NTPC Recruitment 2022: লাখ টাকার বেতনে চাকরি করতে চান? দারুণ সুযোগ দিচ্ছে NTPC, কীভাবে আবেদন করবেন জেনে নিন
NTPC Recruitment 2022: এনটিপিসি লিমিটেডে মোট ১৫টি এক্সেকিউটিভ পদে নিয়োগ করা হবে। তিন বছরের জন্য ফিক্সড টার্ম বেসিসে এই পদগুলিতে নিয়োগ করা হবে।
নয়া দিল্লি: করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে চাকরির বাজার। তৈরি হয়েছে অনেক কর্মসংস্থানের সুযোগ। কিন্তু মন মতো কিছু পাচ্ছেন না? তবে আপনার জন্য এমন এক চাকরির সুযোগ রয়েছে, যা একদিকে যেমন পকেট ভরাবে, তেমনই অভিজ্ঞতার গুরুত্বও দেবে। এনটিপিসি লিমিটেডে (NTPC Limited) একাধিক এক্সেকিউটিভ পদে (Executive Post) নিয়োগ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি careers.ntpc.co.in – এই ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ হল ১৩ মে, ২০২২। কীভাবে আবেদন করবেন, জেনে নিন-
এনটিপিসি লিমিটেডে মোট ১৫টি এক্সেকিউটিভ পদে নিয়োগ করা হবে। তিন বছরের জন্য ফিক্সড টার্ম বেসিসে এই পদগুলিতে নিয়োগ করা হবে।
শূন্যপদ-
এক্সেকিউটিভ (সোলার পিভি) – ৫ টি শূন্যপদ রয়েছে।
এক্সেকিউটিভ (ডেটা অ্যানালিস্ট) – ১ টি শূন্যপদ রয়েছে।
এক্সেকিউটিভ (ল্যান্ড অ্যাকুইজিশন/রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট) – ৯টি শূন্য়পদ রয়েছে।
নিয়োগের পদ্ধতি:
আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত পদে নিয়োগ করা হবে।
বেতন-
এক্সেকিউটিভ (সোলার পিভি) – এই পদে নিয়োগ করা হলে মাসিক বেতন হবে ১ লক্ষ টাকা।
এক্সেকিউটিভ (ডেটা অ্যানালিস্ট) – এই পদেও মাসিক বেতন ১ লক্ষ টাকা দেওয়া হবে।
এক্সেকিউটিভ (ল্যান্ড অ্যাকুইজিশন/রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট) – এই পদে মাসিক ৯০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের খরচ:
সাধারণ, আর্থিকভাবে দুর্বল ও অনগ্রসর শ্রেণির আবেদনকারীদের ৩০০ টাকা দিতে হবে আবেদন ফি বাবদ। এই টাকা ফেরত দেওয়া হবে। জনজাতি/উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না।
বয়সসীমা-
এক্সেকিউটিভ (সোলার পিভি) – এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ৪০ বছরের কম হতে হবে।
এক্সেকিউটিভ (ডেটা অ্যানালিস্ট) – এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
এক্সেকিউটিভ (ল্যান্ড অ্যাকুইজিশন/রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট) – আবেদনকারীকে অবশ্যই ৩৫ বছরের কম বয়সী হতে হবে।
বিস্তারিত জানতে careers.ntpc.co.in – এই ওয়েবসাইটে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ ১৩ মে।