ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Limited) তরফে নিয়োগ করা হচ্ছে। ১৭৪৪ পদে করা হচ্ছে নিয়োগ। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভারতের একাধিক রাজ্যের জন্য নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৬১ টি পদে নিয়োগ করা হচ্ছে। একাধিক ভিন্ন পদে করা হচ্ছে নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য IOCL-র অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রার্থীরা।
এই কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম, দ্বাদশ, আইটিআই, ডিপ্লোমা, বি.কম, বি.এসসি, বিএ পাশ করতে হবে প্রার্থীদের। আর এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৪ বছরের মধ্যে।
কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।
অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ২০২৩ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারেন প্রার্থীরা।