Municipal Elections 2022: সন্ধ্যা থেকেই রাস্তার আলো বন্ধ, রাতে মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর বাড়িতে ‘গুলি’
Municipal Elections 2022: রাতের খাবার তখন সারা হয়ে গিয়েছে। আচমকাই বাড়ির বাইরে কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পান তাঁরা। তবে তাঁরা সেসময় কেউই ঘর থেকে বের হননি।
মুর্শিদাবাদ: পুরভোটে বিরোধী কংগ্রেস প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় মুর্শিদাবাদে গুলি চলল। অভিযোগ, বহরমপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় শাসক দলের লোকজন। তাঁকে মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।
কংগ্রেস প্রার্থীর বক্তব্য, সন্ধ্যা থেকেই বাড়ির সামনের রাস্তার লাইট বন্ধ ছিল। অনান্য দিন লাইট জ্বলে। তবে প্রথমটায় এই ঘটনায় বিশেষ আমল দেননি তাঁরা। রাতের খাবার তখন সারা হয়ে গিয়েছে। আচমকাই বাড়ির বাইরে কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পান তাঁরা। তবে তাঁরা সেসময় কেউই ঘর থেকে বের হননি। তারপরই পরপর দুটি গুলির শব্দ শুনতে পান। কংগ্রেস প্রার্থীর দাবি, বাইরে থেকে কয়েকজন যুবক মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। অন্ধকারের তাদের কারোর মুখই দেখতে পাননি তাঁরা। সেসময়ে ভয়ে ঘরের বাইরেও বের হনি। কিছুক্ষণ গালিগালাজ করার পর সেখান থেকে চলে যায় যুবকরা।
পরে দেখা যায়, প্রার্থীর বাড়ির দরজা গুলিতে ফুটো হয়ে গিয়েছে। দরজা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে গুলি। বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস প্রার্থী। প্রার্থীর স্বামী এলাকার কংগ্রেস নেতা। তিনি বলেন, “স্ট্রিট লাইটটা সন্ধ্যা থেকেই বন্ধ ছিল। অথচ সব জায়গাতেই আলো জ্বলছিল। অন্ধকার ছিল এলাকা। কে ছিল চিনতে পারিনি। তবে গুলি চালানোর পর যেভাবে হুমকি দিয়ে যায়, তাতে বোঝা যায়, তৃণমূল আশ্রীত দুষ্কৃতী। আমাদের জয় সময়ের অপেক্ষা। ওরা ভাবছে ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করাবে। আমরা কংগ্রেস ভালোবাসি। অধীর চৌধুরীর নির্দেশ মেনে ভোটে লড়ব। আমরা ভয় পাই না।”
কংগ্রেসের ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উমা ঘোষের পাল্টা বক্তব্য, “আমি তো প্রথম আপনাদের মুখেই শুনলাম। আমরা এসব ব্যাপারে কিছু জানি না। এই অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। তৃণমূল গুলিগোলার রাজনীতি করে না। আমি রাজনীতিটা করি ঠিকই, কিন্তু মানুষের স্বার্থেই ভালোবেসে করি। এই অভিযোগ উড়িয়ে দেওয়া মতো।”
এছাড়াও বুধবার রাতে ৮ ও ১৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীদেরও মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁরা থানার দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে মঙ্গলবার রাতে ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা