State Eligibility Test: সেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ কলেজ সার্ভিস কমিশনের, কবে থেকে শুরু আবেদন জেনে নিন
ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পূর্ণ করলে অ্যাকনলেজ স্লিপ তৈরি হবে। তা প্রিন্ট আউট করে রাখবেন। আবেদন সংক্রান্ত কোনও তথ্য পাঠাতে হবে না।
কলকাতা: স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যেই এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে অ্যাসিট্যান্ট প্রফেসর হিসাবে যাঁরা যোগ দিতে চান তাঁদের পাশ করতে হবে এই পরীক্ষায়। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পরীক্ষায় বসার যোগ্যতামান, আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমার বিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
সেট পরীক্ষায় বসার জন্য ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোর্স সম্পূর্ণ করতে হবে। স্নাতকোত্তর কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি, ওবিসি ক্যাটেগরি ভুক্তদের স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এই পরীক্ষায় বসার জন্য কোনও বয়সসীমা নেই। অর্থাৎ যে কোনও বয়সেই এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ অগস্ট থেকে এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পূর্ণ করলে অ্যাকনলেজ স্লিপ তৈরি হবে। তা প্রিন্ট আউট করে রাখবেন। আবেদন সংক্রান্ত কোনও তথ্য পাঠাতে হবে না। এই পরীক্ষায় আবেদনের জন্য ১২০০ টাকা ফি জমা দিতে হবে জেনারাল ক্যাটেগরির পরীক্ষার্থীদের। ওবিসিদের ক্ষেত্রে তা ৬০০ টাকা এবং এসসি ও এসটিদের ক্ষেত্রে তা ৩০০ টাকা।