Land Reforms Department Recruitment: ভূমি সংস্কার দফতরে Group-C পদে নিয়োগ, এই সুযোগ হাতছাড়া করবেন না
Land And Land Reforms: প্রচুর মানুষের অন্ন সংস্থানের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল করোনা, বিভিন্ন বেসরকারি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হয়েছিল।
কলকাতা: গোটা দেশে শিক্ষিত বেকার যুবতীদের একটাই চাহিদা, একটি সম্মানজনক চাকরি। বর্তমান বাজারে দীর্ঘদিন ধরে খোঁজ করলেও সহজে সম্মানজনক চাকরি মেলে না। করোনা অতিমারির পরেও বেসরকারি চাকরি ক্ষেত্রে ভাটা চলছে। প্রচুর মানুষের অন্ন সংস্থানের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল করোনা, বিভিন্ন বেসরকারি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হয়েছিল। সরকারি চাকরি জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কারণ, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছিল না। চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতর। তবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের বয়স ১/১/২০২২ এর হিসেবে ১৮ বছরের বেশি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য PGDCA, B.Sc (Computer Science), BCA অথবা DOEACC ‘A’ লেভেল কোর্স করা থাকতে হবে। এছাড়াও সফটওয়ারের মেনটেনেন্স, ইনস্টলেশন এবং DBMS এর কাজ জানতে হবে।
বেতন: এই পদে চাকরি মিললে মাসিক ১৮ হাজার টাকা মিলবে।
নিয়োগ পদ্ধতি: আবেদনকারীদের যাবতীয় কাগজপত্র যাচাই করার পর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের পর চূড়ান্ত তালিকা ঠিক হবে।
আবেদন পদ্ধতি: এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: এই পদে আবেদনের জন্য পূরণ করা ফর্মের সঙ্গে নিম্ন লিখিত নথিগুলি জমা দিতে হবে: ১) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ২) প্রার্থীর বয়সের প্রমাণপত্র, ৩) কম্পিউটারের সার্টিফিকেট, ৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
- আবেদন পত্র ডাউনলোড ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।