Viral Video: নামতেই পারল না প্রাক্তন মুখ্যমন্ত্রীর কপ্টার; মাটি ছোঁয়ার মুহূর্তে যা ঘটল, না দেখলে বিশ্বাস হবে না
BS Yediyurappa Viral Video: সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগে বর্তমানে রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রচার। মারাত্মক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি।
বেঙ্গালুরু: সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগে বর্তমানে রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রচার। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই ফের আলোচনায় উঠে এসেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার নাম। নির্বাচনী রাজনীতি থেকে অবসর নিয়েছেন ইয়েদুরাপ্পা। কিন্তু, তারপরও তাঁকেই রাজ্যে বিজেপির পোস্টার বয় হিসেবে তুলে ধরছে গেরুয়া শিবির। জায়গায় জায়গা ঘুরে প্রচার চালাচ্ছেন অশীতিপর এই নেতা। সোমবার (৬ মার্চ) কালবুর্গি জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে মারাত্মক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। হেলিকপ্টারে ভ্রমণ করত গিয়ে ঘটল প্লাস্টিক বিভ্রাট। এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নির্বাচনী প্রচারের জন্য বর্তমানে রাজ্যের বিভিন্ন অংশে সফর করছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার, বিজেপির ‘জন সংকল্প যাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে, হেলিকপ্টারে করে কালবুর্গি জেলার জেভারগি এলাকায় এসেছিলেন ইয়েদুরাপ্পা। কিন্তু, তাঁর কপ্টার নামার জন্য যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, প্রথমে সেই হেলিপ্যাডে কপ্টারটি অবতরণ করতেই পারেনি। কারণ, হেলিকপ্টারের ডানার প্রবল বাতাসের ঝাপটায় আশপাশের বিভিন্ন কুঁড়েঘরের জমা থাকা প্লাস্টিক ও আবর্জনার স্তূপ বাতাসে উড়তে থাকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে হেলিকপ্টারের ডানায় প্লাস্টিকের ব্যাগ জড়িয়ে গিয়ে দুর্ঘটনা ঘটার উপক্রম তৈরি হয়। বিপদ বুঝে পাইলট হেলিকপ্টার না নামিয়ে ফের কপ্টারটি আকাশে উড়িয়ে দেন।
#WATCH | Kalaburagi | A helicopter, carrying former Karnataka CM and senior leader BS Yediyurappa, faced difficulty in landing after the helipad ground filled with plastic sheets and waste around. pic.twitter.com/BJTAMT1lpr
— ANI (@ANI) March 6, 2023
এরপর সেখানে উপস্থিত পুলিশ বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মীরা মাঠটি পরিষ্কার করেন। সেই সময় কপ্টারটি ওই এলাকায় আকাশপথে চক্কর কাটতে থাকে। পুরো এলাকা ভালভাবে সাফাই করার পর, বিএস ইয়েদুরাপ্পার হেলিকপ্টারটি অবতরণ করে। দ্বিতীয়বার আর কোনও বিপত্তি ঘটেনি। কালবুর্গির পুলিশ সুপার ইশা পন্থ বলেছেন, “হেলিকপ্টারটি পরে একই স্থানে নিরাপদে অবতরণ করেছে।” ঘটনার যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে কপ্টারটি একেবারে মাটি ছুঁয়ে ফেলেছিল। অবতরণের একেবারে শেষ মুহুর্তে, মাটি থেকে মাত্র কয়েক মিটার মাত্র উচ্চতা থেকে কপ্টারটি ফের উড়িয়ে নিয়ে যাচ্ছেন পাইলট। উড়ান বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাইলট বিচক্ষণতার পরিচয় না দিলে হেলিকপ্টারটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।