ONGC Recruitment 2022: মাসে ১ লক্ষ টাকা বেতন, ONGC-তে চলছে নিয়োগ, জানুন বিস্তারিত
ONGC Recruitment 2022: ওএনজিসির তরফে জানানো হয়েছে, ফিল্ড ডিউটির জন্য চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৪ অবধি ধার্য করা হয়েছে।
কলকাতা: দেশের অন্যতম জনপ্রিয় সংস্থা ওয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যা সংক্ষেপে ওএনজিসি নামেই পরিচিত। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থায় শুধু মোটা বেতনই নয়, এছাড়াও একাধিক সরকারি পরিষেবার সুবিধাও পাওয়া যায়। এবার ওএনজিসিতে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগও শুরু হল। আপনিও যদি এই পদে কাজ করতে চান, তবে সরাসরি ওএনজিসির অফিশিয়াল ওয়েবসাইট www.ongcindia.com -এ ক্লিক করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ওএনজিসির তরফে জানানো হয়েছে, ফিল্ড ডিউটির জন্য চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৪ অবধি ধার্য করা হয়েছে। কলকাতাতেই এমবিএ বেসিনে চিকিৎসকদের নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের ক্ষেত্রে আরও একটি বিশেষত্ব হল,এই পদে নিয়োগের জন্য আবেদনকারীকে কোনও লিখিত পরীক্ষাও দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারির ডিগ্রি থাকতে হবে। এছাড়া উল্লেখিত ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন– যে চিকিৎসকদের এই পদে নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন ১ লক্ষ ৫ হাজার টাকা হবে।
নিয়োগের পদ্ধতি- এই পদে নিয়োগের জন্য় কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। আগামী ২২ জুন কলকাতার সেক্টর-ফাইভের বিপি ব্লকে টেকনোপলিস বিল্ডিংয়ের দ্বিতীয় তলে, কনফারেন্স হলে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা অবধি ইন্টারভিউ চলবে।
বিস্তারিত তথ্য জানার জন্য www.ongcindia.com -এ ক্লিক করতে পারেন।