West Bengal Government Engineer Recruitment : ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা! পশ্চিমবঙ্গ সরকারে একাধিক শূন্যপদে চলছে নিয়োগ, এখনি করুন আবেদন
Engineer Recruitment : পশ্চিমবঙ্গ সরকারে ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে। একাধিক শূন্যপদে ২৭ জুন অবধি করা যাবে আবেদন।
আপনি কি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছেন! তাহলে পশ্চিমবঙ্গ সরকারের এই শূন্য পদগুলিতে আবেদন করতে পারেন। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল সহ একাধিক ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগ চলছে। আবেদন করতে বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জেনে নিন…
নিয়োগকারী সংস্থা :
পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)
পদের নাম :
টেকনিশিয়ান শিক্ষানবিশ (Technician Apprentice)
কর্মস্থল :
পশ্চিমবঙ্গ
শূন্যপদ :
মোট ৬০ টি পদে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে।
ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের জন্য় রয়েছে টেকনিশিয়ান শিক্ষানবিশের ৩০ টি পদ রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে ১২ টি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ১০ টি, ইনস্ট্রুমেন্টেশন/ইলেক্ট্রনিক্সে ৫ টি, মাইনিংয়ে ৩ টি পদে নিয়োগ চলছে।
মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাদের জন্য ১৩ টি, ইলেক্ট্রিক্যালের জন্য ১০ টি ও ইনস্ট্রুমেন্টেশন/ইলেক্ট্রনিক্সে ৭ টি পদে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা :
ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের ক্ষেত্রে টেকনিক্যাল শিক্ষানবিশের পদে আবেদনের জন্য আবেদনকারীকে মেক্যানিক্যাল/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন/ইলেক্ট্রনিক্সে AICTE স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি পেতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে টেকনিক্যাল শিক্ষানবিশের পদে আবেদনের জন্য আবেদনকারীকে AICTE স্বীকৃতপ্রাপ্ত বা পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশনের স্বীকৃতপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে মেক্যানিক্যাল/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন/ইলেক্ট্রনিক্সে ৩ বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে।
বেতন :
স্নাতকদের জন্য মাসিক ৯ হাজার টাকা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা পাবেন মাসে ৮ হাজার টাকা।
বয়সসীমা :
১ জুন ২০২২ অনুযায়ী স্নাতক আবেদনকারীর বয়স ২৫ বছর হতে হবে। আর ডিপ্লোমা প্রার্থীদের বয়স হতে হবে ২৪ বছর।
আবেদন মূল্য :
এই পদে আবেদনের জন্য কোনওরকম ফি দিতে হবে আবেদনকারীদের।
নির্বাচনের পদ্ধতি :
কোনও লিখিত পরীক্ষা হবে না। নম্বরের ভিত্তিতে প্রার্থী বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ :
২৭ জুন অবধি শেষ আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন