KMC Election 2021: পুরভবনে শুক্রবারই শপথ নেবেন জনপ্রতিনিধিরা
KMC Election 2021: আগামী ২৮ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার মেয়র ও চেয়ারপার্সন শপথ নেবেন। দুপুর ১টায় এই শপথবাক্য পাঠ করবেন তাঁরা।
কলকাতা: নবনির্বাচিত জন প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে শুক্রবারই। কলকাতা পুরভবনে শপথ নেবেন পুরসভার নতুন কাউন্সিলররা। ২৮ ডিসেম্বর শপথগ্রহণ করবেন কলকাতা পুরসভার মেয়র ও চেয়ারপার্সন।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতার নির্বাচিত জনপ্রতিনিধিরা পুরনিগম ভবনে গিয়ে শপথবাক্য পাঠ করবেন। এরপর আগামী ২৮ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার মেয়র ও চেয়ারপার্সন শপথ নেবেন। দুপুর ১টায় এই শপথবাক্য পাঠ করবেন তাঁরা। কলকাতা পুরসভার প্রোটেম স্পিকার হচ্ছেন রাম পেয়ারে রাম। যিনি ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগের বোর্ডে মেয়র পারিষদও ছিলেন।
রাম পেয়ারে রামই পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে শপথবাক্য পাঠ করাবেন আগামী মঙ্গলবার। এরপর চেয়ারপার্সন মেয়র ও মেয়র পারিষদদের শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে শুক্রবার কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন পুর ও নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদ।
বৃহস্পতিবারই মহারাষ্ট্র নিবাসের মঞ্চ থেকে কলকাতা পুরসভার নতুন বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।ফের কলকাতার মহানাগরিক হলেন ফিরহাদ হাকিম। পুরসভার চেয়ারপার্সন হলেন মালা রায়। ডেপুটি মেয়র অতীন ঘোষ। এছাড়া ১৩ জন মেয়র পারিষদ হয়েছেন দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পিয়ারী রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, তারক সিং, মিতালী বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, বৈশ্বানর চট্টোপাধ্যায়, স্বপন সমাদ্দার।
একই সঙ্গে ১৬টি বরোর চেয়ারম্যানের নামও এদিন ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। ১ নম্বর বরো কমিটির দায়িত্বে তরুণ সাহা, ২ বরো সামলাবেন শুক্লা ভোঁড়, ৩ বরো অনিন্দ্যকিশোর রাউত, ৪ বরোয় সাধনা বোস, ৫ বরো রেহানা খাতুন, ৬ বরো সানা আহমেদ, ৭ বরো সুস্মিতা ভট্টাচার্য, ৮ বরো চৈতালী চট্টোপাধ্যায়, ৯ বরো দেবলীনা বিশ্বাস, ১০ বরো জুঁই বিশ্বাস, ১১ বরো তারকেশ্বর চক্রবর্তী, ১২ বরো সুশান্ত ঘোষ, ১৩ রত্না শূর, ১৪ বরো সংহিতা দাস, ১৫ বরো রঞ্জিত শীল, ১৬ বরো সুদীপ পোলে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, ” তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। যেদিন আমি তৃণমূল তৈরি করি, আমার একটাই উদ্দেশ্য ছিল মা মাটি মানুষ। একটা আদর্শ, একটা কর্মধারা দিয়ে, একটা প্রাণধারা দিয়ে দলটা তৈরি করেছি। অনেকের কুৎসা, চরিত্র হননের পরও মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সেই দাম দিতেই হবে।”
একইসঙ্গে জনপ্রতিনিধিদের মমতা বার্তা দেন,”কাজগুলো চটপট করতে হবে। ফেলে রেখে দিলাম, এখন তো পাঁচ বছর হাতে আছে, চলবে না। আমি আগামী ৬ মাস পর কলকাতা কর্পোরেশনের রিপোর্ট কার্ড নেব। প্রতি ছ’মাস অন্তর রিভিউ হবে। কে কাজ করতে পারল, আর কে কাজ করতে পারল না। যদি কাজ কেউ না পারেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেশি সময় লাগবে না।”