GRSE Recruitment 2022: কলকাতায় কেন্দ্রীয় সংস্থায় চাকরির বড় সুযোগ, মাসিক বেতন ১ লক্ষ টাকার কাছাকাছি

GRSE Recruitment 2022: কলকাতায় কেন্দ্রীয় সংস্থায় চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২১ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

GRSE Recruitment 2022: কলকাতায় কেন্দ্রীয় সংস্থায় চাকরির বড় সুযোগ, মাসিক বেতন ১ লক্ষ টাকার কাছাকাছি
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 9:30 AM

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্য়ান্ড ইঞ্জিনিয়ার্স (Garden Reach Shipbuilders & Engineers)-র তরফে প্রকাশিত এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম :

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্য়ান্ড ইঞ্জিনিয়ার্স (Garden Reach Shipbuilders & Engineers)

পদের নাম:

ডিজ়াইন অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা :

২৪ টি পদের জন্য নিয়োগ করা হবে। ৯ টি ডিজাইন অ্যাসিসট্যান্ট পদে, ১২ টি সুপারভাইজর (S-4 গ্রেড) পদে, ৩ টি সুপারভাইজর (S-1 গ্রেড) পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

ডিজ়াইন অ্যাসিসটেন্ট পদে নিয়োগের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল/ টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা করতে হবে প্রার্থীদের।

সুপারভাইজ়ার (S-4 গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীকে মেকানিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে।

সুপারভাইজ়ার (S-1 গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীকে ডিপ্লোমা ও স্নাতক করতে হবে।

বেতন:

ডিজ়াইন অ্যাসিসটেন্ট পদে বেতন মিলবে ২৫,৭০০ টাকা থেকে ৯০,০০০ টাকা।

সুপারভাইজ়ার (S-4 গ্রেড) পদে মাসিক বেতন মিলবে ২৯,৩০০ থেকে ১,০২,৬০০ টাকা।

সুপারভাইজ়ার (S-1 গ্রেড) পদে মাস গেলে বেতন মিলবে ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা।

বয়সসীমা:

ডিজ়াইন অ্যাসিসটেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

সুপারভাইজ়ার (S-4 গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।

সুপারভাইজ়ার (S-1 গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর।

আবেদন পদ্ধতি:

SC/ST/PwBD/অভ্যন্তরীণ প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না। বাকি প্রার্থীদের আবেদনমূল্য বাবদ অনলাইনে ৪০০ টাকা দিতে হবে।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

২১ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন