কলকাতা : মঙ্গলবার কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভাগ্য নির্ধারণ হচ্ছে। এদিন পুরভোটের ফল গণনা। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালটে গণনা। তারপর ইভিএমের গণনা। অন্যদিকে রবিবারের পুরভোট আসলে প্রহসন বলে দাবি কংগ্রেস, বাম, বিজেপির। তারা আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে। এদিকে বেলা যত গড়িয়েছে বিরোধীদের দূরে রেখে বহু এগিয়ে গিয়েছে তৃণমূল।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ১৬টি বরো রয়েছে। বরোভিত্তিক গণনা হবে। কোথাও একসঙ্গে দু’টি বরোর গণনা হচ্ছে। কোথাও আবার একইসঙ্গে চারটি বরোর গণনা চলবে। গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ), ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন হেস্টিংস, যোধপুর পার্ক বয়েজ স্কুল, যোধপুর পার্ক গার্লস স্কুল, বরিশা হাই স্কুল, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস, জোকা ব্রতচারী বিদ্যাশ্রম।
ভোটের ফলাফল নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিলেন সিপিএম নেতা বিমান বসু (Biman Bose)। মঙ্গলবার বীরভূম বিমান বসুর বার্তা, একটু অন্য কায়দায় ভোট করেছে তৃণমূল। তিনি আরও যোগ করেন, “তলায় তলায় ভোট লুঠ করার নিদান দিয়ে উপরে ব্যবস্থা নেব বলে নিজের ইমেজ রক্ষা করার চেষ্টা”। আবার বীরভূমে এসে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কটাক্ষের জবাবও দিলেন বিমান।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘মানুষের বুঝতে আরও একটু সময় লাগবে,’ পুরভোট নিয়ে মন্তব্য বিমানের
তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ (BJP MP)। অথচ একুশের কলকাতা পুরভোটে বিজেপির বিরুদ্ধে এবং নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের সমর্থনে প্রচার করেছিলেন। রূপা গাঙ্গুলি (Roopa Ganguly) জানিয়েছিলেন ৮৬ নম্বর ওয়ার্ডের মৃতা কাউন্সিললর তিস্তা বিশ্বাসের হয়ে তিনি লড়বেনই। আর রূপা বনাম বিজেপি লড়াইয়ে হাতছাড়া হল গেরুয়া শিবিরের হাতে থাকা ওয়ার্ড ছিনিয়ে নিয়ে গেল ঘাসফুল। জয়ের স্বাদ পেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: বিজেপি বনাম রূপার লড়াইয়ে গেরুয়া ওয়ার্ড ছিনিয়ে নিয়ে গেলেন চন্দ্রিমা-তনয় সৌরভ!
বার রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) তুলে এনেছিল বেশ কয়েকজন নবীন প্রার্থীকে। কেউবা মন্ত্রী পুত্র কেউ বা বাম নেতার তনয়া। জয়ও এনে দিয়েছেন তাঁরা। তবে কেউই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজের মতো এমন ইনিংস খেলেননি। পুরভোটে রেকর্ড গড়ে ফেলেছেন ৬৬ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল প্রার্থী। তাঁর জয়ের মার্জিন ৬২ হাজার ৪৫ ভোট। যা ভবানীপুর উপনির্বাচনে জেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিনের চেয়েও বেশি।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: পুরভোটে ৬২ হাজারে জয় বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী-পুত্র ফৈয়াজের! বিজেপির ‘দাবি’, তিনিই মেয়র হোন
বামেদের কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে প্রবেশ করতে দেখা গিয়েছে কর্মী- সমর্থকদের। শুধু তাই নয়, ঘটনাস্থলে দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘যারা করেছে, তারা ঠিক করেনি’। যারা বিজয়ী তাদের আরও বেশি বিনয়ী হওয়া উচিৎ বলেও বার্তা দিয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন : KMC Election Result 2021: ‘বিজয়ীদের আরও বিনয়ী হওয়া উচিৎ’, নেতাজি নগরের ঘটনায় মুখ খুললেন ফিরহাদ
কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওয়ার্ডে জয়ী তৃণমূলের অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬২৩। ১০৯ নম্বর ওয়ার্ডে নজির অনন্যার।
কলকাতা পুভোটে ল্যান্ডস্লাইড ভিকট্রি তৃণমূল কংগ্রেসের। তারা পেল ১৩৪ টি ওয়ার্ডে জয়। বিজেপি ৩টি, সিপিএম ও কংগ্রেস পেল ২টি ওয়ার্ডে জয়ের স্বাদ।
অন্যান্যরা তিনটি আসন পেয়েছে। যদিও তারাও ঘাসফুলমুখী। পার্থ চট্টোপাধ্যায় জানালেন নির্দলদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
বিজয়ের আগে জয়ী হয়েছেন বলে পোস্টার ও ফেস্টুন পড়ে গিয়েছিল তাঁর নামে। কালীঘাটের বন্দ্যোপাধ্যায় বাড়ির তৃতীয় জনপ্রতিনিধি হিসাবে উঠে এলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী জিতলেন ৬ হাজার ৪৯৩ ভোটে। তাঁর প্রাপ্ত ভোট ৯ হাজার ৬৭।
দীর্ঘ ৫৪ বছর পর বামেদের দুর্গে ফাটল ধরাল তৃণমূল। ভোট শতাংশে দ্বিতীয় হলেও নিজেদের পুরনো গড় রক্ষা করতে পারলা না বামেরা। ৫৪ বছর পর ১০ নম্বর ওয়ার্ডে হার তাদের। পরাজিত হলেন সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত।
দলের শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দেওয়ার পর ফের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পুরভোটের ফল প্রকাশের পরই বামেদের কার্যালয় দখলের ছবি দেখা গেল কলকাতায়। কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে এসএফআই ও ডিওয়াইএফআই-এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন : KMC Election Result 2021: ফল প্রকাশের পর বামেদের পার্টি অফিস দখল! অরূপ বিশ্বাসের সামনেই চলল ‘সেলিব্রেশন’
কলকাতা পুরভোটে বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস স্পষ্ট হতেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব। এবার শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তাদের পিছনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যদিও সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে কটাক্ষ করেন, “এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার কোনও মানে হয়না। বাকিরা যোজন যোজন দূরত্বে দাঁড়িয়ে আছে”।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: জাতীয় রাজনীতিতে তৃণমূলকে আরও এক ধাপ এগিয়ে দিল কলকাতা পুরভোটের ফল, দাবি পার্থর
“আমরাই প্রধান বিরোধী।” কলকাতা পুরনির্বাচনে ফলাফলের প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি উল্লেখ করে আরও একবার বিষয়টি নিশ্চিত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করলেন, ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল বামদের দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘একটা ইলিউশন তৈরি করা হচ্ছে যে বিজেপি নয়, সিপিএম প্রধান বিরোধী’
ভোটে কী ভাবে ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মীনা দেবীর মতো বিজেপি প্রার্থীরা জিতলেন তা নিয়ে কার্যত বিস্মিত গেরুয়া শিবির! শমীক ভট্টাচার্যদের কটাক্ষ, ভোট হয়নি, ভোটের মতো কিছু একটা হয়েছে। আর বামেরা যে ভোট শতাংশে দ্বিতীয় হয়েছে তার কোনও দাম নেই। এমনই দাবি সুকান্ত মজুমদারের। তাঁর অভিযোগ, ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল বামেদের দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।
ভোটে কী ভাবে ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মীনা দেবীর মতো বিজেপি প্রার্থীরা জিতলেন তা নিয়ে কার্যত বিস্মিত গেরুয়া শিবির! শমীক ভট্টাচার্যদের কটাক্ষ, ভোট হয়নি, ভোটের মতো কিছু একটা হয়েছে। এতে ভোটারদের ভাবনার প্রতিফলনই পড়েনি। তৃণমূলের জয়ী প্রার্থীদের ভুয়ো কাউন্সিলর বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির কটাক্ষ, সর্বোচ্চ ভোট পেয়েছেন জাভেদ খানের ছেলে ফৈয়াজ খান। তিনি পুরভোটে রেকর্ড গড়েছেন। এমন জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়েরও নেই। তাঁকেই উপমুখ্যমন্ত্রী করা হোক, বক্রোক্তি তাদের।
পদ্ম পতাকা সুতোলিতে বেঁধে রাস্তার এপ্রান্ত থেকে ওপ্রান্ত টানটান করে বাঁধা। সেটাকে টপকে উড়ল ঘাসফুলের জয়ধ্বজা। ৬ নম্বর মুরলিধর সেনে কার্যত এক জন বিজেপি কর্মীরও দেখা মেলেনি। দরজা বন্ধই ছিল। বেলা বাড়তে সেখানেই উড়ল সবুজ আবির। বিজেপির রাজ্য অফিসের সামনে দিয়েই গেল তৃণমূলের বিজয় মিছিল। সবুর আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। রাজ্য অফিসের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালেন তাঁরা। আরও চড়ল সুর। অপ্রীতিকর যাতে কোনও পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগেই সেখানে ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। মিনিট খানেক দাঁড়িয়ে আবার বিজয় মিছিল এগিয়ে গেল সামনের দিকে।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: শুনশান বিজেপির রাজ্য অফিসের সামনে উড়ল তৃণমূলের জয়ধ্বজা-সবুজ আবির
কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ড বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। যেই কটা স্থানে বিজেপি পায়ের তলার জমি শক্ত করতে সমর্থ হয়েছিল, তার মধ্যে অন্যতম হল কলকাতার বড়বাজার এলাকা। এই বড়বাজারের পোস্তা এলাকার এই ওয়ার্ডেই গত আড়াই দশক ধরে কাউন্সিলর পদে থেকেছেন বিজেপির মীনাদেবী পুরোহিত। এবারও তিনি জিতলেন এক হাজারের বেশি ভোটে। ষষ্ঠবারের জন্য কাউন্সিলর পদে জিতে তাঁর বার্তা এটা সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের জয়।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘মানুষের কাজ করলে জয় আটকাবে কে’? ষষ্ঠবার কাউন্সিলর হয়ে প্রতিক্রিয়া বিজেপির মীনা দেবী পুরোহিতের
প্রথমবার নেমেছিলেন ভোট (KMC Election 2021) ময়দানে। আর প্রথমবারেই বাজিমাত। কলকাতা পুরনিগমের নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড (KMC Ward No 8) থেকে জয়ী হয়েছেন শশী পাঁজার (Sashi Panja) মেয়ে পূজা পাঁজা (Puja Panja)। আজ সকালে গণনা পর্বের শুরু থেকেই ৮ নম্বর ওয়ার্ড থেকে এগিয়ে ছিলেন পূজা পাঁজা। বিজেপির তরফে আট নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মনোজ সিং এবং সিপিএমের তরফে লড়েছিলেন মাধব ঘোষ। তবে দুই জনকেই পিছনে ফেলে প্রথম ভোটেই জয় ছিনিয়ে এনেছেন শশী পাঁজার মেয়ে।
আরও পড়ুন : KMC Election Result 2021: প্রথম ভোটেই বাজিমাত! ৮ নম্বর ওয়ার্ডে জয়ী শশীকন্যা পূজা পাঁজা
তিনটি ওয়ার্ডে এ দিন সকাল থেকেই এগিয়ে ছিলেন নির্দল প্রার্থীরা। বেলা বাড়তেই তাঁদের জয় ঘোষণা হয়। আর এরপরই জানা যায়, তিনজনই যোগ দিচ্ছেন তৃণমূলে। তিন প্রার্থীই দাবি করেছেন যে তাঁরা শাসক দলে যোগ দিয়ে কাজ করতে চান। প্রশ্ন উঠেছে, নির্দল হিসেবে লড়ার কী প্রয়োজন ছিল তাহলে? সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল এই প্রার্থীদের।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: জয়ী হয়েই তৃণমূলের পথে তিন নির্দল প্রার্থী, ‘সবুজ-সঙ্কেত’ ছিল আগেই?
একুশের বিধানসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট বা লোকসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট শতাংশের থেকে কলকাতা পুরসভা ভোটের হার অনেক ভাল। বাম নেতা রবীন দেবের কথায়, “বহু বাধা সত্ত্বেও মানুষ ভোট দিয়েছে। সেই ভোটারদের আমরা অভিনন্দন জানাই”। ১৯ ডিসেম্বর ভোটের দিন রবীন দেব বলেছিলেন, তৃণমূল ও পুলিশের সম্মিলিত বাধা সত্ত্বেও যে বাম কর্মীরা বীরের মতো কাজ করেছেন তাঁদের তিনি শুভেচ্ছা জানাচ্ছে। আর পুরভোটের এই ফলাফলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি।
শতাংশের বিচারে তৃণমূলের পরে রয়েছে বামেরা। ভোট শতাংশের বিচারেঅনেক দূরে হলেও ৬৫ ওয়ার্ডে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে আছে। আর কংগ্রেস ১৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে। বরো নম্বর ১৪-তে সাতটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। বাম নেতা রবীন দেবের দাবি, ভোটে বাধা না থাকলে তাঁদের ফলাফল আরও ভাল হত। এমনকি ভোট গণনাতেও গন্ডগোল করা হয়েছে বলে দাবি রবীন দেবের।
গণনার প্রথম রাউন্ড থেকেই বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন রত্না। এদিন জয়ের পর রত্না বলেন, “শোভনবাবুর থেকে বেশি ভোটে জিতলাম।” তিনি বলেন, “১৩১ ওয়ার্ডের মানুষ আমাকে বিশ্বাস করেছেন। ২০১৫ সালে শোভন চট্টোপাধ্যায় ৬ হাজার ২০০ ভোটে জিতেছিল। সেখানে আমি ১০ হাজার ২০৬ ভোটে জিতেছি। এটা মানুষের কাছে কৃতজ্ঞতা। গত চার বছরে আমি ওঁদের পাশে ছিলাম। এবার একটা দিন ওঁরা আমার পাশে দাঁড়িয়েছেন। আমি আজ ভীষণ খুশি। ১৩১ নম্বর ওয়ার্ড, যেখানে আমার বাড়ি, সেটা আমার নিজের দখলে রাখতে পারলাম।”
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘নিজের বাড়ি-এলাকা নিজের দখলে রাখলাম’, শোভনের থেকে বেশি ভোটে জিতলেন রত্না
একুশের বিধানসভা ভোটে জোট করেও বাম ও কংগ্রেসের কেউই খাতা খুলতে পারেনি। একা সলতে হয়ে জোটের পক্ষে বিধায়ক হয়েছে আইএসএফ প্রার্থী। কলকাতা পুরভোটেও যদি বাম-কংগ্রেস জোট করত, ভুগতে হত, বলছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, “কংগ্রেস – সিপিএম জোট করেনি বলে দুটো করে সিট পেয়েছে। জোট করলে এটাও পেত না”। পদ্ম শিবির নয়, কলকাতা পুরসভা ভোটে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। গত পুরভোটে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল। তাদের ভোট শতাংশ প্রায় ৯.৭ শতাংশ। আর গত পুরভোটে ১৫টি আসন পেয়েছিল বামেরা। এবার তারা ১১.৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামেরা।
মাত্র ৪৪ ভোটে জিতলেন ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মীরা হাজরা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএমরে সুজাতা সাহা। হাড্ডাহাড্ডি লড়াই করেও স্বল্প ব্যবধান হারতে হল তাঁকে। অন্যদিকে বরো নম্বর ১৪-তে সাতটি ওয়ার্ডেই দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। আর এবার শতাংশের বিচারেও পুরভোটে দ্বিতীয় তারা।
পদ্ম শিবির নয়, কলকাতা পুরসভা ভোটে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। গত পুরভোটে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল। তাদের ভোট শতাংশ প্রায় ৯.৭ শতাংশ। আর গত পুরভোটে ১৫টি আসন পেয়েছিল বামেরা। এবার তারা ১১.৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামেরা। একুশের বিধানসভা ভোটে খাতা খুলতে না পারা বামেদের এই ফলাফল তুললামূলক ভাবে ভাল। তাঁদের প্রার্থীদের জয়ের ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন রবীন দেব। অন্য়দিকে পুরভোটে ফার্স্টবয় তৃণমূল যদিও বহু এগিয়ে। তাদের ভোট শতাংশ ৭২.২ শতাংশ।
একসময় পরিচতি ছিল মেয়রের এলাকা বলে। কিন্তু গত সাড়ে পাঁচ-ছ’বছরে বদলে গিয়েছে পরিস্থিতি। মেয়র পদ অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ছেড়েছেন বেহালাও। তবে এই কয়েক বছরে এবার নিজের জায়গাটা আরও বেশি করে পরিপক্ক করেছেন রত্না চট্টোপাধ্যায়। তার ফল প্রকাশিত হল কলকাতা পুরভোটের নির্বাচনের ফলাফলেই। শোভন চট্টোপাধ্যায়ের থেকে প্রায় চার হাজার বেশ ভোটে জিতলেন রত্না।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘নিজের বাড়ি-এলাকা নিজের দখলে রাখলাম’, শোভনের থেকে বেশি ভোটে জিতলেন রত্না
পুরভোটের ফলাফলে শোচনীয় হার বিজেপির। সন্ত্রাসের অভিযোগকে হাতিয়ার করেই সরব বঙ্গ বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, যেভাবে ভোট হয়েছে বিরোধী শূন্য বোর্ড হওয়াই স্বাভাবিক। কয়েক ওয়ার্ডে বিরোধী জয়ে বিস্মিত, তোপ শমীকের।
২৩শে ডিসেম্বর নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে। সেদিন দুপুরে কলকাতায় মহারাষ্ট্র ভবনে এই অনুষ্ঠান হবে। কলকাতা বিমানবন্দরে এ কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি অসম যাচ্ছেন। তার আগে মমতা বলেন, “আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ২টোয় মহারাষ্ট্র নিবাস হলে দলের পক্ষ থেকে যাঁরা জিতেছেন তাঁদের সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে। তারপর তো ওঁদের আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হয়, যা নিয়ম আছে সেই মতোই হবে। আগে দল করে, তার পর ওদের আনুষ্ঠানিক শপথ নিতে হয়। দলের যে নিয়ম আছে তা ২৩ তারিখ বেলা ২টোয় করে দিচ্ছি।”
সবিস্তারে পড়ুন: কামাখ্যা যাওয়ার আগে কলকাতার আগামী মেয়র নিয়ে বার্তা মমতার
ফিরহাদ হাকিম জয়ী হলেন ১৪, ৯১৬ ভোটে। ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদের প্রাপ্ত ভোট ১৭,৬০৯।
১০৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। জয়ের পর তিনি জানিয়েছেন, এটা মানুষের জয়। মানুষ ষড়যন্ত্রের জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ঘাসফুলের জোয়ারেও পদ্ম ফুটিয়েছেন সজল, বললেন ‘ষড়যন্ত্রের জবাব’
প্রত্যাশা ছিলই। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠ জয় তৃণমূলের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এবার ভোট হয়েছে উৎসবের মেজাজে, আর এই ফলাফল গণ উৎসবে গণতন্ত্রের জয়।” ১৩৩ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা কার্যত ধুয়ে মুছে সাফ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, আর কংগ্রেস… দে আর দ্য স্যান্ডউইচ…” মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কলকাতা পুরভোটের এই ফলাফল জাতীয় ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। এটি জাতীয় স্তরেও একটি জয়। বাম, কংগ্রেস, বিজেপি মানুষের দ্বারা পরাজিত। এটাই মানুষের রায়। গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে।”
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল আর কংগ্রেস স্যান্ডউইচ’, ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেয়ে কটাক্ষ মমতার
গণ উৎসবে গণতন্ত্রের জয়, কালীঘাটে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল। সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। অ্যান্ড কংগ্রেস দে আর স্যান্ডউইচ বিটুইন দ্য বিজেপি অ্যান্ড সিপিএম।’
সবিস্তারে পড়ুন: গণ উৎসবে গণতন্ত্রের জয়, কালীঘাটে বললেন মমতা
গণনা শুরু হওয়ার নির্দল প্রার্থী এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গেল ওই ওয়ার্ডের গণনা। নির্দল প্রার্থীর অভিযোগ তিনি ১০১৩ ভোটে এগিয়ে ছিলেন, তারপরই তাঁকে ও তাঁর এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: নির্দল প্রার্থী এগিয়ে যাওয়ার পরই বের করে দেওয়া হল এজেন্টদের! গণনা বন্ধ ১৪১ নম্বরে
নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের হার। ৭২ নম্বর ওয়ার্ডে জিতলেন তৃণমূল প্রার্থী সন্দীপরঞ্জন বক্সী। এই ওয়ার্ডের দিকে প্রথম থেকেই সকলের নজর ছিল।
গণনা চলাকালীন দুই দলের কর্মীদের মধ্যে বচসায় উত্তপ্ত হল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর। তৃণমূল ও কংগ্রেস দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতির ছবিও দেখা যায়।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: সন্তোষ পাঠকের জয়ের পরই হাতাহাতি নেতাজি ইন্ডোরের সামনে, দফায় দফায় উত্তেজনা
কলকাতা পুরভোটের গণনা শুরু হতেই ঘাসফুলের দোলা শুরু শহরজুড়ে। শীতের মহানগরে মঙ্গলবারের সকালে উত্তুরে হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে সবুজের সমারোহ। বেলা বাড়তেই একের পর আসনে জয় ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের যে হেভিওয়েট প্রার্থীর ভাগ্যফল এদিন প্রথম ঘোষিত হয়েছে, তিনি দেবাশিস কুমার। ৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।
সবিস্তারে পড়ুন: ‘বামেরা তাদের ভোট পুনরুদ্ধারে অনেকটাই সফল’, জয়ের পর বললেন তৃণমূলের দেবাশিস কুমার
গণনা ঘিরেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হল। নেতাজি ইনডোরের সামনে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল দুই দলের কর্মী, সমর্থকরা। বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক জয়ী ঘোষণার পরই এই পরিস্থিতি বলে অভিযোগ। ৪৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্তোষ পাঠক জয়ী হওয়ার পরই তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংকে ঘিরে ধরে কংগ্রেসের লোকজন বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। তাতেই এই গোলমাল।
মুখে রঙিন মুখোশ, বাহারি চুলের রঙ, হাতে ‘খেলা হবে’ পোস্টার। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন কলকাতা পুরনির্বাচনের গণনার সবেমাত্রা দেড় ঘণ্টা পেরিয়েছে। তারই মধ্যে তৃণমূল এগিয়ে অর্ধেকের বেশি আসনে। এগিয়ে অতীন, ফিরহাদরা। জয় নিশ্চিত- ধরে নিয়েই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে ভিড় উচ্ছ্বসিত কর্মী সমর্থকদের। আবির খেলা, খেলা হবে গান আর সঙ্গে দেদার নাচ।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘খেলা হবে’ গান
১ হাজার ৫২০ ভোটে জয়ী বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিত। ২২ নম্বর ওয়ার্ডে বিজেপির নজরকাড়া প্রার্থী ছিলেন মীনাদেবী।
৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী দেবাশিস কুমার
৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়
১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী কাকলি বাগ।
১০৯ নম্বর ওয়ার্ডে জয়ী অনন্যা বন্দ্যোপাধ্যায়
৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী প্রবীর মুখোপাধ্যায়
৬৬ নম্বর ওয়ার্ডে জয়ী ফৈয়াজ আহমেদ খান
৫১ নম্বর ওয়ার্ডে জয়ী ইন্দ্রনীল কুমার
১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী আবু মহম্মদ তারিক
গণনা শুরু হতেই শাসকদলের মুখে হাসি। প্রাথমিক রাউন্ডের গণনাতে এগিয়ে রয়েছে শাসকদল। সাতসকালেই গণনাকেন্দ্রে দেখা গেল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। সঙ্গে ছিলেন তিন মেয়েও। বললেন, “মানুষের যেটা রায়, সেটাকে আমরা সবাই সম্মান করব।”
সবিস্তারে পড়ুন: ‘আবেগ দিয়ে মানুষ লড়েছে, তার বহিঃপ্রকাশ তো ঘটবেই’
কলকাতা পুর নির্বাচনের গণনা শুরু হয়েছে। কয়েক রাউন্ড গণনা শেষে বেশির ভাগ আসনেই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল। তবে নির্বাচন কমিশনের ঘোষণার আগেই একাধিক জায়গায় তৃণমূল প্রার্থীদের জয়ী বলে উল্লেখ করে লাগানো হল হোর্ডিং। সোমবার রাতেই ২ নম্বর ওয়ার্ডে দেখা যায় এরকমই একটি পোস্টার। আর আজ গণনা শেষ হওয়ার আগেই হোর্ডিং লাগানো হল খোদ মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। সেই হোর্ডিং-এ ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে ‘পুর প্রতিনিধি’ বলে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন মমতার ভ্রাতৃবধূ কাজরী।
সবিস্তারে পড়ুন: গণনা শেষ হওয়ার আগেই কাজরীকে ‘পুর প্রতিনিধি’ বলে হোর্ডিং মমতার বাড়ি সামনে
পুরভোটের প্রথম ফল। ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী আবু মহম্মদ তারিক। অন্যদিকে ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী ওয়াসিম মোল্লা।
৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার জয় নিয়ে আশাবাদী। প্রাথমিক ট্রেন্ডে এগিয়েও রয়েছেন তিনি। মঙ্গলবার ভোট গণনা কেন্দ্রে দাঁড়িয়ে দেবাশিস কুমার বলেন, “স্বাভাবিকভাবেই এটা বলতে পারি তৃণমূলের জয় যেটা অবধারিত ছিল সেটাই হতে চলেছে। যদি মর্নিং সো’জ দ্য ডে সত্যি হয়, তা হলে এটুকু মনে হচ্ছে বিজেপি তৃতীয় স্থানে থেকে যাবে। সিপিআইএম দ্বিতীয় স্থানে উঠে আসবে।”
এখনও অবধি যা প্রাথমিক ট্রেন্ড তাতে সিপিএম দু’টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। ওয়ার্ড নম্বর ৯৮ ও ১০৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তারা।
গণনার যে প্রাথমিক ট্রেন্ড সেখানে চারটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছে ২২, ২৩, ৪২, ৫০ নম্বর ওয়ার্ড।
নির্দলের আরেক আলোচিত প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডে লড়েন তিনি। প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে রয়েছেন বর্ষীয়ান এই নেতা। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী সন্দীপরঞ্জন বক্সী। সুব্রত বক্সীর ভাই তিনি।
প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছিলেন তিনি। জোড়া পাতা প্রতীকে ভোটে লড়েন। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়।
১১৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী রত্না শূর। ১১৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী তারক সিং। ৬২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী সানা আহমেদ। ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এগিয়ে। ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী সুস্মিতা মণ্ডল।
ওয়ার্ড নম্বর ২২ ও ওয়ার্ড নম্বর ২৩-এ এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। ২২ নম্বর ওয়ার্ডে মীনাদেবী পুরোহিতের পাশাপাশি ২৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজয় ওঝা।
৮৬ নম্বর ওয়ার্ডে সৌরভ বসু এগিয়ে। তিনি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে।
৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেসের সন্তোষ পাঠক।
৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে সজল ঘোষ। প্রায় ৪৫০ ভোটে এগিয়ে বিজেপির এই প্রার্থী।
২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির মীনাদেবী পুরোহিত।
১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী। ১৩৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী।
গণনা শুরু হতেই একাধিক ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ২০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজয় উপাধ্যায়। ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ। ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে অনিন্দ্য রাউত। ৭৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়। ৮১ নম্বর ওয়ার্ডে এগিয়ে জুঁই বিশ্বাস। ৮২ নম্বর ওয়ার্ডে এগিয়ে ফিরহাদ হাকিম। ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার। ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল। ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে কাকলি সেন। ৭৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে রাম পেয়ারি রাম। ৮৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়। ৫৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে জীবন সাহা। ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে পূজা পাঁজা। ৩২ নম্বর ওয়ার্ডে এগিয়ে শান্তিরঞ্জন কুণ্ডু।
পোস্টাল ব্যালটে গণনা শুরু। ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন। ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন পূজা পাঁজা।
প্রথমে পোস্টাল ব্যালটে গণনা হবে। এরপর শুরু হবে ইভিএম গণনা। এবার মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ গণনাকেন্দ্রের ভিতরে। বিশেষ করে কাউন্টিং এজেন্টরা কোনওভাবেই মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। প্রত্যেকের সঙ্গে সচিত্র পরিচয়পত্র থাকা অত্যাবশ্যক।
১১ নম্বর ওয়ার্ড, প্রার্থী অতীন ঘোষ (তৃণমূল)
২২ নম্বর ওয়ার্ড, প্রার্থী মীনাদেবী পুরোহিত (বিজেপি)
৪৫ নম্বর ওয়ার্ড, প্রার্থী সন্তোষ পাঠক (কংগ্রেস)
৭৩ নম্বর ওয়ার্ড, প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
৮৫ নম্বর ওয়ার্ড, প্রার্থী তারক সিং (তৃণমূল)
৩১ নম্বর ওয়ার্ড, প্রার্থী পরেশ পাল (তৃণমূল)
১৩১ নম্বর ওয়ার্ড, প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (তৃণমূল)
৬৮ নম্বর ওয়ার্ড, সুদর্শনা মুখোপাধ্যায় (তৃণমূল)
৮২ নম্বর ওয়ার্ড, প্রার্থী ফিরহাদ হাকিম (তৃণমূল)
৮৮ নম্বর ওয়ার্ড, প্রার্থী মালা রায় (তৃণমূল)
১৪৪টি ওয়ার্ড নিয়ে তৈরি কলকাতা পুর এলাকায় এ বার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। সবচেয়ে বেশি ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ১০,০৩৩। কলকাতায় ওয়ার্ড পিছু গড় ভোটার ২৮,১১৪ জন।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে এবার ৪৯৫৯টি বুথে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছিল রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখযোগ্যভাবে এই ‘স্পর্শকাতর’ বুথগুলির মধ্যে সাত নম্বর বরোতেই ছিল ২৫০টি। অন্যদিকে স্পর্শকাতর বুথ সবথেকে কম ছিল ১৩ নম্বর বরোয়। এখানে এরকম বুথের সংখ্যা ২২টি। কলকাতা পুরসভা এলাকার ১৬টি বরোতেই কমবেশি স্পর্শকাতর বুথ ছিল।
১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে ভোটের পরই রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত কংগ্রেস প্রার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘বাংলায় গণতন্ত্র নয়, চলছে বর্বর দিদিতন্ত্র। একজন মানুষকে জনসমক্ষে নগ্ন করে বেধড়ক পেটানো হল কলকাতার রাজপথে! কি তার অপরাধ? তার অপরাধ সে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছে? ছিঃ দিদি ছিঃ ! ধিক্কার !’
সবিস্তারে পড়ুন : ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে মাটিতে ফেলে বিবস্ত্র করে মার
ভোটের ফল যাই হোক না কেন, কোথাও যেন কারও উপর আক্রমণ না হয়, তা দেখতে হবে। এমন কোনও ঘটনা যাতে না ঘটে, যার জেরে বিতর্ক তৈরি হয়, তা নিয়ে সতর্ক থাকতে হবে। প্রাক্তন কাউন্সিলর তথা কো-অর্ডিনেটরদের কাছে সোমবার রাতেই বার্তা পাঠালেন ফিরহাদ হাকিম।
ভোটের দিন হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। তাই গণনায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে। গণনাকেন্দ্রগুলি ঘিরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা থাকছে। ২ হাজার পুলিশ তো থাকছেই সঙ্গে আরও ১ হাজার আধিকারিক থাকছেন। দায়িত্বে থাকছেন যুগ্ম কমিশনার, অ্যাসিসটেন্ট কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। গণনাকেন্দ্রগুলির দায়িত্বে থাকছেন ডিসি। নির্দিষ্ট এলাকার ডেপুটি কমিশনারদেরও নজরদারিও থাকছে।
এবার কলকাতা পুরভোটে মোট প্রার্থী ছিলেন ৯৫০ জন। তাঁদের মধ্যে ৩৭৮ জন নির্দল প্রার্থী। ১৪৪ টি আসনের মধ্যে সবকটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। প্রধান বিরোধী দল বিজেপিও প্রতিটি আসনের প্রার্থী দিলেও পরে দুটি ওয়ার্ডের প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কলকাতার পুরভোটে বিজেপি লড়ছে ১৪২ টি ওয়ার্ডে। বাম – কংগ্রেস এবার বিধানসভা ভোটের মতো সরাসরি জোটে না গিয়ে উভয় পক্ষই কিছু আসন ছেড়ে ভোটে লড়েছে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণনা হবে ৩, ৪, ৫ এবং ৬ নম্বর বরোর। ৩ নম্বর বরোর ১৩, ১৪ এবং ২৯ – ৩৫ নম্বর ওয়ার্ড; ৪ নম্বর বরোরর ২১ -২৮ এবং ৩৮,৩৯ নম্বর ওয়ার্ড; ৫ নম্বর বরোর ৩৬, ৩৭, ৪০ – ৪৫, ৪৮, ৪৯ এবং ৫০ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর বরোর অন্তর্গত ৪৭, ৫১ – ৫৫ এবং ৬০, ৬১ ও ৬২ নম্বর ওয়ার্ডের গণনা হবে এখানে। মোট ৪০ টি ওয়ার্ডের ভোট গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর সকাল ৮টা থেকে কলকাতা পুরসভার ভোটগণনা শুরু হবে। গণনাকে কেন্দ্র করে যাতে সবরকম সুরক্ষা নিশ্চিত করা হয়, সোমবারই তা রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে এসেছে বিরোধী বাম, কংগ্রেস। ভোটগণনায় নজর বিজেপিরও। অন্যদিকে সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বও স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে গণনায় কোনওরকম অশান্তির অভিযোগ যেন না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে।
বিরোধীরা রবিবার থেকে যে সন্ত্রাসের অভিযোগ তুলে আসছে, তা আজও অব্যাহত। ভোটের (KMC Election 2021) রাতে আক্রান্ত হন ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রাথী (Congress Candidate Ward 16) রবি সাহা। তাঁকে রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। আক্রান্ত কংগ্রেস প্রার্থী বর্তমানে হাসপাতালে ভরতি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছে।
আরও পড়ুন : ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে মাটিতে ফেলে বিবস্ত্র করে মার
পুরভোটে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনকে একযোগে বিঁধেছে বিরোধীরা। এক্ষেত্রে এক সুর বাম, বিজেপি, কংগ্রেস সকলেরই। সোমবার পুলিশের ভূমিকার প্রতিবাদে পথে নেমেছে তারা। এদিকে ভোটের পরদিনই কলকাতা পুলিশ ও নগরপালকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পার্ক স্ট্রিটের অ্যালান পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে পুলিশ কমিশনার সৌমেন মিত্র উপস্থিত রয়েছেন। আমি নামটা আগে বলতে ভুলে গিয়েছিলাম। থ্যাঙ্ক ইউ সো মাচ। ওরা খুব ভাল কাজ করেছে এবং ওরাই কলকাতার সবকিছু রক্ষা করে।”
সবিস্তারে পড়ুন: ‘থ্যাঙ্ক ইউ সো মাচ…’, ভোটের পরদিনই নগরপালের প্রশংসায় পঞ্চমুখ মমতা
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নেমেছে বাম-কংগ্রেস। সোমবার নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, ১৯ ডিসেম্বরের ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করতে হবে। একইসঙ্গে এই বিক্ষোভ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তোলা হয়েছে।
সবিস্তারে পড়ুন: ‘ভোটে সন্ত্রাস’, প্রতিবাদে পথে বিজেপি, রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নেমেছে বাম-কংগ্রেস। সোমবার নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, ১৯ ডিসেম্বরের ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করতে হবে। একইসঙ্গে এই বিক্ষোভ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তোলা হয়েছে।
মঙ্গলবার কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ। ভোটের গণনা। সোমবার থেকেই প্রস্তুতি শুরু ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ১৬টি বরো রয়েছে। বরোভিত্তিক গণনা হবে। কোথাও একসঙ্গে দু’টি বরোর গণনা হবে। কোথাও আবার একইসঙ্গে চারটি বরোর গণনা চলবে। গণনাকেন্দ্র
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ)
ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস
যোধপুর পার্ক বয়েজ স্কুল
যোধপুর পার্ক গার্লস স্কুল
বরিশা হাই স্কুল
ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ
সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস
জোকা ব্রতচারী বিদ্যাশ্রম
কলকাতা পুরভোট সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম-বিজেপি। তথ্য প্রমাণ দিয়ে অভিযোগপত্র দাখিলের আবেদন বিজেপির। মামলার অনুমতি চেয়েছিলেন সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। দুটি মামলাই মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আইনি লড়াই অনেকটাই কঠিন হবে। আগামী ২৩ তারিখ যে মামলা রয়েছে, সেটি মূল মামলা।
বিস্তারিত পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: তথ্য প্রমাণ দিয়ে পুরভোটে সন্ত্রাসের অভিযোগ দাখিলের আবেদন, হাইকোর্টে মঞ্জুর সিপিএম-বিজেপির মামলা
কতটা ‘অবাধ ও শান্তিপূর্ণ’ হয়েছে ভোট? তা প্রমাণ করবে প্রত্যেক বুথের সিসিটিভি ফুটেজই! এবার ১৪৪ টি ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। আগামী ২৩ তারিখ তাঁরা হাইকোর্টে যেতে পারেন, তেমনটাই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
বিস্তারিত পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: ‘প্রত্যেকটি ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে’, হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বিজেপি
রাজধানী দিল্লিতে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে ৬ জন আক্রান্তের খোঁজ মিলেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রোখার জন্য কড়া নিয়মাবলি জারি করার চিন্তাভাবনা শুরু করল দিল্লি সরকার। আপাতত বাড়িতেই একান্তবাসে (Home Isolation) থাকার উপর জোর দেওয়া হবে। একইসঙ্গে কেন্দ্রের কাছে বুস্টার ডোজ় প্রয়োগ শুরুর আবেদনও জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
অশান্তির আবহেই শেষ হলো কলকাতার পুরভোট। ঝরে রক্ত। শিয়ালদায় বোমাবাজিতে আহত হন তিন জন। পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে, বুথের ভিতরেই বেঁধে যায় তৃণমূলের সঙ্গে বিজেপি-র হাতাহাতি। অশান্তির খণ্ডচিত্র দিনভর ধরা থাকে ক্যামেরায়। কিন্তু শাসকদলের কথায় ভোট হল ‘অবাধ শান্তিপূর্ণ’। সোমবারের ‘জাগো বাংলা’য় প্রকাশিত হল এই শিরোনামে একটি প্রতিবেদনও।
বিস্তারিত পড়ুন: Jago Bangla: ‘অবাধ ও শান্তিপূর্ণ’ ভোটে জোরাল ‘রামধনু জোটে’র তত্ত্ব!
শাসকদলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ। রবিবার দিনভর উত্তপ্ত থাকল কলকাতা। বেলা গড়াতেই পথে নামেন বিরোধীরা। চলে বিক্ষোভ-অবরোধ। দেখা যায় বেনজির বিরোধী ঐক্যও। বড়তলা থানার সামনে একসঙ্গে বসে পড়ল বাম-কংগ্রেস-বিজেপিও। সোমবারও প্রতিবাদে সামিল বিজেপি। আজ, সোমবার বিজেপির রাজ্য দফতর থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হবে। সমস্ত রাজ্য পদাধিকারী ও রাজ্য কমিটি সদস্যদের এবং জেলা সভাপতিরা এই প্রতিবাদ মিছিলে অংশ নেবেন।
বিস্তারিত পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: ‘পুরভোট বাতিলের দাবি’, আজ রাজ্য দফতর থেকে প্রতিবাদ মিছিল বিজেপির
কলকাতা পুর নির্বাচনে একাধিক অভিযোগ তুলেছে বিরোধীরা। ১৪৪ টি আসনেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। বামেরাও বেশ কয়েকটি আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। তবে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, কোনও পুনর্নির্বাচন হবে না। কমিশনের দাবি, ‘কোথাও ভোট বন্ধ হয়নি’, তাই পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তাও নেই।
বিস্তারিত পড়ুন : Kolkata municipal corporation election 2021: ‘কোথাও ভোট বন্ধ হয়নি’, পুনর্নির্বাচনের দাবি খারিজ করল কমিশন
কলকাতা : মঙ্গলবার কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভাগ্য নির্ধারণ হচ্ছে। এদিন পুরভোটের ফল গণনা। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালটে গণনা। তারপর ইভিএমের গণনা। অন্যদিকে রবিবারের পুরভোট আসলে প্রহসন বলে দাবি কংগ্রেস, বাম, বিজেপির। তারা আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে। এদিকে বেলা যত গড়িয়েছে বিরোধীদের দূরে রেখে বহু এগিয়ে গিয়েছে তৃণমূল।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ১৬টি বরো রয়েছে। বরোভিত্তিক গণনা হবে। কোথাও একসঙ্গে দু’টি বরোর গণনা হচ্ছে। কোথাও আবার একইসঙ্গে চারটি বরোর গণনা চলবে। গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ), ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন হেস্টিংস, যোধপুর পার্ক বয়েজ স্কুল, যোধপুর পার্ক গার্লস স্কুল, বরিশা হাই স্কুল, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস, জোকা ব্রতচারী বিদ্যাশ্রম।
ভোটের ফলাফল নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিলেন সিপিএম নেতা বিমান বসু (Biman Bose)। মঙ্গলবার বীরভূম বিমান বসুর বার্তা, একটু অন্য কায়দায় ভোট করেছে তৃণমূল। তিনি আরও যোগ করেন, “তলায় তলায় ভোট লুঠ করার নিদান দিয়ে উপরে ব্যবস্থা নেব বলে নিজের ইমেজ রক্ষা করার চেষ্টা”। আবার বীরভূমে এসে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কটাক্ষের জবাবও দিলেন বিমান।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘মানুষের বুঝতে আরও একটু সময় লাগবে,’ পুরভোট নিয়ে মন্তব্য বিমানের
তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ (BJP MP)। অথচ একুশের কলকাতা পুরভোটে বিজেপির বিরুদ্ধে এবং নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের সমর্থনে প্রচার করেছিলেন। রূপা গাঙ্গুলি (Roopa Ganguly) জানিয়েছিলেন ৮৬ নম্বর ওয়ার্ডের মৃতা কাউন্সিললর তিস্তা বিশ্বাসের হয়ে তিনি লড়বেনই। আর রূপা বনাম বিজেপি লড়াইয়ে হাতছাড়া হল গেরুয়া শিবিরের হাতে থাকা ওয়ার্ড ছিনিয়ে নিয়ে গেল ঘাসফুল। জয়ের স্বাদ পেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: বিজেপি বনাম রূপার লড়াইয়ে গেরুয়া ওয়ার্ড ছিনিয়ে নিয়ে গেলেন চন্দ্রিমা-তনয় সৌরভ!
বার রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) তুলে এনেছিল বেশ কয়েকজন নবীন প্রার্থীকে। কেউবা মন্ত্রী পুত্র কেউ বা বাম নেতার তনয়া। জয়ও এনে দিয়েছেন তাঁরা। তবে কেউই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজের মতো এমন ইনিংস খেলেননি। পুরভোটে রেকর্ড গড়ে ফেলেছেন ৬৬ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল প্রার্থী। তাঁর জয়ের মার্জিন ৬২ হাজার ৪৫ ভোট। যা ভবানীপুর উপনির্বাচনে জেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিনের চেয়েও বেশি।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: পুরভোটে ৬২ হাজারে জয় বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী-পুত্র ফৈয়াজের! বিজেপির ‘দাবি’, তিনিই মেয়র হোন
বামেদের কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে প্রবেশ করতে দেখা গিয়েছে কর্মী- সমর্থকদের। শুধু তাই নয়, ঘটনাস্থলে দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘যারা করেছে, তারা ঠিক করেনি’। যারা বিজয়ী তাদের আরও বেশি বিনয়ী হওয়া উচিৎ বলেও বার্তা দিয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন : KMC Election Result 2021: ‘বিজয়ীদের আরও বিনয়ী হওয়া উচিৎ’, নেতাজি নগরের ঘটনায় মুখ খুললেন ফিরহাদ
কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওয়ার্ডে জয়ী তৃণমূলের অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬২৩। ১০৯ নম্বর ওয়ার্ডে নজির অনন্যার।
কলকাতা পুভোটে ল্যান্ডস্লাইড ভিকট্রি তৃণমূল কংগ্রেসের। তারা পেল ১৩৪ টি ওয়ার্ডে জয়। বিজেপি ৩টি, সিপিএম ও কংগ্রেস পেল ২টি ওয়ার্ডে জয়ের স্বাদ।
অন্যান্যরা তিনটি আসন পেয়েছে। যদিও তারাও ঘাসফুলমুখী। পার্থ চট্টোপাধ্যায় জানালেন নির্দলদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
বিজয়ের আগে জয়ী হয়েছেন বলে পোস্টার ও ফেস্টুন পড়ে গিয়েছিল তাঁর নামে। কালীঘাটের বন্দ্যোপাধ্যায় বাড়ির তৃতীয় জনপ্রতিনিধি হিসাবে উঠে এলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী জিতলেন ৬ হাজার ৪৯৩ ভোটে। তাঁর প্রাপ্ত ভোট ৯ হাজার ৬৭।
দীর্ঘ ৫৪ বছর পর বামেদের দুর্গে ফাটল ধরাল তৃণমূল। ভোট শতাংশে দ্বিতীয় হলেও নিজেদের পুরনো গড় রক্ষা করতে পারলা না বামেরা। ৫৪ বছর পর ১০ নম্বর ওয়ার্ডে হার তাদের। পরাজিত হলেন সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত।
দলের শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দেওয়ার পর ফের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পুরভোটের ফল প্রকাশের পরই বামেদের কার্যালয় দখলের ছবি দেখা গেল কলকাতায়। কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে এসএফআই ও ডিওয়াইএফআই-এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন : KMC Election Result 2021: ফল প্রকাশের পর বামেদের পার্টি অফিস দখল! অরূপ বিশ্বাসের সামনেই চলল ‘সেলিব্রেশন’
কলকাতা পুরভোটে বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস স্পষ্ট হতেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব। এবার শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তাদের পিছনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যদিও সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে কটাক্ষ করেন, “এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার কোনও মানে হয়না। বাকিরা যোজন যোজন দূরত্বে দাঁড়িয়ে আছে”।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: জাতীয় রাজনীতিতে তৃণমূলকে আরও এক ধাপ এগিয়ে দিল কলকাতা পুরভোটের ফল, দাবি পার্থর
“আমরাই প্রধান বিরোধী।” কলকাতা পুরনির্বাচনে ফলাফলের প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি উল্লেখ করে আরও একবার বিষয়টি নিশ্চিত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করলেন, ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল বামদের দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘একটা ইলিউশন তৈরি করা হচ্ছে যে বিজেপি নয়, সিপিএম প্রধান বিরোধী’
ভোটে কী ভাবে ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মীনা দেবীর মতো বিজেপি প্রার্থীরা জিতলেন তা নিয়ে কার্যত বিস্মিত গেরুয়া শিবির! শমীক ভট্টাচার্যদের কটাক্ষ, ভোট হয়নি, ভোটের মতো কিছু একটা হয়েছে। আর বামেরা যে ভোট শতাংশে দ্বিতীয় হয়েছে তার কোনও দাম নেই। এমনই দাবি সুকান্ত মজুমদারের। তাঁর অভিযোগ, ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল বামেদের দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।
ভোটে কী ভাবে ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মীনা দেবীর মতো বিজেপি প্রার্থীরা জিতলেন তা নিয়ে কার্যত বিস্মিত গেরুয়া শিবির! শমীক ভট্টাচার্যদের কটাক্ষ, ভোট হয়নি, ভোটের মতো কিছু একটা হয়েছে। এতে ভোটারদের ভাবনার প্রতিফলনই পড়েনি। তৃণমূলের জয়ী প্রার্থীদের ভুয়ো কাউন্সিলর বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির কটাক্ষ, সর্বোচ্চ ভোট পেয়েছেন জাভেদ খানের ছেলে ফৈয়াজ খান। তিনি পুরভোটে রেকর্ড গড়েছেন। এমন জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়েরও নেই। তাঁকেই উপমুখ্যমন্ত্রী করা হোক, বক্রোক্তি তাদের।
পদ্ম পতাকা সুতোলিতে বেঁধে রাস্তার এপ্রান্ত থেকে ওপ্রান্ত টানটান করে বাঁধা। সেটাকে টপকে উড়ল ঘাসফুলের জয়ধ্বজা। ৬ নম্বর মুরলিধর সেনে কার্যত এক জন বিজেপি কর্মীরও দেখা মেলেনি। দরজা বন্ধই ছিল। বেলা বাড়তে সেখানেই উড়ল সবুজ আবির। বিজেপির রাজ্য অফিসের সামনে দিয়েই গেল তৃণমূলের বিজয় মিছিল। সবুর আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। রাজ্য অফিসের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালেন তাঁরা। আরও চড়ল সুর। অপ্রীতিকর যাতে কোনও পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগেই সেখানে ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। মিনিট খানেক দাঁড়িয়ে আবার বিজয় মিছিল এগিয়ে গেল সামনের দিকে।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: শুনশান বিজেপির রাজ্য অফিসের সামনে উড়ল তৃণমূলের জয়ধ্বজা-সবুজ আবির
কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ড বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। যেই কটা স্থানে বিজেপি পায়ের তলার জমি শক্ত করতে সমর্থ হয়েছিল, তার মধ্যে অন্যতম হল কলকাতার বড়বাজার এলাকা। এই বড়বাজারের পোস্তা এলাকার এই ওয়ার্ডেই গত আড়াই দশক ধরে কাউন্সিলর পদে থেকেছেন বিজেপির মীনাদেবী পুরোহিত। এবারও তিনি জিতলেন এক হাজারের বেশি ভোটে। ষষ্ঠবারের জন্য কাউন্সিলর পদে জিতে তাঁর বার্তা এটা সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের জয়।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘মানুষের কাজ করলে জয় আটকাবে কে’? ষষ্ঠবার কাউন্সিলর হয়ে প্রতিক্রিয়া বিজেপির মীনা দেবী পুরোহিতের
প্রথমবার নেমেছিলেন ভোট (KMC Election 2021) ময়দানে। আর প্রথমবারেই বাজিমাত। কলকাতা পুরনিগমের নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড (KMC Ward No 8) থেকে জয়ী হয়েছেন শশী পাঁজার (Sashi Panja) মেয়ে পূজা পাঁজা (Puja Panja)। আজ সকালে গণনা পর্বের শুরু থেকেই ৮ নম্বর ওয়ার্ড থেকে এগিয়ে ছিলেন পূজা পাঁজা। বিজেপির তরফে আট নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মনোজ সিং এবং সিপিএমের তরফে লড়েছিলেন মাধব ঘোষ। তবে দুই জনকেই পিছনে ফেলে প্রথম ভোটেই জয় ছিনিয়ে এনেছেন শশী পাঁজার মেয়ে।
আরও পড়ুন : KMC Election Result 2021: প্রথম ভোটেই বাজিমাত! ৮ নম্বর ওয়ার্ডে জয়ী শশীকন্যা পূজা পাঁজা
তিনটি ওয়ার্ডে এ দিন সকাল থেকেই এগিয়ে ছিলেন নির্দল প্রার্থীরা। বেলা বাড়তেই তাঁদের জয় ঘোষণা হয়। আর এরপরই জানা যায়, তিনজনই যোগ দিচ্ছেন তৃণমূলে। তিন প্রার্থীই দাবি করেছেন যে তাঁরা শাসক দলে যোগ দিয়ে কাজ করতে চান। প্রশ্ন উঠেছে, নির্দল হিসেবে লড়ার কী প্রয়োজন ছিল তাহলে? সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল এই প্রার্থীদের।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: জয়ী হয়েই তৃণমূলের পথে তিন নির্দল প্রার্থী, ‘সবুজ-সঙ্কেত’ ছিল আগেই?
একুশের বিধানসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট বা লোকসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট শতাংশের থেকে কলকাতা পুরসভা ভোটের হার অনেক ভাল। বাম নেতা রবীন দেবের কথায়, “বহু বাধা সত্ত্বেও মানুষ ভোট দিয়েছে। সেই ভোটারদের আমরা অভিনন্দন জানাই”। ১৯ ডিসেম্বর ভোটের দিন রবীন দেব বলেছিলেন, তৃণমূল ও পুলিশের সম্মিলিত বাধা সত্ত্বেও যে বাম কর্মীরা বীরের মতো কাজ করেছেন তাঁদের তিনি শুভেচ্ছা জানাচ্ছে। আর পুরভোটের এই ফলাফলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি।
শতাংশের বিচারে তৃণমূলের পরে রয়েছে বামেরা। ভোট শতাংশের বিচারেঅনেক দূরে হলেও ৬৫ ওয়ার্ডে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে আছে। আর কংগ্রেস ১৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে। বরো নম্বর ১৪-তে সাতটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। বাম নেতা রবীন দেবের দাবি, ভোটে বাধা না থাকলে তাঁদের ফলাফল আরও ভাল হত। এমনকি ভোট গণনাতেও গন্ডগোল করা হয়েছে বলে দাবি রবীন দেবের।
গণনার প্রথম রাউন্ড থেকেই বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন রত্না। এদিন জয়ের পর রত্না বলেন, “শোভনবাবুর থেকে বেশি ভোটে জিতলাম।” তিনি বলেন, “১৩১ ওয়ার্ডের মানুষ আমাকে বিশ্বাস করেছেন। ২০১৫ সালে শোভন চট্টোপাধ্যায় ৬ হাজার ২০০ ভোটে জিতেছিল। সেখানে আমি ১০ হাজার ২০৬ ভোটে জিতেছি। এটা মানুষের কাছে কৃতজ্ঞতা। গত চার বছরে আমি ওঁদের পাশে ছিলাম। এবার একটা দিন ওঁরা আমার পাশে দাঁড়িয়েছেন। আমি আজ ভীষণ খুশি। ১৩১ নম্বর ওয়ার্ড, যেখানে আমার বাড়ি, সেটা আমার নিজের দখলে রাখতে পারলাম।”
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘নিজের বাড়ি-এলাকা নিজের দখলে রাখলাম’, শোভনের থেকে বেশি ভোটে জিতলেন রত্না
একুশের বিধানসভা ভোটে জোট করেও বাম ও কংগ্রেসের কেউই খাতা খুলতে পারেনি। একা সলতে হয়ে জোটের পক্ষে বিধায়ক হয়েছে আইএসএফ প্রার্থী। কলকাতা পুরভোটেও যদি বাম-কংগ্রেস জোট করত, ভুগতে হত, বলছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, “কংগ্রেস – সিপিএম জোট করেনি বলে দুটো করে সিট পেয়েছে। জোট করলে এটাও পেত না”। পদ্ম শিবির নয়, কলকাতা পুরসভা ভোটে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। গত পুরভোটে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল। তাদের ভোট শতাংশ প্রায় ৯.৭ শতাংশ। আর গত পুরভোটে ১৫টি আসন পেয়েছিল বামেরা। এবার তারা ১১.৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামেরা।
মাত্র ৪৪ ভোটে জিতলেন ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মীরা হাজরা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএমরে সুজাতা সাহা। হাড্ডাহাড্ডি লড়াই করেও স্বল্প ব্যবধান হারতে হল তাঁকে। অন্যদিকে বরো নম্বর ১৪-তে সাতটি ওয়ার্ডেই দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। আর এবার শতাংশের বিচারেও পুরভোটে দ্বিতীয় তারা।
পদ্ম শিবির নয়, কলকাতা পুরসভা ভোটে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। গত পুরভোটে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল। তাদের ভোট শতাংশ প্রায় ৯.৭ শতাংশ। আর গত পুরভোটে ১৫টি আসন পেয়েছিল বামেরা। এবার তারা ১১.৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামেরা। একুশের বিধানসভা ভোটে খাতা খুলতে না পারা বামেদের এই ফলাফল তুললামূলক ভাবে ভাল। তাঁদের প্রার্থীদের জয়ের ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন রবীন দেব। অন্য়দিকে পুরভোটে ফার্স্টবয় তৃণমূল যদিও বহু এগিয়ে। তাদের ভোট শতাংশ ৭২.২ শতাংশ।
একসময় পরিচতি ছিল মেয়রের এলাকা বলে। কিন্তু গত সাড়ে পাঁচ-ছ’বছরে বদলে গিয়েছে পরিস্থিতি। মেয়র পদ অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ছেড়েছেন বেহালাও। তবে এই কয়েক বছরে এবার নিজের জায়গাটা আরও বেশি করে পরিপক্ক করেছেন রত্না চট্টোপাধ্যায়। তার ফল প্রকাশিত হল কলকাতা পুরভোটের নির্বাচনের ফলাফলেই। শোভন চট্টোপাধ্যায়ের থেকে প্রায় চার হাজার বেশ ভোটে জিতলেন রত্না।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘নিজের বাড়ি-এলাকা নিজের দখলে রাখলাম’, শোভনের থেকে বেশি ভোটে জিতলেন রত্না
পুরভোটের ফলাফলে শোচনীয় হার বিজেপির। সন্ত্রাসের অভিযোগকে হাতিয়ার করেই সরব বঙ্গ বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, যেভাবে ভোট হয়েছে বিরোধী শূন্য বোর্ড হওয়াই স্বাভাবিক। কয়েক ওয়ার্ডে বিরোধী জয়ে বিস্মিত, তোপ শমীকের।
২৩শে ডিসেম্বর নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে। সেদিন দুপুরে কলকাতায় মহারাষ্ট্র ভবনে এই অনুষ্ঠান হবে। কলকাতা বিমানবন্দরে এ কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি অসম যাচ্ছেন। তার আগে মমতা বলেন, “আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ২টোয় মহারাষ্ট্র নিবাস হলে দলের পক্ষ থেকে যাঁরা জিতেছেন তাঁদের সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে। তারপর তো ওঁদের আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হয়, যা নিয়ম আছে সেই মতোই হবে। আগে দল করে, তার পর ওদের আনুষ্ঠানিক শপথ নিতে হয়। দলের যে নিয়ম আছে তা ২৩ তারিখ বেলা ২টোয় করে দিচ্ছি।”
সবিস্তারে পড়ুন: কামাখ্যা যাওয়ার আগে কলকাতার আগামী মেয়র নিয়ে বার্তা মমতার
ফিরহাদ হাকিম জয়ী হলেন ১৪, ৯১৬ ভোটে। ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদের প্রাপ্ত ভোট ১৭,৬০৯।
১০৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। জয়ের পর তিনি জানিয়েছেন, এটা মানুষের জয়। মানুষ ষড়যন্ত্রের জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ঘাসফুলের জোয়ারেও পদ্ম ফুটিয়েছেন সজল, বললেন ‘ষড়যন্ত্রের জবাব’
প্রত্যাশা ছিলই। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠ জয় তৃণমূলের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এবার ভোট হয়েছে উৎসবের মেজাজে, আর এই ফলাফল গণ উৎসবে গণতন্ত্রের জয়।” ১৩৩ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা কার্যত ধুয়ে মুছে সাফ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, আর কংগ্রেস… দে আর দ্য স্যান্ডউইচ…” মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কলকাতা পুরভোটের এই ফলাফল জাতীয় ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। এটি জাতীয় স্তরেও একটি জয়। বাম, কংগ্রেস, বিজেপি মানুষের দ্বারা পরাজিত। এটাই মানুষের রায়। গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে।”
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল আর কংগ্রেস স্যান্ডউইচ’, ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেয়ে কটাক্ষ মমতার
গণ উৎসবে গণতন্ত্রের জয়, কালীঘাটে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল। সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। অ্যান্ড কংগ্রেস দে আর স্যান্ডউইচ বিটুইন দ্য বিজেপি অ্যান্ড সিপিএম।’
সবিস্তারে পড়ুন: গণ উৎসবে গণতন্ত্রের জয়, কালীঘাটে বললেন মমতা
গণনা শুরু হওয়ার নির্দল প্রার্থী এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গেল ওই ওয়ার্ডের গণনা। নির্দল প্রার্থীর অভিযোগ তিনি ১০১৩ ভোটে এগিয়ে ছিলেন, তারপরই তাঁকে ও তাঁর এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: নির্দল প্রার্থী এগিয়ে যাওয়ার পরই বের করে দেওয়া হল এজেন্টদের! গণনা বন্ধ ১৪১ নম্বরে
নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের হার। ৭২ নম্বর ওয়ার্ডে জিতলেন তৃণমূল প্রার্থী সন্দীপরঞ্জন বক্সী। এই ওয়ার্ডের দিকে প্রথম থেকেই সকলের নজর ছিল।
গণনা চলাকালীন দুই দলের কর্মীদের মধ্যে বচসায় উত্তপ্ত হল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর। তৃণমূল ও কংগ্রেস দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতির ছবিও দেখা যায়।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: সন্তোষ পাঠকের জয়ের পরই হাতাহাতি নেতাজি ইন্ডোরের সামনে, দফায় দফায় উত্তেজনা
কলকাতা পুরভোটের গণনা শুরু হতেই ঘাসফুলের দোলা শুরু শহরজুড়ে। শীতের মহানগরে মঙ্গলবারের সকালে উত্তুরে হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে সবুজের সমারোহ। বেলা বাড়তেই একের পর আসনে জয় ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের যে হেভিওয়েট প্রার্থীর ভাগ্যফল এদিন প্রথম ঘোষিত হয়েছে, তিনি দেবাশিস কুমার। ৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।
সবিস্তারে পড়ুন: ‘বামেরা তাদের ভোট পুনরুদ্ধারে অনেকটাই সফল’, জয়ের পর বললেন তৃণমূলের দেবাশিস কুমার
গণনা ঘিরেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হল। নেতাজি ইনডোরের সামনে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল দুই দলের কর্মী, সমর্থকরা। বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক জয়ী ঘোষণার পরই এই পরিস্থিতি বলে অভিযোগ। ৪৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্তোষ পাঠক জয়ী হওয়ার পরই তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংকে ঘিরে ধরে কংগ্রেসের লোকজন বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। তাতেই এই গোলমাল।
মুখে রঙিন মুখোশ, বাহারি চুলের রঙ, হাতে ‘খেলা হবে’ পোস্টার। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন কলকাতা পুরনির্বাচনের গণনার সবেমাত্রা দেড় ঘণ্টা পেরিয়েছে। তারই মধ্যে তৃণমূল এগিয়ে অর্ধেকের বেশি আসনে। এগিয়ে অতীন, ফিরহাদরা। জয় নিশ্চিত- ধরে নিয়েই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে ভিড় উচ্ছ্বসিত কর্মী সমর্থকদের। আবির খেলা, খেলা হবে গান আর সঙ্গে দেদার নাচ।
বিস্তারিত পড়ুন: KMC Election Result 2021: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘খেলা হবে’ গান
১ হাজার ৫২০ ভোটে জয়ী বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিত। ২২ নম্বর ওয়ার্ডে বিজেপির নজরকাড়া প্রার্থী ছিলেন মীনাদেবী।
৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী দেবাশিস কুমার
৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়
১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী কাকলি বাগ।
১০৯ নম্বর ওয়ার্ডে জয়ী অনন্যা বন্দ্যোপাধ্যায়
৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী প্রবীর মুখোপাধ্যায়
৬৬ নম্বর ওয়ার্ডে জয়ী ফৈয়াজ আহমেদ খান
৫১ নম্বর ওয়ার্ডে জয়ী ইন্দ্রনীল কুমার
১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী আবু মহম্মদ তারিক
গণনা শুরু হতেই শাসকদলের মুখে হাসি। প্রাথমিক রাউন্ডের গণনাতে এগিয়ে রয়েছে শাসকদল। সাতসকালেই গণনাকেন্দ্রে দেখা গেল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। সঙ্গে ছিলেন তিন মেয়েও। বললেন, “মানুষের যেটা রায়, সেটাকে আমরা সবাই সম্মান করব।”
সবিস্তারে পড়ুন: ‘আবেগ দিয়ে মানুষ লড়েছে, তার বহিঃপ্রকাশ তো ঘটবেই’
কলকাতা পুর নির্বাচনের গণনা শুরু হয়েছে। কয়েক রাউন্ড গণনা শেষে বেশির ভাগ আসনেই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল। তবে নির্বাচন কমিশনের ঘোষণার আগেই একাধিক জায়গায় তৃণমূল প্রার্থীদের জয়ী বলে উল্লেখ করে লাগানো হল হোর্ডিং। সোমবার রাতেই ২ নম্বর ওয়ার্ডে দেখা যায় এরকমই একটি পোস্টার। আর আজ গণনা শেষ হওয়ার আগেই হোর্ডিং লাগানো হল খোদ মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। সেই হোর্ডিং-এ ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে ‘পুর প্রতিনিধি’ বলে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন মমতার ভ্রাতৃবধূ কাজরী।
সবিস্তারে পড়ুন: গণনা শেষ হওয়ার আগেই কাজরীকে ‘পুর প্রতিনিধি’ বলে হোর্ডিং মমতার বাড়ি সামনে
পুরভোটের প্রথম ফল। ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী আবু মহম্মদ তারিক। অন্যদিকে ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী ওয়াসিম মোল্লা।
৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার জয় নিয়ে আশাবাদী। প্রাথমিক ট্রেন্ডে এগিয়েও রয়েছেন তিনি। মঙ্গলবার ভোট গণনা কেন্দ্রে দাঁড়িয়ে দেবাশিস কুমার বলেন, “স্বাভাবিকভাবেই এটা বলতে পারি তৃণমূলের জয় যেটা অবধারিত ছিল সেটাই হতে চলেছে। যদি মর্নিং সো’জ দ্য ডে সত্যি হয়, তা হলে এটুকু মনে হচ্ছে বিজেপি তৃতীয় স্থানে থেকে যাবে। সিপিআইএম দ্বিতীয় স্থানে উঠে আসবে।”
এখনও অবধি যা প্রাথমিক ট্রেন্ড তাতে সিপিএম দু’টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। ওয়ার্ড নম্বর ৯৮ ও ১০৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তারা।
গণনার যে প্রাথমিক ট্রেন্ড সেখানে চারটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছে ২২, ২৩, ৪২, ৫০ নম্বর ওয়ার্ড।
নির্দলের আরেক আলোচিত প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডে লড়েন তিনি। প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে রয়েছেন বর্ষীয়ান এই নেতা। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী সন্দীপরঞ্জন বক্সী। সুব্রত বক্সীর ভাই তিনি।
প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছিলেন তিনি। জোড়া পাতা প্রতীকে ভোটে লড়েন। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়।
১১৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী রত্না শূর। ১১৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী তারক সিং। ৬২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী সানা আহমেদ। ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এগিয়ে। ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী সুস্মিতা মণ্ডল।
ওয়ার্ড নম্বর ২২ ও ওয়ার্ড নম্বর ২৩-এ এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। ২২ নম্বর ওয়ার্ডে মীনাদেবী পুরোহিতের পাশাপাশি ২৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজয় ওঝা।
৮৬ নম্বর ওয়ার্ডে সৌরভ বসু এগিয়ে। তিনি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে।
৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেসের সন্তোষ পাঠক।
৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে সজল ঘোষ। প্রায় ৪৫০ ভোটে এগিয়ে বিজেপির এই প্রার্থী।
২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির মীনাদেবী পুরোহিত।
১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী। ১৩৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী।
গণনা শুরু হতেই একাধিক ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ২০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজয় উপাধ্যায়। ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ। ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে অনিন্দ্য রাউত। ৭৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়। ৮১ নম্বর ওয়ার্ডে এগিয়ে জুঁই বিশ্বাস। ৮২ নম্বর ওয়ার্ডে এগিয়ে ফিরহাদ হাকিম। ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার। ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল। ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে কাকলি সেন। ৭৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে রাম পেয়ারি রাম। ৮৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়। ৫৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে জীবন সাহা। ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে পূজা পাঁজা। ৩২ নম্বর ওয়ার্ডে এগিয়ে শান্তিরঞ্জন কুণ্ডু।
পোস্টাল ব্যালটে গণনা শুরু। ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন। ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন পূজা পাঁজা।
প্রথমে পোস্টাল ব্যালটে গণনা হবে। এরপর শুরু হবে ইভিএম গণনা। এবার মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ গণনাকেন্দ্রের ভিতরে। বিশেষ করে কাউন্টিং এজেন্টরা কোনওভাবেই মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। প্রত্যেকের সঙ্গে সচিত্র পরিচয়পত্র থাকা অত্যাবশ্যক।
১১ নম্বর ওয়ার্ড, প্রার্থী অতীন ঘোষ (তৃণমূল)
২২ নম্বর ওয়ার্ড, প্রার্থী মীনাদেবী পুরোহিত (বিজেপি)
৪৫ নম্বর ওয়ার্ড, প্রার্থী সন্তোষ পাঠক (কংগ্রেস)
৭৩ নম্বর ওয়ার্ড, প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
৮৫ নম্বর ওয়ার্ড, প্রার্থী তারক সিং (তৃণমূল)
৩১ নম্বর ওয়ার্ড, প্রার্থী পরেশ পাল (তৃণমূল)
১৩১ নম্বর ওয়ার্ড, প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (তৃণমূল)
৬৮ নম্বর ওয়ার্ড, সুদর্শনা মুখোপাধ্যায় (তৃণমূল)
৮২ নম্বর ওয়ার্ড, প্রার্থী ফিরহাদ হাকিম (তৃণমূল)
৮৮ নম্বর ওয়ার্ড, প্রার্থী মালা রায় (তৃণমূল)
১৪৪টি ওয়ার্ড নিয়ে তৈরি কলকাতা পুর এলাকায় এ বার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। সবচেয়ে বেশি ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ১০,০৩৩। কলকাতায় ওয়ার্ড পিছু গড় ভোটার ২৮,১১৪ জন।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে এবার ৪৯৫৯টি বুথে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছিল রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখযোগ্যভাবে এই ‘স্পর্শকাতর’ বুথগুলির মধ্যে সাত নম্বর বরোতেই ছিল ২৫০টি। অন্যদিকে স্পর্শকাতর বুথ সবথেকে কম ছিল ১৩ নম্বর বরোয়। এখানে এরকম বুথের সংখ্যা ২২টি। কলকাতা পুরসভা এলাকার ১৬টি বরোতেই কমবেশি স্পর্শকাতর বুথ ছিল।
১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে ভোটের পরই রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত কংগ্রেস প্রার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘বাংলায় গণতন্ত্র নয়, চলছে বর্বর দিদিতন্ত্র। একজন মানুষকে জনসমক্ষে নগ্ন করে বেধড়ক পেটানো হল কলকাতার রাজপথে! কি তার অপরাধ? তার অপরাধ সে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছে? ছিঃ দিদি ছিঃ ! ধিক্কার !’
সবিস্তারে পড়ুন : ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে মাটিতে ফেলে বিবস্ত্র করে মার
ভোটের ফল যাই হোক না কেন, কোথাও যেন কারও উপর আক্রমণ না হয়, তা দেখতে হবে। এমন কোনও ঘটনা যাতে না ঘটে, যার জেরে বিতর্ক তৈরি হয়, তা নিয়ে সতর্ক থাকতে হবে। প্রাক্তন কাউন্সিলর তথা কো-অর্ডিনেটরদের কাছে সোমবার রাতেই বার্তা পাঠালেন ফিরহাদ হাকিম।
ভোটের দিন হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। তাই গণনায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে। গণনাকেন্দ্রগুলি ঘিরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা থাকছে। ২ হাজার পুলিশ তো থাকছেই সঙ্গে আরও ১ হাজার আধিকারিক থাকছেন। দায়িত্বে থাকছেন যুগ্ম কমিশনার, অ্যাসিসটেন্ট কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। গণনাকেন্দ্রগুলির দায়িত্বে থাকছেন ডিসি। নির্দিষ্ট এলাকার ডেপুটি কমিশনারদেরও নজরদারিও থাকছে।
এবার কলকাতা পুরভোটে মোট প্রার্থী ছিলেন ৯৫০ জন। তাঁদের মধ্যে ৩৭৮ জন নির্দল প্রার্থী। ১৪৪ টি আসনের মধ্যে সবকটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। প্রধান বিরোধী দল বিজেপিও প্রতিটি আসনের প্রার্থী দিলেও পরে দুটি ওয়ার্ডের প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কলকাতার পুরভোটে বিজেপি লড়ছে ১৪২ টি ওয়ার্ডে। বাম – কংগ্রেস এবার বিধানসভা ভোটের মতো সরাসরি জোটে না গিয়ে উভয় পক্ষই কিছু আসন ছেড়ে ভোটে লড়েছে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণনা হবে ৩, ৪, ৫ এবং ৬ নম্বর বরোর। ৩ নম্বর বরোর ১৩, ১৪ এবং ২৯ – ৩৫ নম্বর ওয়ার্ড; ৪ নম্বর বরোরর ২১ -২৮ এবং ৩৮,৩৯ নম্বর ওয়ার্ড; ৫ নম্বর বরোর ৩৬, ৩৭, ৪০ – ৪৫, ৪৮, ৪৯ এবং ৫০ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর বরোর অন্তর্গত ৪৭, ৫১ – ৫৫ এবং ৬০, ৬১ ও ৬২ নম্বর ওয়ার্ডের গণনা হবে এখানে। মোট ৪০ টি ওয়ার্ডের ভোট গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর সকাল ৮টা থেকে কলকাতা পুরসভার ভোটগণনা শুরু হবে। গণনাকে কেন্দ্র করে যাতে সবরকম সুরক্ষা নিশ্চিত করা হয়, সোমবারই তা রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে এসেছে বিরোধী বাম, কংগ্রেস। ভোটগণনায় নজর বিজেপিরও। অন্যদিকে সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বও স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে গণনায় কোনওরকম অশান্তির অভিযোগ যেন না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে।
বিরোধীরা রবিবার থেকে যে সন্ত্রাসের অভিযোগ তুলে আসছে, তা আজও অব্যাহত। ভোটের (KMC Election 2021) রাতে আক্রান্ত হন ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রাথী (Congress Candidate Ward 16) রবি সাহা। তাঁকে রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। আক্রান্ত কংগ্রেস প্রার্থী বর্তমানে হাসপাতালে ভরতি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছে।
আরও পড়ুন : ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে মাটিতে ফেলে বিবস্ত্র করে মার
পুরভোটে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনকে একযোগে বিঁধেছে বিরোধীরা। এক্ষেত্রে এক সুর বাম, বিজেপি, কংগ্রেস সকলেরই। সোমবার পুলিশের ভূমিকার প্রতিবাদে পথে নেমেছে তারা। এদিকে ভোটের পরদিনই কলকাতা পুলিশ ও নগরপালকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পার্ক স্ট্রিটের অ্যালান পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে পুলিশ কমিশনার সৌমেন মিত্র উপস্থিত রয়েছেন। আমি নামটা আগে বলতে ভুলে গিয়েছিলাম। থ্যাঙ্ক ইউ সো মাচ। ওরা খুব ভাল কাজ করেছে এবং ওরাই কলকাতার সবকিছু রক্ষা করে।”
সবিস্তারে পড়ুন: ‘থ্যাঙ্ক ইউ সো মাচ…’, ভোটের পরদিনই নগরপালের প্রশংসায় পঞ্চমুখ মমতা
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নেমেছে বাম-কংগ্রেস। সোমবার নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, ১৯ ডিসেম্বরের ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করতে হবে। একইসঙ্গে এই বিক্ষোভ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তোলা হয়েছে।
সবিস্তারে পড়ুন: ‘ভোটে সন্ত্রাস’, প্রতিবাদে পথে বিজেপি, রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নেমেছে বাম-কংগ্রেস। সোমবার নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, ১৯ ডিসেম্বরের ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করতে হবে। একইসঙ্গে এই বিক্ষোভ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তোলা হয়েছে।
মঙ্গলবার কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ। ভোটের গণনা। সোমবার থেকেই প্রস্তুতি শুরু ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ১৬টি বরো রয়েছে। বরোভিত্তিক গণনা হবে। কোথাও একসঙ্গে দু’টি বরোর গণনা হবে। কোথাও আবার একইসঙ্গে চারটি বরোর গণনা চলবে। গণনাকেন্দ্র
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ)
ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস
যোধপুর পার্ক বয়েজ স্কুল
যোধপুর পার্ক গার্লস স্কুল
বরিশা হাই স্কুল
ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ
সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস
জোকা ব্রতচারী বিদ্যাশ্রম
কলকাতা পুরভোট সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম-বিজেপি। তথ্য প্রমাণ দিয়ে অভিযোগপত্র দাখিলের আবেদন বিজেপির। মামলার অনুমতি চেয়েছিলেন সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। দুটি মামলাই মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আইনি লড়াই অনেকটাই কঠিন হবে। আগামী ২৩ তারিখ যে মামলা রয়েছে, সেটি মূল মামলা।
বিস্তারিত পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: তথ্য প্রমাণ দিয়ে পুরভোটে সন্ত্রাসের অভিযোগ দাখিলের আবেদন, হাইকোর্টে মঞ্জুর সিপিএম-বিজেপির মামলা
কতটা ‘অবাধ ও শান্তিপূর্ণ’ হয়েছে ভোট? তা প্রমাণ করবে প্রত্যেক বুথের সিসিটিভি ফুটেজই! এবার ১৪৪ টি ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। আগামী ২৩ তারিখ তাঁরা হাইকোর্টে যেতে পারেন, তেমনটাই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
বিস্তারিত পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: ‘প্রত্যেকটি ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে’, হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বিজেপি
রাজধানী দিল্লিতে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে ৬ জন আক্রান্তের খোঁজ মিলেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রোখার জন্য কড়া নিয়মাবলি জারি করার চিন্তাভাবনা শুরু করল দিল্লি সরকার। আপাতত বাড়িতেই একান্তবাসে (Home Isolation) থাকার উপর জোর দেওয়া হবে। একইসঙ্গে কেন্দ্রের কাছে বুস্টার ডোজ় প্রয়োগ শুরুর আবেদনও জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
অশান্তির আবহেই শেষ হলো কলকাতার পুরভোট। ঝরে রক্ত। শিয়ালদায় বোমাবাজিতে আহত হন তিন জন। পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে, বুথের ভিতরেই বেঁধে যায় তৃণমূলের সঙ্গে বিজেপি-র হাতাহাতি। অশান্তির খণ্ডচিত্র দিনভর ধরা থাকে ক্যামেরায়। কিন্তু শাসকদলের কথায় ভোট হল ‘অবাধ শান্তিপূর্ণ’। সোমবারের ‘জাগো বাংলা’য় প্রকাশিত হল এই শিরোনামে একটি প্রতিবেদনও।
বিস্তারিত পড়ুন: Jago Bangla: ‘অবাধ ও শান্তিপূর্ণ’ ভোটে জোরাল ‘রামধনু জোটে’র তত্ত্ব!
শাসকদলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ। রবিবার দিনভর উত্তপ্ত থাকল কলকাতা। বেলা গড়াতেই পথে নামেন বিরোধীরা। চলে বিক্ষোভ-অবরোধ। দেখা যায় বেনজির বিরোধী ঐক্যও। বড়তলা থানার সামনে একসঙ্গে বসে পড়ল বাম-কংগ্রেস-বিজেপিও। সোমবারও প্রতিবাদে সামিল বিজেপি। আজ, সোমবার বিজেপির রাজ্য দফতর থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হবে। সমস্ত রাজ্য পদাধিকারী ও রাজ্য কমিটি সদস্যদের এবং জেলা সভাপতিরা এই প্রতিবাদ মিছিলে অংশ নেবেন।
বিস্তারিত পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: ‘পুরভোট বাতিলের দাবি’, আজ রাজ্য দফতর থেকে প্রতিবাদ মিছিল বিজেপির
কলকাতা পুর নির্বাচনে একাধিক অভিযোগ তুলেছে বিরোধীরা। ১৪৪ টি আসনেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। বামেরাও বেশ কয়েকটি আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। তবে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, কোনও পুনর্নির্বাচন হবে না। কমিশনের দাবি, ‘কোথাও ভোট বন্ধ হয়নি’, তাই পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তাও নেই।
বিস্তারিত পড়ুন : Kolkata municipal corporation election 2021: ‘কোথাও ভোট বন্ধ হয়নি’, পুনর্নির্বাচনের দাবি খারিজ করল কমিশন