Recruitment 2022: অতিরিক্ত হাতখরচের জন্য পার্ট-টাইমে কাজ করতে চান? উৎসবের মরশুমে কাজের সুযোগ দিচ্ছে এই সংস্থাগুলি
Recruitment 2022: চলতি বছরও এর অন্যথা হচ্ছে না। এই উৎসবের মরশুমে প্রায় ৪৩ শতাংশ সাময়িক বা অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
নয়া দিল্লি: সবে দুর্গাপুজো মিটেছে। সামনেই দিপাবলী, ভাইফোঁটা। ডিসেম্বর মাসে আবার রয়েছে খ্রিস্টমাস। উৎসবের মরশুমে স্বাভাবিকভাবেই কেনাকাটার বহর বেড়ে যায় অনেকটা। ফলে এই সময়ে কর্মসংস্থানের সুযোগও অনেকটাই বেড়ে যায়। বিশেষত লজিস্টিক, ফুড ডেলিভারি, ই-কর্মাস, অটোমোবাইল সেক্টরগুলিতে কর্মীদের চাহিদা একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এই সময়ে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়, এমনটাই জানা গিয়েছে সমীক্ষায়। চলতি বছরও এর অন্যথা হচ্ছে না। এই উৎসবের মরশুমে প্রায় ৪৩ শতাংশ সাময়িক বা অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আপনিও যদি এই উৎসবের মরশুমে অতিরিক্ত হাতখরচ জোগাড় করতে চান, তবে এই জায়গাগুলিতে কাজ করতে পারেন।
কোথায় কোথায় চলছে কর্মী নিয়োগ?
ডিক্যাথলন স্পোর্টস ইন্ডিয়া-
ডিক্যাথলন স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে সেলস ও মার্কেটিং বিভাগে পার্ট টাইম ও ইন্টার্নশিপে নিয়োগ করা হবে। মূলত দোকানের স্টক ও জামাকাপড় বিভাগ সামলানোর দায়িত্বই দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। তিন মাসের জন্য নিয়োগ করা হবে। প্রতি মাসে ১০ হাজার টাকাও দেওয়া হবে বেতন হিসাবে।
টমি হিলফিগার-
পোশাক সংস্থা টমি হিলফিগারেও ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট পোস্টে নিয়োগ করা হবে। চেন্নাই, পুণে, বেঙ্গালুরু. হায়দরাবাদ, মুম্বই ও কোচিতে ৪০টি পদে নিয়োগ করা হবে। আগামী ৩১ অক্টোবর অবধি আবেদন করা যাবে এই শূন্যপদে। প্রতি মাসে স্টাইপেন্ড বাবদ ২২ হাজার টাকা দেওয়া হবে।
এইচ অ্যান্ড এম-
পোশাক বিপনন সংস্থা হেনস অ্য়ান্ড মরিটজ় বা এইচ অ্যান্ড এম সংস্থাতেও পার্ট টাইম কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, যারা সপ্তাহে ন্যূনতম ২৪ ঘণ্টা এবং সপ্তাহের ৬ দিন কাজ করতে আগ্রহী, তারা এই শূন্যপদে আবেদন করতে পারেন। পার্ট টাইম কর্মীদের মূলত গ্রাহকদের ফিটিং রুমে, সেলস ফ্লোর ও বিল পেমেন্টে সহায়তার জন্য নিয়োগ করা হবে। পাশাপাশি স্টকের হিসাব রাখা ও নতুন জামাকাপড়গুলিকে গ্রাহকদের সামনে তুলে ধরার কাজ করতে হবে।