SSC CGL 2022 Recruitment : লোভনীয় বেতনে কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ, শুরু SSC CGL-র আবেদন প্রক্রিয়া
SSC CGL 2022 Recruitment : SSC CGL এ ২০ হাজারটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ডিসেম্বরেই হতে পারে টায়ার II এর পরীক্ষা।
সকল চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। স্টাফ অনেকেই সরকারি চাকরির জন্য মুখিয়ে থাকেন। এবার তাঁদের মনে আশা জাগিয়েই স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) সিজিএল-র পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হল। মোট ২০ হাজারটি শূন্যপদে এবার নিয়োগ করা হবে। সরকারের বিভিন্ন দফতরে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
আবেদন শুরুর দিন :
২০২২ সালের ১৭ সেপ্টেম্বর থেকে সিজিএল-র মাধ্যমে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ।
আবেদন শেষের তারিখ:
৮ অক্টোবর রাত ১১ অবধি করা যাবেদন।
এসএসসি সিজিএল-র টায়ার I ও II-র পরীক্ষা :
এই বছরের ডিসেম্বর মাসেই হতে পারে টায়ার I-র পরীক্ষা।
মোট শূন্যপদ :
২০ হাজারটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে প্রার্থীদের।
বয়সসীমা :
বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে ওয়েবসাইটে যান।
আবেদন ফি :
তফসিলি জনজাতি , উপজাতি, মহিলা, বিশেষভাবে সক্ষম ও প্রাক্তন কর্মীদের জন্য ১০০ টাকা আবেদন ফি।
আবেদন পদ্ধতি :
অনলাইনেই করতে পারেন আবেদন।
বেতন :
বিভিন্ন বেতনক্রমের অধীনে নিয়োগ করা হবে। এর মধ্যে পে লেভেল-৮ (মাসিক ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০), পে লেভেল-৭ (মাসিক ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা), পে লেভেল-৫ (মাসিক ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা) এবং পে লেভেল-৪ (মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,০০০ টাকা) এর অধীনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
আবেদন করতে যান – ssc.nic.in এ