WBPSC Recruitment 2024: রাজ্যের ফরেন্সিক ল্যাবরেটরিতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রয়াসন নিয়ে স্তাতক বা স্নাতকোত্তর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে। সেই সঙ্গে কোনও ল্যাবরেটরিতে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
কলকাতা: ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখিত হয়েছে। এই পদে আবেদনের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। তা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রয়াসন নিয়ে স্তাতক বা স্নাতকোত্তর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে। সেই সঙ্গে কোনও ল্যাবরেটরিতে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি অনলাইন এবং অফলাইন- দুভাবেই জমা দেওয়া যাবে। ৩৯ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে মোট ২২ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে সাধারণ ক্যাটিগরির শূন্যপদ রয়েছে ৮টি।
তবে এই পদের জন্য কত বেতন দেওয়া হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ৬ ফেব্রুয়ারি থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। এবং তা চলবে ২৭ ফেব্রুয়ারি দুপুর ৩টে পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।