Sundar Pichai : ‘টাকার কথা ভুলে যান, মজা করুন’, গুগলের কর্মীদের পরামর্শ সিইও সুন্দর পিচাইয়ের
Sundar Pichai : সম্প্রতি বাজেটে কাটছাঁট করেছে গুগল। এবার সেই সংক্রান্ত প্রশ্নের মুখে পড়ে সংস্থার সিইও বলেন, 'টাকার কথা ভুলে যান, মজা করুন'।
সম্প্রতি ব্যয় কমাতে একাধিক পদক্ষেপ করেছে গুগল। সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে এই বিষয়ে খবর মিলেছে। সংস্থার আর্থিক মন্দার মধ্যে কর্মী ছাঁটাইও হয়েছে। সংস্থার কর্মীদের বিনোদন ও ভ্রমণ খাতে বরাদ্দে রাশ টেনেছে সংস্থা। এই বিষয়ে কর্মীরা গুগলের সিইও সুন্দর পিচাইয়ের কাছে প্রশ্ন রাখলে তিনি সংস্থার কর্মীদের একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘টাকাটাই সব কিছু নয়। এর পরিবর্তে কর্মস্থলে আনন্দ করে কাজ করা উচিত।’
এক সংবাদ মাধ্যমে প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে একটি বৈঠকে সংস্থার কর্মীদের জন্য বরাদ্দ খরচ কমিয়ে দেওয়া নিয়ে তাঁদের প্রশ্নের সম্মুখীন হন। কর্মচারীদের তরফে পিচাইকে প্রশ্ন করা হয়, কোভিড মহামারি থেকে ঘুরে দাঁড়ানোর সময় গুগলের রেকর্ড লাভ হয়েছে এবং সংস্থার বিপুল পরিমাণ নগদ জমা রয়েছে। তাহলে কেন সংস্থা ভ্রমণ ও অন্যান্য বাজেট কমিয়ে কর্মীদের ক্লান্তি বাড়িয়ে তুলছে। এই প্রশ্নের উত্তরে সুন্দর পিচাই এই ম্যাক্রোইকোনমিক অবস্থার সম্মুখীন হওয়ার জন্য কর্মীদের একসঙ্গে থাকার পরমার্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আশা করি আপনারা সবাই খবর পড়ছেন। আমার মনে হয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সংস্থা হিসেবে আমাদের একসঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমাদের চাকরিক্ষেত্রে মজা করার সঙ্গে টাকার কোনও সম্পর্ক নেই। আমি মনে করি আপনি একটি কঠোর পরিশ্রমের স্টার্ট-আপ সংস্থা যেতে পারেন এবং সেখানে দেখবেন কর্মীরা কত মজা করছে। সবসময় টাকার সঙ্গে মজার যোগ থাকে না।’তিনি স্মৃতিচারণা করে বলেছেন, গুগল যখন ছোটো সংস্থা ছিল তখন তাঁরা বেশি অর্থ আয় না করলেও খুব মজা করে কাজ করতেন। তাই তিনি গুগলের সমস্ত কর্মীদেরও বলেন, টাকার অঙ্কের সঙ্গে কর্মক্ষেত্রে মজা করে কাজ করার কোনও সম্পর্ক নেই।