IB Recruitment: স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ৬৭৭ জনকে নিয়োগ করবে আইবি

এই পদে আবেদনের জন্য দশম শ্রেণির পরীক্ষা পাশ করতে হবে। যে এলাকা থেকে পরীক্ষা দেবে, সেই এলাকার ভাষা জানতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এর বিস্তারিত উল্লেখ রয়েছে। এই পদে অনলাইনে আবেদন করতে হবে। এবং ৫০০ টাকা ফি জমা দিতে হবে।

IB Recruitment: স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ৬৭৭ জনকে নিয়োগ করবে আইবি
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 8:00 AM

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের অধীনে ইনটেলিজেন্স ব্যুরো (আইবি)-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্রান্সপোর্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ/ জেনারাল পদে মোট ৬৭৭ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ৩৬২ জন এবং মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে ৩১৫ জনকে নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে পোস্টিং হবে এই পদের।

এই পদে আবেদনের জন্য দশম শ্রেণির পরীক্ষা পাশ করতে হবে। যে এলাকা থেকে পরীক্ষা দেবে, সেই এলাকার ভাষা জানতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এর বিস্তারিত উল্লেখ রয়েছে। এই পদে অনলাইনে আবেদন করতে হবে। এবং ৫০০ টাকা ফি জমা দিতে হবে।

১৪ অক্টোবর থেকে এই পদের জন্য অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে। তা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এই নিয়োগ জন্য দুটি স্তরে লিখিত পরীক্ষা হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই দ্বিতীয় ধাপে বসা যাবে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম ধাপে অবশ্য প্রশ্ন থাকবে এমসিকিউ।