WBPSC: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি চান? পিএসসি-র মাধ্যমে শীঘ্র আবেদন করুন

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ১৯টি পদে নিয়োগ করা হবে। তবে মোট কত জনকে নিয়োগ করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আবেদনকারীকে বাধ্যতামূলক ভাবে বাংলা জানতে হবে।

WBPSC: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি চান? পিএসসি-র মাধ্যমে শীঘ্র আবেদন করুন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 8:00 AM

কলকাতা: একাধিক পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। ২০২৩ সালের এই নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। যদি নিয়োগের পর প্রার্থীদের প্রাথমিক ভাবে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই সব পদের জন্য আবেদন করতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিস্তারিত তথ্যের উল্লেখ করা রয়েছে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ১৯টি পদে নিয়োগ করা হবে। তবে মোট কত জনকে নিয়োগ করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আবেদনকারীকে বাধ্যতামূলক ভাবে বাংলা জানতে হবে। যদিও যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের জন্য এই নিয়ম লাগু হবে না। এই সব পদের জন্য ২০ থেকে ৩৯ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। এসসি, এসটিদের জন্য অবশ্য বয়সে ছাড় রয়েছে।

এই সব পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক লিখিত পরীক্ষার পর চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসতে হবে প্রার্থীদের। এর পর হবে পার্সোনালিটি টেস্ট। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ৫ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ২ নভেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি