PM Modi Goa Visit: সুপার স্পেশালিটি ব্লক থেকে দুর্গ সংস্কার, গোয়ার মুক্তি দিবসে একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

PM Modi to inaugurate Various Project in Goa: প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, সমগ্র গোয়ায় এটিই একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, বাইপাস সার্জারি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালেসিসের মতো চিকিৎসাও হবে এবার থেকে।

PM Modi Goa Visit: সুপার স্পেশালিটি ব্লক থেকে দুর্গ সংস্কার, গোয়ার মুক্তি দিবসে একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী
বছরের শেষ মন কি বাত অনুষ্ঠান আজ। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 8:29 AM

নয়া দিল্লি: ভোটের দামামা বেজে গিয়েছে সৈকত শহরে। আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) রয়েছে, তার আগেই প্রচারে যাচ্ছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। সম্প্রতিই প্রচার সেরে এসেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী(Priyanka Gandhi), তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে আপ নেতা অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। এবার পালা প্রধানমন্ত্রীর। তবে তিনি নির্বাচনী প্রচারে নয়, গোয়ার মুক্তি দিবস অনুষ্ঠানে যোগদান করবেন।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার গোয়ার মুক্তি দিবস উপলক্ষ্য়ে তালেগাঁওতে দুপুর তিনটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)  ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি “অপারেশন বিজয়”-এ অংশগ্রহণকারী মুক্তি যোদ্ধা ওঅবসরপ্রাপ্ত সেনাদের সম্মান জানাবেন এবং তাদের হাতে স্মারক তুলে দেবেন।

পর্তুগিজ বাহিনীর হাত থেকে গোয়াকে মুক্ত করতে ভারতীয় সেনা বাহিনী “অপারেশন বিজয়” নামে যে অভিযান চালিয়েছিল, তার সাফল্যকে মনে রাখতেই প্রতিবছর ১৯ ডিসেম্বর দিনটিকে মুক্তি দিবস হিসাবে পালন করা হয়।

মুক্তি দিবসের এই অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি এ দিন প্রধানমন্ত্রী মোদী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন। এরমধ্য়ে অন্য়তম হল ফোর্ট আগুয়াদা জেল সংগ্রহশালা, গোয়া মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লক, নতুন দক্ষিণ গোয়া জেলা হাসপাতাল, মোপা বিমানবন্দরে এভিয়েশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ও মারগাঁওতে একটি গ্যাস সাব স্টেশন।

এছাড়াও তিনি ভারত-আন্তর্জাতিক আইনি শিক্ষা ও বার কাউন্সিল গবেষণা বিশ্ববিদ্যালয়ে ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। কীভাবে ভারতীয় সেনা পর্তুগিজ সেনাকে হারিয়ে গোয়াকে মুক্ত করেছিল, সেই সম্পর্কে তৈরি একটি বিশেষ পত্রিকার উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।

গোয়ার মুক্তিযুদ্ধে পত্রাদেবীর যে বিশেষ অবদান ছিল, তা স্মরণ করেই বিশেষ স্ট্যাম্পও প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। মুক্তি যুদ্ধের বিভিন্ন ছবি নিয়ে তৈরি মেঘদূত পোস্টকার্ডও প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দেওয়া হবে।

এদিনের সফরে প্রধানমন্ত্রী মোদী সেরা পঞ্চায়েত ও পুরসভার পুরস্কার বিতরণ করবেন এবং সম্পূর্ণ মিত্র ও সম্পূর্ণ গোয়া প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতা ও পুরস্কার তুলে দেবেন। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী আজাদ ময়দানে শহিদদের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞলী অর্পণ করবেন। এরপর তিনি আড়াইটে নাগাদ পানাজিতে বিশেষ প্যারেডে দর্শক হিসাবে অংশ নেবেন।

ক্ষমতায় আসার পর থেকেই দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী গোয়ার স্বাস্থ্য ব্য়বস্থা ও পরিকাঠামো উন্নতির উপর জোর দিয়েছিলেন। তাঁর অনুপ্রেরণা ও প্রচেষ্টাতেই গোয়া মে়ডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে ৩৮০ কোটি টাকা খরচ করে একটি নতুন হাসপাতালও তৈরি করা হয়েছে দক্ষিণ গোয়ায়।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, সমগ্র গোয়ায় এটিই একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, বাইপাস সার্জারি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালেসিসের মতো চিকিৎসাও হবে এবার থেকে। পিএম-কেয়ারস প্রকল্পের অধীনে অক্সিজেন প্ল্যান্টও স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ২২০ কোটি টাকা খরচে তৈরি নতুন দক্ষিণ গোয়া জেলা হাসপাতালেও ওপিডি, ৩৩টি বিশেষ বিভাগ, আধুনিক ল্যাবরেটরি ও পরীক্ষা কেন্দ্র রয়েছে। ফিজিওথেরাপি, অডিয়োমেট্রির মতো পরিষ্বাও পাওয়া যাবে এই হাসপাতালে। নতুন হাসপাতালে ৫০০টি অক্সিজেন বেড, ৫৫০০ লিটার এলএমও ট্যাঙ্ক ও ২টি পিএসএ প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যা প্রতি মিনিটে ৬০০ লিটার অক্সিজেন তৈরি করে।

স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে আগুয়াদা ফোর্ট জেল মিউজিয়ামকে ঐতিহ্যশালী পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। ২৮ কোটি টাকা খরচ করে এই দুর্গের সংস্কার করা হয়েছে। এই সংগ্রহশালা গোয়ার মুক্তিযোদ্ধাদের লড়াই ও আত্মত্য়াগকেই তুলে ধরবে।

৮.৫ কোটি টাকা খরচে মোপা বিমানবন্দরে এভিয়েশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা হয়েছে। গোয়ায় নতুন কর্মসংস্থানের উদ্দেশ্য়েই এই কেন্দ্র চালু করা হচ্ছে। এই কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা মোপা বিমানবন্দর চালু হলে, সেখানে চাকরি পাবেন। এছাড়া দেশের যেকোনও প্রান্তের বিমানবন্দরেও তারা চাকরি পেতে পারেন।