IIT Roorkee: বি-টেক পাশদের চাকরির নিশ্চয়তা দিতে নতুন কোর্স নিয়ে আসছে আইআইটি রুরকি

Special course: কেবল সম্প্রতি বি-টেক পাশ করা বা বি-টেকের শেষ বর্ষের পড়ুয়া নন, পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৯ সালে বি-টেক পাশ করা শিক্ষার্থীরাও এই কোর্সটি করতে পারেন। তবে কেবল সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা রাসায়নিক ইঞ্জিনিয়ার শাখার শিক্ষার্থীরা এই কোর্সটি করতে পারবেন।

IIT Roorkee: বি-টেক পাশদের চাকরির নিশ্চয়তা দিতে নতুন কোর্স নিয়ে আসছে আইআইটি রুরকি
আইআইটি রুরকি।Image Credit source: IIT Roorkee
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 12:10 AM

নয়া দিল্লি: B.Tech ডিগ্রি রয়েছে? যদি মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা অন্য কোনও শাখায় B.Tech ডিগ্রি থাকে বা শেষ বর্ষের ছাত্র হন এবং এখনও চাকরি পেতে সক্ষম না হন, তাহলে আপনাদের জন্য সুখবর। চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে, এমন একটি বিশেষ কোর্স নিয়ে এসেছে আইআইটি রুরকি (IIT Roorkee)। এই কোর্সটিতে চাকরির নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমান শিল্পের সঙ্গে মানানসই ব্যবহারিক জ্ঞান নির্ভর কোর্সটি। এই কোর্সের মাধ্যমে আইআইটি রুরকির গ্রেটার নয়ডা ক্যাম্পাসে ছয় মাস কোর্সটি হবে।

আইআইটি রুরকির সেরা কোর্স

বর্তমান শিল্পের চাহিদা বুঝে আইআইটি রুরকি এই বিশেষ কোর্সটি নিয়ে এসেছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল নামে এই কোর্সে ইতিমধ্যে ভর্তি শুরু হয়েছে। অফলাইনে কোর্সটি হবে। এই কোর্সটি সম্পন্ন করার পর সরাসরি প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্ল্যানিং ইঞ্জিনিয়ার, সিডিউলিং ইঞ্জিনিয়ার, কস্ট কন্ট্রোল ইঞ্জিনিয়ার এবং ইনভয়েস বিলিং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হতে পারে। একেবারে IT রুরকি থেকেই প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হবে। কোর্স শেষে একটি শংসাপত্রও দেওয়া হবে

কেবল সম্প্রতি বি-টেক পাশ করা বা বি-টেকের শেষ বর্ষের পড়ুয়া নন, পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৯ সালে বি-টেক পাশ করা শিক্ষার্থীরাও এই কোর্সটি করতে পারেন। তবে কেবল সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা রাসায়নিক ইঞ্জিনিয়ার শাখার শিক্ষার্থীরা এই কোর্সটি করতে পারবেন। কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজিতে বি-টেক পাশ তরুণদের জন্য নয়।