Punjab Assembly Election 2022 : পঞ্জাবে নির্বাচনের মুখে রাম রহিমের ‘মুক্তি’, দলিত ভোটের সমীকরণে নিয়ে আশঙ্কার মেঘ কংগ্রেসে

Punjab Assembly Poll 2022 : ২১ দিনের জন্য জেল থেকে ছাড়া পেয়েছেন রাম রহিম। পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানা সরকারের এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে।

Punjab Assembly Election 2022 : পঞ্জাবে নির্বাচনের মুখে রাম রহিমের 'মুক্তি', দলিত ভোটের সমীকরণে নিয়ে আশঙ্কার মেঘ কংগ্রেসে
গ্রাফিক্স : অভীক দেবনাথ (টিভি৯ বাংলা)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 7:06 PM

চণ্ডীগড় : সোমবার ডেরা সাচ্চা সওদা গুরমিত রাম রহিম সিংয়ের ২১ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। এই সময় রাম রহিমের ২১ দিনের জন্য জেলের বাইরে আসা পঞ্জাবের নির্বাচনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। নিজেকে অরাজনৈতিক বলে দাবি করলেও রাম রহিম পূর্ববর্তী নির্বাচনগুলিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সমর্থন করে এসেছেন। অবশ্য় এটা ভুললেও চলবে না যে রাম রহিমের অনুগামীদের মধ্যে একটা বড় অংশ দলিত সম্প্রদায়ের। ডেরার পঞ্জাবের মালওয়াতে ভালো মতো উপস্থিতি রয়েছে। পঞ্জাবের বিধানসভা ১১৭ আসনের মধ্যে ৬৯ টি আসন এই মালওয়ার মধ্যে পড়ে।

ডেরা সাচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিমের ছুটি

পঞ্জাব নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে রাম রহিমের ২১ দিনের ছুটি মঞ্জুর করল হরিয়ানা সরকার। এই নিয়ে পঞ্জাবের রাজনীতি চাপা উত্তেজনা শুরু হয়েছে। দুটি ধর্ষণ এবং দুটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি হরিয়ানার রোহতাক জেলার সুনারিয়া জেলে। সিরসায় তাঁর আশ্রমের দুই মহিলা শিষ্যকে ধর্ষণ করার জন্য ২০ বছরের জেল খাটছেন। এই মামলায় তিনি ২০১৭ সালের অগাস্ট মাসে পাঞ্চকুলায় স্পেশ্যাল সিবিআই কোর্টে দোষী সাব্যস্ত হন। ২০১৯ সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের জন্য তিনি দোষী সাব্যস্ত হনে এবং গত বছর তাঁর ডেরা ম্যানেজার রঞ্জিত সিংকে ২০০২ সালে খুনের জন্য দোষী প্রমাণিত হন। তিন বছর সাজা পূরণ করার পর থেকেই রাম রহিম জেল থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। তাঁর পূর্ববর্তী প্যারোলের জন্য আবেদন জেলা প্রশাসনের তরফে খারিজ করে দেওয়া হয়েছিল। এইবার রাম রহিম ছুটির জন্য (ফার্লো) রোহতকের জেল সুপারিনটেনডেন্টের কাছে একটি লিখিত আবেদন দিয়েছেন। অনেক হাত ঘুরে সেই আবেদন রোহতকের ডিভিশনাল কমিশনারের কাছে পৌঁছায়। তিনি ২১ দিনের ছুটি মঞ্জুর করেন। ৭ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি তাঁকে গুরগাঁওতে তাঁর বাড়ির মধ্যেই থাকতে হবে।

ডেরা সাচ্চার সওদার পঞ্জাবে উপস্থিতি

ডেরা দাবি করে যে তাদের রাজ্যে লাখের বেশি অনুগামী রয়েছে। পঞ্জাবের মালওয়া অঞ্চলে ডেরার আধিপত্য রয়েছে। পঞ্জাবের বিধানসভা ১১৭ আসনের মধ্যে ৬৯ টি আসন এই মালওয়ার মধ্যে পড়ে। মালওয়া অঞ্চলের মধ্যে পড়ে ফিরোজপুর, ভাতিণ্ডা, মুক্তসার, সাংরুর, মানসা, পাটিয়ালা, বর্নালা, ফরিদকোট, মোগা, লুধিয়ানা এবং মোহালি জেলাগুলি। এই জায়গাগুলিতে বহু সংখ্যক ডেরা অনুগামী বসবাস করেন। ডেরার বেশিরভাগ অনুগামীরা দলিত সম্প্রদায়ের। পঞ্জাবে ৩৩ শতাংশ দলিত সম্প্রদায়ের বসবাস। যা দেশের সব রাজ্যের মধ্য়ে সর্বোচ্চ।

ডেরা সাচ্চা সওদার রাজনৈতিক ইতিহাস

নিজেকে অরাজনৈতিক বলে দাবি করলেও রাম রহিম পূর্ববর্তী নির্বাচনগুলিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সমর্থন করে এসেছেন। ডেরা পঞ্জাবের রাজনীতিতে যথেষ্ট আগ্রহ দেখায়। ডেরার নিজেদের রাজনীতি বিষয়ক কমিটিও রয়েছে। কোনও নির্বাচনের আগে সেই কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নেয় সেই নির্বাচনে ডেরার কোন রাজনৈতিক দলকে সমর্থন করা উচিত। ২০০৭ এবং ২০১২ সালে কংগ্রেসকে সমর্থন করেছিল ডেরা। কিন্তু শিরোমণি আকালি দল-বিজেপি জোট নির্বাচনে জেতে। ২০১৭ সালে শিরোমণি আকালি দল-বিজেপি জোটকে সমর্থন জানিয়েছিল ডেরা কিন্তু এই জোট খারাপভাবে ধরাসায়ী হয় কংগ্রেসের কাছে। ডেরা অনুগামীদের মালওয়ার ৬৯ টি আসনের মধ্যে ৩৫ টি আসনে ভালো প্রভাব রয়েছে।

২০২২ পঞ্জাব নির্বাচনে ডেরার গুরুত্ব

মালওয়া অঞ্চল যেখানে রাজ্যের ১১৭ আসনের মধ্যে ৬৯ টি আসন রয়েছে সেখানে বসবাস করেন বহু সংখ্যক ডেরার অনুগামীরাও। তার মধ্য়ে ৩৫ টি আসনে রয়েছে তাঁদের প্রভাব। ডেরার অনুগামীদের মধ্যে বেশিরভাগজনই সমাজের দরিদ্র শ্রেণির বিশেষত দলিত সম্প্রদায় এবং পিছিয়ে পড়া শ্রেণির অংশ। ছোটো ও প্রান্তিক চাষীরাও অনুগামীদের মধ্যে পড়েন। এদিকে দলিত ভোটকে নিজেদের ঝুলিতে ভরতে কংগ্রেস পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিকে পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে। চন্নি নিজেও তফসিলি জাতির মধ্যে পড়েন। তিনি ভাদৌর আসন থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ভাদৌর আসনটি মূল মালওয়া বেল্টের মধ্যে আসে। যেই মালওয়াতে রাম রহিমের অনুগামীদের প্রাধান্য রয়েছে।

এই নির্বাচনে ডেরার সমর্থন

২০২২ সালের নির্বাচনে ডেরা কাকে সমর্থন করবে তা এখনো জানা যায়নি। তবে তাঁরা এটা পরিষ্কার করে দিয়েছেন যে, ডেরা তাঁদের সমর্থন করবেন না যাঁরা ডেরা প্রধান এবং তাঁরা কাছের অনুগামীদের বিভিন্ন কারণে হেনস্থা করছেন। এর থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে বিজেপি-পিএলসি-শিরোমণি আকালি দল (সংযুক্ত) জোটকে সমর্থন করতে পারে।

ডেরার প্রধান রাম রহিমের মুক্তি নিয়ে প্রতিক্রিয়া

SGPC (Shri Gurdwara Parbandhak Committee) প্রধান হরজিন্দর সিং ধামি বলেছেন যে হরিয়ানার সিদ্ধান্তটি পঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত। তিনি বলেছেন, “তিনি (রহিম) বারগাড়িতে শ্রী গুরু গ্রন্থসাহেবের অবমাননায় সরাসরি যুক্ত। এই ব্যক্তি শিখদের ধর্মীয় অনুভূতির খুনি। দুঃখের বিষয়, হরিয়ানা ও কেন্দ্রের বিজেপি সরকার মিলেমিশে গিয়েছে।”

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছেন যে, রাম রহিমের ছুটি দেওয়া একটি কাকতালীয় ঘটনা। পঞ্জাব নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। হরিয়ানা সরকারের এক সিনিয়র আধিকারিক বলেছেন, “ডেরা প্রধান তাঁর ‘ভালো আচরণের’ ভিত্তিতে ছুটি পেয়েছেন। তিনি ইতিমধ্যেই তিন বছর জেল খেটেছেন। এরপর একজন ফার্লোর (পরিববারের সঙ্গে বন্ধন দৃঢ় করা জন্য জেল থেকে নির্দিষ্ট সময়কালের জন্য ছুটি) জন্য যোগ্য হন”

প্রসঙ্গত, পঞ্জাবের নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। সেই মুহূর্তে রাম রহিমের ছুটি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাছাড়া চন্নিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বানিয়ে কংগ্রেস পঞ্জাবে ৩২ শতাংশ দলিত ভোট নিজেদের ঝুলিতে ভরতে চাইছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ডেরার দলিত অনুগামীদের প্রভাব মালওয়া অঞ্চলে থাকা এবং তাঁদের বিজেপি জোটকে সমর্থনের সম্ভাবনার প্রভাব কংগ্রেসের ভোট বাক্সে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা