়েছে। অন্যান্য সরকারি পরীক্ষার মতো টেটের ক্ষেত্রেও এই বিধিনিষেধগুলি মেনেই পরীক্ষায় বসতে হবে প্রার্থীদের।
পরীক্ষার্থীদের জন্য কী কী নিয়ম বেধে দেওয়া হয়েছে?
- আগামী ১১ ডিসেম্বর রাজ্যে টেট। পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে (Venue) পৌঁছতে হবে।
- পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যবেক্ষকের অনুমতি ছাড়া কেন্দ্র থেকে বের হতে পারবেন না পরীক্ষার্থীরা।
- পরীক্ষার হলে সংশ্লিষ্ট প্রার্থীর অ্য়াডমিট কার্ডের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত জায়গায় বসতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
- পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের ইলেকট্রনিক্স গেজেট নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ। মোবাইল,স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, মাইক্রোফোন, স্ক্যানার, পেন ড্রাইভ ও ব্লুটুথ ডিভাইস নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা।
- কোনও গয়না বা ঘড়িও নিজের সঙ্গে রাখতে পারবেন না পরীক্ষার্থীরা।
- কোনও লেখা কাগজ সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না পরীক্ষার্থীদের।
- কোনও পেন-পেন্সিলের ব্যাগ, ক্যালকুলেটর, রাইটিং প্যাড, লগ টেবিল ও বোর্ড নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা।
- কোনও খাবার ও পানীয় দ্রব্যও পরীক্ষাকেন্দ্রের অন্দরে নিষিদ্ধ।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিদ্ধ পর্ষদ। এই আবহে পরীক্ষা ও নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার জন্য টেটে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।