SBI Recruitment : কেবল ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে SBI-তে চাকরি, জানুন কীভাবে করবেন আবেদন
SBI Recruitment : ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৩২ টি শূন্যপদে চলছে নিয়োগ। কোনও লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
কলকাতা : বেশিরভাগ মানুষেরই ধারণা ব্যাঙ্কে চাকরি খুব সুখের হয়। তাই তাঁরা প্রথম থেকেই ব্যাঙ্কের চাকরির দিকেই বেশি ঝোঁকেন। শুরু হয়ে যায় তার জন্য প্রস্তুতিও। বিস্তর খাটাখাটনি করে, কোচিং সেন্টারে গিয়ে নিজেদের গড়ে তোলেন। আইবিপিএস বা এসবিআই-এর সরাসরি পরীক্ষা দিয়ে নিজেদের ব্যাঙ্ক কর্মী হিসেবে দেখতে চান তাঁরা। এবার সেইসব চাকরিপ্রার্থীদের জন্যই সুবর্ণ সুযোগ নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কিন্তু এবার কোনও পরীক্ষা না দিয়েই মিলতে পারে ভারতীয় স্টেট ব্যাঙ্কে চাকরি। কেবলমাত্র ইন্টারভিউয়ে বাজিমাত করলেই চাকরি আপনার। এরকমই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৩২ টি শূন্যপদে করা হবে নিয়োগ।
শূন্যপদ :
৩২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাসিসট্যান্ট জেনেরাল ম্যানেজার (IT), ম্যানেজার (IT), ডেপুটি ম্যানেজার (নেটওয়ার্ক/ সাইট ইঞ্জিনিয়ার/স্ট্যাটিসটিসিয়ান) পদের জন্য আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।
অ্যাসিসট্যান্ট জেনেরাল ম্যানেজার (IT- টেক অপারেশন) – ১
অ্যাসিসট্যান্ট জেনেরাল ম্যানেজার (IT- ইনবাউন্ড ইঞ্জিনিয়ার)- ১
অ্যাসিসট্যান্ট জেনেরাল ম্যানেজার (IT- আউটবাউন্ড ইঞ্জিনিয়ার)- ১
অ্যাসিসট্যান্ট জেনেরাল ম্যানেজার (IT-নিরাপত্তা বিশেষজ্ঞ)- ২
ডেপুটি ম্য়ানেজার (নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) – ১০
ডেপুটি ম্যানেজার (সাইট ইঞ্জিনিয়ার কম্যান্ড সেন্টার)- ১০
ডেপুটি ম্যানেজার (স্ট্যাটিসটিক্যান)- ৬
শিক্ষাগত যোগ্যতা :
B.E/ B.Tech পাশ হতে হবে।
নির্বাচনের পদ্ধতি :
ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের নবি মুম্বই/বেঙ্গালুরু/ভদোদরাতে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ :
১২ জুন অবধি আবেদন করা যাবে।
কীভাবে করবেন আবেদন :
আগ্রহী প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইট https://www.sbi.co.in এ গিয়ে আবেদন করতে পারেন।