Railway recruitment 2022: ভারতীয় রেলওয়েতে কর্মসংস্থানের বড় সুযোগ, দ্বাদশ শ্রেণি পাশ করলেই করা যাবে আবেদন…

Railway recruitment 2022: সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রাইমারি শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক শিক্ষক, ও স্নাতকোত্তর স্তরের শিক্ষক পদে নিয়োগ করা হবে।

Railway recruitment 2022: ভারতীয় রেলওয়েতে কর্মসংস্থানের বড় সুযোগ, দ্বাদশ শ্রেণি পাশ করলেই করা যাবে আবেদন...
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2022 | 7:30 AM

নয়া দিল্লি: শিক্ষকতা করার স্বপ্ন অনেকেরই থাকে। আর তা যদি কোনও সরকারি ক্ষেত্রে হয়, তাহলে তো সোনায় সোহাগা। আপনিও যদি সরকারি চাকরি করতে ইচ্ছুক হন এবং শিক্ষকতা করতে চান, তবে আপনার জন্য দারুণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রাইমারি শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক শিক্ষক, ও স্নাতকোত্তর স্তরের শিক্ষক পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতে এই নিয়োগ করা হবে। আগামী ৪ অক্টোবর এই ইন্টারভিউ হবে।

ইন্টারভিউয়ের বিস্তারিত তথ্য-

দিন- ৪ অক্টোবর, ২০২২

সময়- সকাল ১০টা থেকে বিকেল ৫টা।

স্নাতকোত্তর স্তরে শিক্ষকের শূন্যপদ-

রসায়ন- ১টি শূন্যপদ রয়েছে।

ইংরেজি- ১টি শূন্য়পদ রয়েছে।

হিন্দি- ১টি শূন্যপদ রয়েছে।

অঙ্ক- ১টি শূন্যপদ রয়েছে।

ইকোনমিক্স- ১টি শূন্যপদ রয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের শূন্যপদ-

অঙ্ক- ১টি শূন্যপদ

ইংরেজি-১টি শূন্যপদ

হিন্দি- ৭টি শূন্যপদ

প্রাইমারি স্তরে শিক্ষকের শূন্যপদ-

গান- ১টি শূন্যপদ রয়েছে।

শরীরশিক্ষা- ১টি শূন্যপদ।

কাউন্সিলর- ১টি শূন্যপদ

হাতের কাজ- ১টি শূন্যপদ।

ইংরেজি-১টি শূন্যপদ

অঙ্ক- ১টি শূন্যপদ

মারাঠি- ১টি শূ্ন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা-

স্নাতকোত্তর স্তরে শিক্ষকতার জন্য যারা আবেদন করবেন, তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। হিন্দি ও ইংরেজি মিডিয়াম থেকে পাশ করা আবেদনকারীদের অগ্রগণ্যতা দেওয়া হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে এবং দুই বছরের এলিমেন্টারি এডুকেশনের ডিগ্রি থাকতে হবে। অথবা বি.এড ডিগ্রি বা টেট উত্তীর্ণ হতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে।

প্রাথমিক স্তরের শিক্ষকদের দ্বাদশ শ্রেণি পাশ ও ডিপ্লোমা থাকতে হবে অথবা স্নাতক হতে হবে ডিপ্লোমার সঙ্গে।

বেতন

স্নাতকোত্তর স্তরের শিক্ষকদের বেতন শুরু হবে ২৭ হাজার ৫০০ টাকা থেকে।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন শুরু হবে ২৬ হাজার ২৫০ টাকা থেকে।

প্রাথমিক শিক্ষকদের বেতন শুরু হবে ২১ হাজার ২৫০ টাকা থেকে।

বয়সসীমা- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।