Village Police: ভিলেজ পুলিশ পদে রাজ্যের বিভিন্ন গ্রামে নিয়োগ, আবেদন করুন এখনই
Recruitment 2022: কর্মসংস্থান নিয়ে বিস্তর অভাব অভিযোগের পর নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কলকাতা: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কর্মসংস্থান নিয়ে বিস্তর অভাব অভিযোগের পর নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় ১২টি গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পুলিশ। আবেদন জমার শেষ তারিখ ১৩ অগস্ট। এই পদে আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন…
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে।
বয়স: প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: এই পদে অফলাইনে আবেদন করা যাবে। হাতে আবেদনপত্র লিখে যাবতীয় নথি যোগ করে থানায় জমা দিতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে।
নিয়োগের স্থান: পুরুলিয়া জেলায় ১৭০ জনকে নিয়োগ করা হবে। ৮ টি থানার ১২টি পঞ্চায়েত এলাকায় নিয়োগ করা হবে। কোন কোন থানায় নিয়োগ হবে, দেখে নিন তালিকা
১) পুরুলিয়া মফস্বল থানা- পিদরা ও ডিমডিহা গ্রাম পঞ্চায়েত ২) ঝালদা থানা- হেসাহাতু গ্রাম পঞ্চায়েত ৩) আদ্রা থানা- আড়রা গ্রাম পঞ্চায়েত ৪) কেন্দা থানা- বিশরি গ্রাম পঞ্চায়েত ৫) আড়ষা থানা- বেলডি গ্রাম পঞ্চায়েত ৬) পুঞ্চা থানা- পুঞ্চা গ্রাম পঞ্চায়েত ৭) সাতুড়ি থানা- গড়শিকা গ্রাম পঞ্চায়েত