Engineer Recruitment: প্রচুর ইঞ্জিনিয়ার নিয়োগ করবে NTPC, বেতন প্রায় লাখ টাকা

এনটিপিসি-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের কোন কোন শাখায় কত জনকে নিয়োগ করা হবে। ইলেক্ট্রিক্যালে ১২০, মেকানিক্যালে ২০০, ইলেক্ট্রনিক্সে ৮০, সিভিলে ৩০ এবং মাইনিংয়ে ৬৫টি শূন্যপদ রয়েছে।

Engineer Recruitment: প্রচুর ইঞ্জিনিয়ার নিয়োগ করবে NTPC, বেতন প্রায় লাখ টাকা
এনটিপিসি-তে চলছে নিয়োগ।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 8:00 AM

নয়াদিল্লি: প্রায় ৪৯৫টি পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এনটিপিসি। ইঞ্জিনিয়ারিং একজিকিউটিভ ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে। আবেদনে ইচ্ছুকরা অনলাইনের মাধ্যমে এনটিপিসি-র ওয়েবাসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তবে এই পদের জন্য গেট ২০২৩ পরীক্ষায় বসা বাধ্যতামূলক। গেট পরীক্ষা পাশ না করলে এনটিপিসি-র ইঞ্জিনিয়ার হওয়ার ছাড়পত্র মিলবে না।

এনটিপিসি-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের কোন কোন শাখায় কত জনকে নিয়োগ করা হবে। ইলেক্ট্রিক্যালে ১২০, মেকানিক্যালে ২০০, ইলেক্ট্রনিক্সে ৮০, সিভিলে ৩০ এবং মাইনিংয়ে ৬৫টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদনের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিটেক বা বিই পরীক্ষায় পাশ করতে হবে।

৬ অক্টোবর থেকে এনটিপিসি-র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন অফিসিয়াল বিজ্ঞপ্তি