West Bengal Job: প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতনে রাজ্যে গ্রুপ সি কর্মী নিয়োগ
West Bengal Job: আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে এমএস এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে। তাছাড়া টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে ৩০টির বেশি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর। এর সঙ্গে থাকতে হবে সরকারি বা বেসরকারি সংস্থায় ১ বছরের কাজের অভিজ্ঞতা।
কলকাতা: দীর্ঘ দু বছর করোনার কারণে সারা দেশের পাশাপাশি রাজ্যেও সরকারি বেসরকারি নিয়োগ বন্ধ ছিল। ধীরে ধীরে করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কেটে যাওয়ায় দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। যার ফলে বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি সরকারি সংস্থাগুলিতেও শুরু হয়েছে কর্মী নিয়োগ। এর মধ্যেই রাজ্য সরকারের তরফে রূপশ্রী প্রকল্পে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি পদে এই কর্মী নিয়োগ করা হবে। হুগলী জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে এই কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশিত।
পদের নাম, শূন্যপদ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন
হিসেবরক্ষক (অ্যাকাউন্টেন্ট) পদে মোট শূন্যপদের সংখ্যা ১টি (এসটি)। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে হতে হবে ৪০ বছরের মধ্যে। আবেদন করার জন্য প্রার্থীদের বাণিজ্য শাখায় স্নাতক পাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে এমএস এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে। এর সঙ্গে প্রার্থীদের ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো সরকারি বা বেসরকারি সংস্থায়। এই পদে নির্বাচিত ব্যক্তিকে প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ১৫,০০০ টাকা।
পদের নাম, শূন্যপদ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন
ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট শূন্য পদের সংখ্যা ২টি (ইউআর-১, এসটি-১)। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে ৪০ বছর। আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে এমএস এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে। তাছাড়া টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে ৩০টির বেশি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর। এর সঙ্গে থাকতে হবে সরকারি বা বেসরকারি সংস্থায় ১ বছরের কাজের অভিজ্ঞতা। এই পদে নির্বাচিত ব্যক্তিকে প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ১১,০০০ টাকা।
আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি
উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। হুগলী জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদন করার সময়সীমা ৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেল এবং মোবাইল নম্বর থাকা আবশ্যিক।
এই দুটি পদে নিয়োগ হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং শেষে সাক্ষাৎকারের ভিত্তিতে। তবে প্রার্থীদের অতি অবশ্যই হুগলী জেলার বাসিন্দা হতে হবে।