Karnataka Poll Promise: কৃষকের ছেলেকে বিয়ে করলে ২ লক্ষ টাকা!

HD Kumaraswamy: সোমবার কর্নাটকের কোলারে একটি জনসভায় অংশ নিয়েছিলেন জেডিএস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। ‘পঞ্চরত্ন’ জনসভায় বক্তব্য রাখার সময়ই এই বিষয়ে বলেছেন তিনি।

Karnataka Poll Promise: কৃষকের ছেলেকে বিয়ে করলে ২ লক্ষ টাকা!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 5:04 PM

বেঙ্গালুরু: কৃষকের ছেলেকে বিয়ে করলে টাকা দেওয়া হবে পাত্রীকে। সম্প্রতি এ রকমই নির্বাচনী প্রতিশ্রুতি ঘিরে হইচই পড়ে গিয়েছে কর্নাটকে। আগামী ১০ মে দক্ষিণ ভারতের এই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচনে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই নির্বাচনী প্রচারের ঝাঁঝ বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে পৌঁছে যাচ্ছেন জনতার দরবারে। ভোটের আগে ভোটদাতাদের মন পাওয়ার চেষ্টায় রাজনৈতিক নেতারা। হরেক রকম নির্বাচনী প্রতিশ্রুতিও দিচ্ছেন। কংগ্রেস, বিজেপি এবং জেডিএস (জনতা দল সেক্যুলার)- এই তিন দলের মধ্যে কর্নাটকে লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। জেডিএস নেতা এইচডি কুমারস্বামীও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যাচ্ছেন। সোমবার সে রকমই এক নির্বাচনী প্রচারের সময়ই কৃষকদের ছেলেকে বিয়ে করলে তাঁর দল মহিলাদের ২ লক্ষ টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন তিনি।

সোমবার কর্নাটকের কোলারে একটি জনসভায় অংশ নিয়েছিলেন জেডিএস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। ‘পঞ্চরত্ন’ জনসভায় বক্তব্য রাখার সময়ই এই বিষয়ে বলেছেন তিনি। কুমারস্বামী ঘোষণা করেছেন, তার সরকার ক্ষমতায় এলে নতুন প্রকল্প আনবেন তিনি। তাতে কোনও মহিলা যদি কৃষকের ছেলেকে বিয়ে করেন, তাহলে তাকে ২ লক্ষ টাকা দেবে সরকার। টাকা দেওয়ার প্রসঙ্গে কুমারস্বামী বলেছেন, “কৃষকদের ছেলেদের মেয়েরা বিয়ে করতে রাজি নন বলে আমার কাছে পিটিশন জমা পড়েছিল। তাই কৃষকদের ছেলেদের বিয়েতে উৎসাহ দিতে এই ভাবনা। আমাদের ছেলেদের আত্মসম্মান বজায় রাখতেই এই উদ্যোগ।”

১০ মে কর্নাটকে অনুষ্ঠিত হবে বিধানসভা ভোট। ১৩ মে প্রকাশিত হবে সেই ভোটের ফল। ২২৪ আসনের এই বিধানসভার ভোটে লড়ার জন্য এখনও অবধি ৯৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে জেডিএস।