Patiala Locomotive Works: পাটিয়ালার রেল কারখানায় ২৯৫ অ্যাপ্রেন্টিস নিয়োগ, কমবয়সিদের জন্য ভাল সুযোগ
পাটিয়ালা লোকোমোটিভে চাকরির জন্য ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষা পাশ করে থাকতে হবে। তাতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। যে সব ট্রেডের জন্য নিয়োগ করা হবে, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে। পাটিয়ালায় ইলেক্ট্রিশিয়ান পদে ১৪০, মেকানিক (ডিজেল) ৪০, মেকানিস্ট ১৫, ফিটার ৭৫ এবং ওয়েল্ডার (গ্যাস ও ইলেক্ট্রিক) ২৫ জনকে নেওয়া হবে।
পাটিয়ালা লোকোমোটিভ ওয়ার্কস (PLW) অ্যাপ্রেন্টিস পদে ২৯৫টি পদে নিয়োগ করবে। পঞ্জাবে অবস্থিত ভারতীয় রেলের এই কারখানায় একাধিক পদে নিয়োগ করা হবে। পরীক্ষার মাধ্যমে অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করা হবে। তার জন্য অনলাইনে আবেদন করতে হবে। কোন পদে কত জনকে নিয়োগ করা হবে তা বিস্তারিত উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
পাটিয়ালা লোকোমোটিভে চাকরির জন্য ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষা পাশ করে থাকতে হবে। তাতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। যে সব ট্রেডের জন্য নিয়োগ করা হবে, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে। ওয়েল্ডার পদের জন্য অষ্টম শ্রেণি এবং ওয়েল্ডারে আইটিআই পাশ করলেই চলবে। পাটিয়ালায় ইলেক্ট্রিশিয়ান পদে ১৪০, মেকানিক (ডিজেল) ৪০, মেকানিস্ট ১৫, ফিটার ৭৫ এবং ওয়েল্ডার (গ্যাস ও ইলেক্ট্রিক) ২৫ জনকে নেওয়া হবে।
১৫ বছর বয়স হলেই এই সব পদে আবেদন করতে পারবেন। ২৪ বছর বয়স অবধি আবেদন করা যাবে www.apprenticeship.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। সেই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তার পর পাটিয়ালা লোকোমোটিভের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ৯ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।