Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগে শারীরিক সক্ষমতার পরীক্ষার দিন ঘোষণা, দেওয়া হচ্ছে অ্যাডমিট

কলকাতা পুলিশে নিয়োগের জন্য প্রাথমিক পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে। সেই পরীক্ষায় ফলের প্রকাশও হয়েছেন। যাঁরা পাশ করেছেন তাঁদের বসতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায়। আগামী ২ নভেম্বর থেকে সেই শারীরিক সক্ষমতার পরীক্ষা শুরু হবে। ১৮ অক্টোবর থেকে ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে। অ্যাডমিট কার্ডেই পরীক্ষার দিন উল্লেখ করা থাকবে।

Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগে শারীরিক সক্ষমতার পরীক্ষার দিন ঘোষণা, দেওয়া হচ্ছে অ্যাডমিট
কলকাতা পুলিশ।Image Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 8:00 AM

কলকাতা: কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। প্রাথমিক পরীক্ষাও হয়ে গিয়েছে। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় যাঁরা পাশ করেছেন তাঁদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষার জন্য অ্যাডমিক কার্ড প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষার দিনও ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ১৬৬৬টি পদে নিয়োগের জন্য ওই পরীক্ষা নেওয়া হবে।

কলকাতা পুলিশে নিয়োগের জন্য প্রাথমিক পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে। সেই পরীক্ষায় ফলের প্রকাশও হয়েছেন। যাঁরা পাশ করেছেন তাঁদের বসতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায়। আগামী ২ নভেম্বর থেকে সেই শারীরিক সক্ষমতার পরীক্ষা শুরু হবে। ১৮ অক্টোবর থেকে ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে। অ্যাডমিট কার্ডেই পরীক্ষার দিন উল্লেখ করা থাকবে।

আপনি যদি কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসে থাকেন। তাহলে সেই ফল দেখুন। পাশ করলে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হন। এই লিঙ্কে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। এ লিঙ্কে ক্লিক করে দেখুন সাম্প্রতিক নোটিফিকেশন