Bidhannagar Municipal Election: বিশেষ দায়িত্বে জ্ঞানবন্ত! নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট বিধাননগরে

Bidhannagar Muncipal Election: বিধাননগরে বিধানে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা কোনওরকম অশান্তি না হয়, তা নিশ্চিত করতে বিশেষ দায়িত্বে থাকছেন এডিজি এসটিএফ সিআইডি জ্ঞানবন্ত সিং। ভোটের আগে গোটা বিধাননগর চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

Bidhannagar Municipal Election: বিশেষ দায়িত্বে জ্ঞানবন্ত! নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট বিধাননগরে
বিধাননগরের নিরাপত্তার দায়িত্বে জ্ঞানবন্ত সিং
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 11:54 PM

কলকাতা: রাত পোহালেই বিধাননগর সহ চার পুরনিগমের (Bidhannagar Municipal Election) নির্বাচনে। আর তার আগে বিধাননগরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রাজ্য পুলিশ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে কমান্ডো, ইএফআর, এসটিএফ। আজ থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি রাখছেন সিআইডি ও আইবির অফিসাররা। নিযুক্ত করা হচ্ছে আইএএস পদমর্যাদার এক অফিসারকেও। বিধাননগরে বিধানে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা কোনওরকম অশান্তি না হয়, তা নিশ্চিত করতে বিশেষ দায়িত্বে থাকছেন এডিজি এসটিএফ সিআইডি জ্ঞানবন্ত সিং। ভোটের আগে গোটা বিধাননগর চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিধাননগরে যাঁরা ঢুকছেন, বেরোচ্ছেন – তাঁদের প্রত্যেকের থেকে কারণ জানতে চাওয়া হচ্ছে। উল্লেখ্য, শান্তিপূর্ণ নির্বাচন করতে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে বিধাননগরে।

এর আগে বিধাননগরের ভোটের জন্য ২ হাজার ৮০০ পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার নতুন করে পুলিশ মোতায়নে করায় বিধাননগরে মোট সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকছে। উল্লেখ্য, এই প্রথম ইএফআর এসটিএফ দিয়ে ভোট করানো হবে। উল্লেখ্য, বিধাননগরের নির্বাচন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হতে পারে, তার জন্য সজাগ পুলিশ এবং কমিশন। শুক্রবার সকাল থেকেই বিধাননগরে প্রবেশ এবং বেরোনোর পয়েন্টগুলিতে নাকা চেকিং চলছে জোরকদমে। প্রত্যেকের থেকে কোথায় যাচ্ছে, তার কারণ জানা হচ্ছে। উপযুক্ত কারণ দেখা পারলে এবং পুলিশ সেই উত্তরে সন্তুষ্ট হলে, তবেই ছাড়া হচ্ছে। সেই সঙ্গে কোনও বহিরাগত ব্যক্তি যাতে অশান্তির বাতাবরণ তৈরি করতে না পারে, তাও নিশ্চিত করতে চাইছে পুলিশ। বহিরাগতদের ঠেকাতে জায়গায় জায়গায় নাকা তল্লাশিও চলছে।

উল্লেখ্য, বিগত নির্বাচনগুলিতে বিধাননগরে হিংসার সাক্ষী থেকেছে বাংলা। এবারও এমন বেশ কিছু অভিযোগ এসেছে বিরোধী দলগুলি বিশেষ করে বিজেপির দিক থেকে। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। হাইকোর্ট সতর্ক করে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। সরাসরি কোনও নির্দেশ না দেওয়া হলেও, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল আদালত। স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, অশান্তি হলে তার দায় কমিশনেরই।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা