WBCS Preliminary Exam 2023: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের প্রিলিমসের পরীক্ষার নতুন দিন ঘোষিত
WBCS Exam: চলতি বছরের শেষেই ডব্লুবিসিএস প্রিলিমসের পরীক্ষা হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। শীঘ্রই পরীক্ষার্থীদের ই-অ্য়াডমিট কার্ড দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিশনের ওয়েবসাইটে wbpsc.gov.in থেকেই ডাউনলোড করতে হবে ই-অ্যাডমিট কার্ড।
কলকাতা: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশন (WBCS) প্রিলিমসের পরীক্ষার নতুন দিন ঘোষিত হল অবশেষে। চলতি বছরের শেষেই এই পরীক্ষা হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। শীঘ্রই পরীক্ষার্থীদের ই-অ্য়াডমিট কার্ড দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিশনের ওয়েবসাইটে wbpsc.gov.in থেকেই ডাউনলোড করতে হবে ই-অ্যাডমিট কার্ড। তবে কবে সেটা দেওয়া হবে তা এখনও জানায়নি। পরীক্ষার সপ্তাহ খানেক আগে এটা দেওয়া হতে পারে।
পরীক্ষার দিন
আগামী ১৬ ডিসেম্বর, শনিবার WBCS প্রিলিমসের পরীক্ষা হবে বলে বিবৃতি দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। সারা রাজ্যে একইদিনে এই পরীক্ষা হবে। ই-অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্র দেওয়া থাকবে। আরও বিস্তারিত তথ্যের জন্য WBPSC- র অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
প্রসঙ্গত, WBCS প্রিলিমস, ২০২৩-এর পরীক্ষা হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চ-এপ্রিল মাস নাগাদ। তারপর সেটা পিছিয়ে জুন-জুলাই নাগাদ হওয়ার কথা হয়। যদিও এগুলি সম্ভাব্য সময় ছিল।WBPSC কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। সম্প্রতি ৬ নভেম্বর WBCS প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে বলে জানায়। কিন্তু, দিন ঘোষণার কয়েকদিনের মধ্যেই সেটা বাতিল করে দেয়। স্বাভাবিকভাবেই পরীক্ষা হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরীক্ষার্থীরা।