WB Govt Jobs: এইট পাসেই সরকারি চাকরি? রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি
WB Govt Jobs: রাজ্যে অর্ডারলি ও বেঞ্চ ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। ২১ অক্টোবর অবধি করা যাবে আবেদন।
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য পরপর সুখবর। একদিকে যেমন প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেরকমই সদ্য একগুচ্ছ সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছ। পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা (West Bengal Child Protection Department) দফতরে উচ্চ মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাসেই করা হবে নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
পদের নাম: অর্ডারলি (Orderly) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
অষ্টম শ্রেণি পাস করা থাকলেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
বয়সসীমা :
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন:
প্রতি মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা।
পদের নাম:
বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) পদে নিয়োগ করা হচ্ছে।
বয়সসীমা:
২১ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা এই পদের জন্য করতে পারেন আবেদন।
বেতন:
প্রতি মাসে বেতন মিলবে ১৩,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনেই করতে পারেন আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
২১ অক্টোবর অবধি করা যাবে আবেদন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Office of the District Magistrate, Social Welfare Section, Old Collectorate Building, 1 Rishi Bankim Chandra Road, Howrah-711101
নিয়োগ পদ্ধতি:
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই হবে।
নিয়োগস্থল:
হাওড়া জেলা শিশু সুরক্ষা ইউনিটে নিয়োগ করা হবে।
নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- https://howrah.gov.in/