Bidhannagar Municipal Election: বিধাননগরে ভোটের আগে সিপিএম নেতার বাড়িতে হামলা! ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে তৃণমূল
Bidhannagar Municipal Election 2022: বৃহস্পতিবার রাতে সিপিএমের এক নেতার বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কলকাতা: পুরভোটের আগে সরগরম বিধাননগর (Bidhannagar Municipal Election 2022)। শনিবার এই পুরনিগমে ভোট। তার আগে দফায় দফায় বিরোধীদের অভিযোগ, শাসকদল নানাভাবে তাদের প্রার্থীদের হেনস্তা করছে, মারধর করছে। বৃহস্পতিবার রাতে সিপিএমের (CPIM) এক নেতার বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের (Trinamool Congress) দিকে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। বিধাননগর পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে নিউটাউন তারুলিয়া ফার্স্ট লেন। সেখানকারই সিপিএম নেতা তাপস মাজির বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রায় ২৫ থেকে ৩০ জন ছেলে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে দু’ দফায় সিপিএম নেতার বাড়িতে ভাঙচুর চালায় ও হুমকি দেয় বলে অভিযোগ। অভিযোগকারী সিপিএম কর্মী জানান, তাঁকে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে না যেতে বলা হয়। নিউটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায় রাতেই। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে শুক্রবার সকালে তাপস মাজির বাড়িতে যান রাজারহাট নিউটাউনের সিপিএম নেতা সপ্তর্ষি দেব এবং বিধাননগর ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভম দাস। তাঁদের দাবি, ভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তৃণমূল। যদিও এই ওয়ার্ডের যিনি তৃণমূলের প্রার্থী, সেই বিনু মণ্ডল সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, এই পুরভোটে সিপিএম এমন কোনও বড় ফ্যাক্টর নয় যে, তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করতে হবে। বরং ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি বিনু মণ্ডলের।
বিনু মণ্ডলের কথায়, “আমি যতদূর জানি আমাদের ২৭ নম্বর ওয়ার্ডের কোনও দায়িত্বে তিনি নেই। আমি শুনেছি উনি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের ২৬ নম্বর ওয়ার্ডের কিছু দায়িত্বে আছেন। আমাদের ছেলেরা এটা করবে না। আমরা মানুষের ভোটে জিতে আসব। সিপিএম, বিজেপি আমাদের এই ভোটে এমন কোনও ফ্যাক্টর নয় যে বাড়ি গিয়ে ভাঙচুর করতে হবে। এসব ভিত্তিহীন কথা। যারা বলছে, পুরো মিথ্যা কথা বলছে। ওনার নামেও তো নানা কথা শোনা যায়। ব্যক্তিগত গোলমালের কারণে হয়ত কেউ এটা করে থাকতে পারে।”
অন্যদিকে সিপিএম প্রার্থী শুভম দাস বলেন, “আক্রমণটা আজ নতুন নয়। এর আগে পঞ্চায়েত ভোটে ইনি প্রার্থী ছিলেন। একই জিনিস সেই ভোটের সময় থেকে চলছে। তৃণমূলের লোকজন এসব করে। ভোটের একদিনও নেই। তার আগে এলাকার লোকজনকে সন্ত্রস্ত করতে এসব করছে। মানুষ যাতে ভয় পান। এতে ভোটের দিন ওদের সুবিধা হবে। এক তরফা সমস্ত কিছু করে নিতে পারবে। ওরা তো মানুষের রায়কে মেনে নিতে পারে না। তাই জুলুমবাজি করে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা