Arvind Kejriwal Attacks CM Channi: ‘মানে উনি হারছেন তো?’ জোড়া কেন্দ্রে চন্নির প্রার্থী হওয়াকে কটাক্ষ কেজরীবালের
Arvind Kejriwal Attacks CM Channi: চন্নির দুটি কেন্দ্রে প্রার্থী হওয়ার খবর পেয়েই আক্রমণ করেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি দাবি করেন,চরণজিৎ সিং চন্নিকে দুটি কেন্দ্র থেকে প্রার্থী করার অর্থ একটাই, তিনি প্রথম কেন্দ্র অর্থাৎ চমকৌর সাহিব থেকে হারতে চলেছেন।
নয়া দিল্লি: হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হবে পঞ্জাব বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022)। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইতিমধ্যেই লেগে পড়েছে শাসক থেকে বিরোধী, সমস্ত রাজনৈতিক দল। একের পর এক দলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই চড়ছে উত্তেজনা-আক্রমণের পারদও। রবিবারই কংগ্রেস (congress) শেষ দফার প্রার্থী তালিকা ঘোষণা করে। দেখা যায়, মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi) দুটি আসন থেকে লড়তে চলেছেন। এরপরই আক্রমণ আম আদমি পার্টির জাতীয় কনভেনর অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal)। তিনি কটাক্ষ করে বলেন, “তার মানে উনি প্রথম আসন থেকে হারছেন তো?”
রবিবারের শেষ দফার প্রার্থী তালিকা মিলিয়ে মোট ১১৭টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে শাসক দল কংগ্রেস। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে কংগ্রেসের মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তাও ঘোষণা করা হবে। এরই মাঝে বিরোধী দলগুলি বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির দুটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে কটাক্ষ ও আক্রমণ করতে শুরু করেছে।
গতকাল কংগ্রেসের তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, তাতে দেখা গিয়েছে, ভাদৌর কেন্দ্র থেকেও নির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী চন্নি। এর আগেই কংগ্রেস জানিয়েছিল যে, মুখ্যমন্ত্রী তাঁর নিজের ‘গড়’ চামকৌর সাহিব থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বিধানসভা কেন্দ্র থেকেই তিনি বহু বছর ধরে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
চন্নির দুটি কেন্দ্রে প্রার্থী হওয়ার খবর পেয়েই আক্রমণ করেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি দাবি করেন,চরণজিৎ সিং চন্নিকে দুটি কেন্দ্র থেকে প্রার্থী করার অর্থ একটাই, তিনি প্রথম কেন্দ্র অর্থাৎ চমকৌর সাহিব থেকে হারতে চলেছেন।
কেজরীবাল টুইটারে বলেন, “আমি আগেই বলেছি যে আমাদের দলীয় সমীক্ষায় দেখা গিয়েছে, চন্নি চমকৌর সাহিব কেন্দ্র থেকে হারছে। আজ কংগ্রেস ঘোষণা করল যে উনি দুটি কেন্দ্র থেকে লড়বেন। এর অর্থ কি আমাদের সমীক্ষা ঠিক ছিল?”
আগামী ১ ফেব্রুয়ারিই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। তার দু’দিন আগেই মুখ্যমন্ত্রী চন্নিকে ভাদৌর কেন্দ্র থেকে প্রার্থী করা হল। আগেই কংগ্রেসের অন্দরে জল্পনা শোনা গিয়েছিল যে মুখ্য়মন্ত্রীকে দুটি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে, তবে দ্বিতীয় কেন্দ্রটি কী হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
চমকৌর সাহিব চন্নির কাছে পরিচিত জায়গা, কারণ ২০০৭ সাল থেকে তিনি এই কেন্দ্র থেকেই প্রতিনিধিত্ব করছেন। তবে ভাদৌর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঘাঁটি অতটা শক্ত নয়। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মাত্র ২০ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। বরং এই বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির জনপ্রিয়তা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তবে কি আপ-কে কড়া টক্কর দিতেই মুখ্যমন্ত্রীকে এই কেন্দ্রে দাঁড় করালো কংগ্রেস? এর উত্তর পাওয়া যাবে ১০ মার্চ।
আরও পড়ুন: Budget 2022: আরটি-পিসিআর পরীক্ষা থেকে আলাদা বসার জায়গা, কী কী পরিবর্তন থাকছে বাজেট অধিবেশনে?