4 State Assembly Election Results 2023 LIVE: ‘বাংলার উপকূলে সাইক্লোনের প্রভাব পড়তে পারে’, বিজয়োল্লাসের মঞ্চ থেকেই উদ্বেগ প্রকাশ মোদীর

| Edited By: | Updated on: Dec 04, 2023 | 7:31 AM

4 State Assembly Election Results 2023 LIVE Counting and Updates: বেলা বাড়তেই বদলাচ্ছে নির্বাচনের ফল। রাজস্থানে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি। মধ্য প্রদেশেও এগিয়ে বিজেপিই। ছত্তীসগঢ়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস-বিজেপির। তেলঙ্গানাতে প্রাথমিক ট্রেন্ডে কেসিআর-এর দলকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস।

4 State Assembly Election Results 2023 LIVE: 'বাংলার উপকূলে সাইক্লোনের প্রভাব পড়তে পারে', বিজয়োল্লাসের মঞ্চ থেকেই উদ্বেগ প্রকাশ মোদীর
দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উত্তেজনাপূর্ণ রবিবার। একসঙ্গে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল (4 State Assembly Election Results 2023) প্রকাশ হতে চলেছে। মধ্য প্রদেশ (Madhya Pradesh), রাজস্থান (Rajasthan), ছত্তীসগঢ় (Chgattisgarh) ও তেলঙ্গানায় (Telangana) বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আজ। বিজেপি, কংগ্রেস সহ একাধিক দলের জন্য এই নির্বাচন লিটমাস টেস্ট। লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, তার আন্দাজ কিছুটা পাওয়া যেতে পারে এই চার রাজ্যের নির্বাচনের ফল দেখে। একদিকে যেখানে মধ্য প্রদেশে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি, তেমনই লক্ষ্য রাজস্থান, ছত্তীসগঢ় ও তেলঙ্গানারও মসনদ দখল করা। অন্যদিকে, ছত্তীসগঢ় ও রাজস্থানের শাসক দল কংগ্রেসও গদি ছাড়তে নারাজ। এক্সিট পোলের সমীক্ষা বলছে, রাজস্থানে তিন দশক ধরে চলে আসা পালাবদলের নিয়ম এবারও বজায় থাকতে পারে। কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি। মধ্য প্রদেশে আবার উল্টোটা, অর্থাৎ বিজেপিকে সরিয়ে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। ছত্তীসগঢ়ে গদি ধরে রাখতে পারে কংগ্রেস। তেলঙ্গানায় বর্তমান শাসক দল ভারতীয় রাষ্ট্রীয় সমিতি বা বিআরএস-ই পুনরায়, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারে। আজ সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Dec 2023 12:55 AM (IST)

    কে কোন রাজ্যে কত আসন পেল

    নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ছত্তিসগঢ়ে বিজেপি পেয়েছে ৫৪টি আসন, কংগ্রেস ৩৫টি ও জিজিপি একটি। মধ্য প্রদেশে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন, কংগ্রেস ৬৬টি ও অন্য দল একটি। রাজস্থানে বিজেপি পেয়েছে ১১৫টি আসন, কংগ্রেস ৬৯টি ও বিএসপি ২টি, আইএনডি ৮ ও অন্য দল ৩টি। তেলঙ্গানায় বিজেপি পেয়েছে ৮টি আসন, কংগ্রেস ৬৪টি, বিএইচআরএস ৩৯টি, এআইএমআইএম ৭টি, সিপিআই ১টি।

  • 03 Dec 2023 08:11 PM (IST)

    Assembly Election Results 2023: বিজয়ের উল্লাসের সময়ও সম্ভাব্য সাইক্লোনের উপর নজর রাখছি: মোদী

    ৩ রাজ্যে বিজেপির অভাবনীয় জয় এলেও সেই উল্লাসে সেভাবে সামিল হতে পারেননি,  টিভির দিকে নজর রাখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নজর ছিল সাইক্লোনের সম্ভাবনার উপর। বাংলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “সাইক্লোন থেকে রাজ্যগুলিকে রক্ষা করতে হবে। বাংলার উপকূলে সাইক্লোনের প্রভাব পড়তে পারে। কেন্দ্র সর্বদা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। সবরকম সাহায্য করছে। তামিলনাড়ু, পুদুচেরি, ওড়িশার উপরে ও নজর রয়েছে।” বিজেপি নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ, “রাজ্য সরকতার যে দলেরই হোক, সাইক্লোন থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রশাসনকে সাহায্য করবে। এটাই বিজেপি নেতার আদর্শ।” প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের কাছে দলের থেকে বড় দেশ। আমাদের মনের থেকেও বড় দেশবাসী।”

  • 03 Dec 2023 08:01 PM (IST)

    Assembly Election Results 2023: যেখানে আশা শেষ হয়, সেখান থেকে মোদীর গ্যারান্টি শুরু হয়: মোদী

    বিজেপি সরকারের বিকল্প নেই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যেখানে আশা শেষ হয়, সেখান থেকে মোদীর গ্যারান্টি শুরু হয়। বিধানসভা ভোটের প্রচারে ইতিবাচক এমন হাওয়া হয়েছিল, তার সুফল আজ গোটা দেশ দেখছে। ১৪০ কোটির ভারতীয়র বিশ্বাসকে জাগিয়ে রাখতে হবে। যারা আমাদের দূরে রয়েছ তাদের কাছে পৌঁছতে হবে। যাদের সন্দেহ রয়েছে, তাদের বিশ্বাস বাড়াতে হবে। বিজেপির দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে।”

  • 03 Dec 2023 07:53 PM (IST)

    4 State Assembly Election Results 2023: আপনার স্বপ্ন-ই আমার স্বপ্ন: মোদী

    বিজেপি সরকারের কাজের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আজ দেশে জিডিপি-র বৃদ্ধির রেকর্ড হয়েছে। সিমেন্ট উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, গাড়ি তৈরির কারখানা বেড়েছে। আজ দেশের চারদিকে এক্সপ্রেসওয়ে, রেলওয়ের জাল বিছিয়েছে। আজ দেশে নতুন রেলস্টেশন তৈরি হচ্ছে, আধুনিক ট্রেন আসছে। গ্রামে-গঞ্জেও অপটিক্যাল ফাইবার পৌঁছেছে। রেকর্ড গতিতে হাসপাতাল তৈরি হচ্ছে দেশে। দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। সব গরিব পরিবারকে পাকা ছাদ দেওয়ার সংকল্প নিয়েছে বিজেপি সরকার। ঘরে-ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনার স্বপ্ন-ই আমার স্বপ্ন। আপনার স্বপ্ন পূরণ করাই আমার সংকল্প। পিছিয়ে যাওয়া মোদীর কাজ নয়।”

  • 03 Dec 2023 07:48 PM (IST)

    Assembly Election Results: জনগণের হৃদয় জিততে মানুষের জন্য কাজ করতে হয়: মোদী

    জনগণের হৃদয় জিততে মানুষের জন্য কাজ করতে হয় জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেস প্রগতি ও বিকাশের বিরুদ্ধে রয়েছে। যখনই বিকাশ হয় তখনই কংগ্রেস আর তাদের সঙ্গীরা উপহাস করে। বন্দে ভারত ট্রেন উদ্বোধন থেকে গরিবদের জন্য ঘর তৈরি করলেও কংগ্রেস উপহাস করে এবং কাজে বাধা দেয়।” দেশভাগের রাজনীতি করা উচিত নয় বলেও দাবি জানান তিনি।

  • 03 Dec 2023 07:44 PM (IST)

    Assembly Election Results: দেশের জনগণের মন জিততে রাষ্ট্রসেবা দিতে হবে: মোদী

    বিজেপি শুধু নীতি প্রণয়ন করে না, সেগুলির বাস্তবায়নও করে বলে দাবি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “দেশবসাী মনে করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বিজেপি। দেশবাসী দুর্নীতি, স্বজনপোষণ পছন্দ করে না। দেশের জনগণের মন জিততে রাষ্ট্রসেবা দিতে হবে। ৩ রাজ্যের বিধানসভা ভোটে জয়ের পর মোদীর অঙ্গীকার, আজকের হ্যাটট্রিকে ২৪-এর হ্যাটট্রিকের গ্যারান্টি দিচ্ছি।”

  • 03 Dec 2023 07:39 PM (IST)

    Assembly Election Results: সেবা ও সুশাসনের রাজনীতির নয়া মডেল দেখিয়েছে বিজেপি মোদী

    তেলঙ্গানায় কংগ্রেস জয়ী হলেও বিজেপি সেখানে প্রভাব ফেলছে বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, “তেলঙ্গানাকেও বিজেপির ভিত শক্তি হচ্ছে। কেবল রাজস্থান, তেলঙ্গানা, ছত্তীসগঢ়ে এই জয় আটকে থাকবে না। গোটা দুনিয়ায় এর প্রভাব দেখা যাবে। দূর-দূরান্ত পর্যন্ত জয়যাত্রা পৌঁছবে। বিশ্ব দেখছে স্থায়ী সরকারের জন্যই ভোট দিচ্ছে বিজেপি। আজ দীক্ষিত ভারতের যে সংকল্প নিয়েছি, সেখানে জনতা-জনার্দনের লাগাতার আশীর্বাদ মিলছে।” বিজেপি সেবা ও সুশাসনের রাজনীতির নয়া মডেল গোটা দেশের কাছে তুলে ধরেছে বলেও জানান মোদী।

  • 03 Dec 2023 07:35 PM (IST)

    Assembly Election Results 2023: রাজস্থানের মানুষের উপর ভরসা ছিল: মোদী

    রাজস্থানের ভোটের ফল নিয়ে আশাবাদী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “রাজস্থানের আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম, রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় আসবে না। আমি ভবিষ্যবক্তা নই। কিন্তু, রাজস্থানের জনগণের মনের কথা বুঝেছি। আমার ভরসা ছিল রাজস্থানের মানুষের উপর।”

  • 03 Dec 2023 07:32 PM (IST)

    Assembly Election Results 2023: কংগ্রেসের নীতির জন্য আদিবাসী সমাজ ১০ বছর পিছিয়ে গিয়েছে: মোদী

    আদিবাসী সম্প্রদায়কে বিজেপির সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “দেশের আদিবাসী সমাজ প্রকাশ্যে তাদের মনের কথা জানিয়েছে। কংগ্রেসের নীতির জন্য আদিবাসী সমাজ ১০ বছর পিছিয়ে গিয়েছে। আদিবাসী সমাজ আজ উন্নয়নের জন্য মুখিয়ে রয়েছে। আদিবাসী সম্প্রদায় জানে, কেবল বিজেপি তাদের আকাঙ্খা পূরণ করবে।”

  • 03 Dec 2023 07:30 PM (IST)

    Assembly Election Results 2023: ১০০ শতাংশ প্রতিশ্রুতি পালন করবে বিজেপি: মোদী

    ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ ও রাজস্থানে জয়ের পর বিজেপির দায়িত্ব বাড়ল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এই জয়ে আমার দায়িত্ব আরও বাড়ল। ১০০ শতাংশ প্রতিশ্রুতি পালন করবে বিজেপি। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।”

  • 03 Dec 2023 07:26 PM (IST)

    Assembly Election Results 2023: নারীশক্তির বিকাশই বিজেপির বিকাশ মডেলের এক মহত্বপূর্ণ স্তম্ভ: মোদী

    এদিনের জয় নারীশক্তির আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আজকের বিশেষ দিনে নারীশক্তির আহ্বান জানাচ্ছি। দেশের সব মহিলাদের মনে শুধুই বিজেপি। নারীশক্তির বিকাশই বিজেপির বিকাশ মডেলের এক মহত্বপূর্ণ স্তম্ভ।”

  • 03 Dec 2023 07:24 PM (IST)

    Assembly Election Result 2023: এই জয় মহিলা, যুব, কৃষক ও দরিদ্র শক্তির জয়: মোদী

    আজকের জয় চারটি জাতির জয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার জাতি বলতে প্রধানমন্ত্রী মহিলা, যুব, কৃষক ও দরিদ্র সম্প্রদায়ের কথা বলেন তিনি।

  • 03 Dec 2023 07:19 PM (IST)

    Assesmbly Election Result 2023: আত্মনির্ভর ভারতের সংকল্পের জয়: প্রধানমন্ত্রী মোদী

    ছত্তীসগঢ়, রাজস্থান ও মধ্য প্রদেশে অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি। দিল্লিতে দলের সদর দফতর থেকে দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আজকের জয় ঐতিহাসিক। এই আত্মনির্ভর ভারতের সংকল্পের জয়। সবকা সাথ, সবকা বিকাশ ভাবনার জয়।”

  • 03 Dec 2023 07:11 PM (IST)

    ৩ রাজ্যে জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীর: নাড্ডা

    ৩ রাজ্যে জয়ের পর দলীয় সদর দফতরে বক্তৃতা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিন রাজ্য জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন তিনি।

  • 03 Dec 2023 07:04 PM (IST)

    Assembly Election Result 2023: দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী মোদী

    দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুলের মালা দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

  • 03 Dec 2023 06:49 PM (IST)

    Rajasthan Assembly Election 2023: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন অশোক গেহলটের

    রাজস্থানে জয়ী হয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণার পরই রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন অশোক গেহলট।

  • 03 Dec 2023 06:37 PM (IST)

    Rajasthan Election Result 2023: রাজস্থানে জয়ী বিজেপি, ঘোষণা কমিশনের

    রাজস্থানে সরকার গঠনের ম্যাজিক সংখ্যা অতিক্রম করেছে বিজেপি। এবার রাজস্থানে বিজেপি সরকার গঠন করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল নির্বাচন কমিশন।

  • 03 Dec 2023 06:28 PM (IST)

    Assembly Election Result 2023: দিল্লিতে বিজেপির সদর দফতরে শাহ-নাড্ডা

    ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি। জয় উদযাপন করতে দিল্লিতে বিজেপির সদর দফতরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। ইতিমধ্যে কার্যালয়ে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

  • 03 Dec 2023 06:09 PM (IST)

    Telangana Election Result 2023: বিজেপি প্রার্থীর কাছে পরাজিত রেবান্ত রেড্ডি

    তেলঙ্গানায় মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার হলেও ভোটে পরাজিত হয়েছেন রেবান্ত রেড্ডি। বিজেপি প্রার্থী কে. বেনকাটা রামানা রেড্ডির একইসঙ্গে তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর এবং রেবান্ত রেড্ডিকে পরাজিত করেছেন।

  • 03 Dec 2023 06:02 PM (IST)

    Assembly Election Result 2023: জনাদেশ মেনে নিলাম: রাহুল

    তেলঙ্গানা বিধানসভায় জয় পেলেও ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরাজয় হয়েছে কংগ্রেসের। ফল প্রকাশের পর ৩ রাজ্যের জনাদেশ মেনে নিলেন বলে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে কংগ্রেস পরাজিত হলেও বিজেপির সঙ্গে আদর্শগত লড়াই চলবে বলে জানিয়েছেন রাহুল।

  • 03 Dec 2023 05:19 PM (IST)

    Madhya Pradesh Election 2023: বিপুল ভোটে জয়ী শিবরাজ সিং চৌহান

    লক্ষাধিক ভোটে জয়ী হলেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধনি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।

  • 03 Dec 2023 05:03 PM (IST)

    5 State Assembly Election Result 2023: প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা অমিত শাহের

    ৩ রাজ্যে অভাবনীয় সাফল্যের জন্য ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের বাসিন্দাদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এই বিপুল জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শাহ।

  • 03 Dec 2023 04:48 PM (IST)

    5 State Assembly Election 2023: তেলঙ্গানাবাসীর সঙ্গে মেলবন্ধন অটুট থাকবে: মোদী

    বিজেপিকে জয়ী করার জন্য রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার তেলঙ্গানায় কংগ্রেস জয়ী হলেও তাঁর সঙ্গে তেলঙ্গানার বাসিন্দাদের মেলবন্ধন থাকবে বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী।

  • 03 Dec 2023 04:42 PM (IST)

    Rajasthan Election 2023: কংগ্রেসের বিপর্যয়ের মধ্যেও জয়ী সচিন পাইলট

    রাজ্যে কংগ্রেস মুখ থুবড়ে পড়লেও বিপুল ভোটে জয়ী হয়েছেন রাজস্থান কংগ্রেসের সেকেন্ড-ইন-কম্যান্ডার সচিন পাইলট। টোঙ্ক আসন থেকে ২৯,৪৭৫ ভোটে জয়ী হয়েছেন তিনি।

  • 03 Dec 2023 03:55 PM (IST)

    Telangana Election Result 2023: এবিভিপি সদস্য থেকে তেলঙ্গানায় কংগ্রেসের মুখ্যমন্ত্রীর প্রধান দাবিদার

    রাজনীতির কেরিয়ারের শুরুতে ছিলেন এবিভিপি সদস্য। তারপর সেখান থেকে সটান কংগ্রেসে আনুমুলা রেবন্ত রেড্ডি। বর্তমানে তেলঙ্গানা কংগ্রেসের প্রেসিডেন্ট আনুমুলাই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদের শীর্ষ দাবিদার।

  • 03 Dec 2023 03:28 PM (IST)

    তেলঙ্গানায় কেক কেটে জয় সেলিব্রেশন কংগ্রেসের

    ৪ রাজ্যের মধ্যে কংগ্রেসের একমাত্র সান্ত্বনা তেলঙ্গানা। এই রাজ্য়ে জয় পেয়ে দলীয় অফিসে কেক কেটে উচ্ছ্বাস প্রকাশ করলেন তেলঙ্গানা কংগ্রেসের নেতা-কর্মীরা। রয়েছেন বাংলার কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সিও।

  • 03 Dec 2023 03:09 PM (IST)

    Rajasthan Election 2023: মোদী-শাহকেই জয়ের কৃতিত্ব দিলেন বসুন্ধরা রাজে

    ঝালরাপাতান কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে। এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জে.পি নাড্ডাকে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র-ই এই জয়ের প্রধান কারণ বলে জানান তিনি।

  • 03 Dec 2023 02:52 PM (IST)

    Telangana Election 2023: তেলঙ্গনায় কংগ্রেসের ঝুলিতে ৬৫টি আসন

    ৪ রাজ্যের মধ্যে একমাত্র তেলঙ্গনায় দাগ কাটতে পেরেছে কংগ্রেস। এই রাজ্যে কংগ্রেসের ঝুলিতে পড়েছে ৬৫টি আসন। বিআরএস পেয়েছে ৩৮টি আসন। বিজেপির ঝুলিতে পড়েছে মাত্র ৯টি আসন। এআইএমআইএম পেয়েছে ৬টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ১টি আসন।

  • 03 Dec 2023 02:47 PM (IST)

    Chhatisgarh Election 2023: ছত্তীসগঢ়ে বিজেপি পেয়েছে ৫৫টি আসন

    সব ছক ভেঙে দিল মাওবাদী ও উপজাতি-অধ্যুষিত ছত্তীসগঢ়ও। এই রাজ্যে ৫৫টি আসন পেয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে পড়েছে মাত্র ৩২টি আসন। আর অন্যান্যরা পেয়েছে ৩টি আসন।

  • 03 Dec 2023 02:39 PM (IST)

    Rajasthan Election 2023: রাজস্থানে বিজেপির ঝুলিতে ১১২টি আসন

    রাজস্থানে ১১২টি আসন পেয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে মাত্র ৬৮টি আসন। অন্যান্যরা পেয়েছে ১৯টি আসন।

  • 03 Dec 2023 02:36 PM (IST)

    Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশে বিজেপি পেয়েছে ১১৬টি আসন

    মধ্যপ্রদেশে ১৬৪টি আসন পেয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। মাত্র ৬৩টি আসন গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। অন্যান্যরা পেয়েছে ২টি আসন।

  • 03 Dec 2023 02:13 PM (IST)

    4 State Assembly Election 2023: তিন রাজ্যের জয়ের কারণ প্রধানমন্ত্রী মোদী

    ৪ রাজ্যের মধ্যে তেলঙ্গানা কংগ্রেসের দখলে গেলেও ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ফুটছে পদ্ম। তিন রাজ্যের এই অভাবনীয় ফলের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পীযূষ গোয়েল। তাঁর কথায়, “এটা কোনও সাধারণ জয় নয়, এটা প্রধানমন্ত্রী মোদীর প্রতি জনগণের আশীর্বাদ।”

  • 03 Dec 2023 01:40 PM (IST)

    Rajasthan Election 2023: এগিয়ে বসুন্ধরা রাজে

    রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ঝালরাপাতান কেন্দ্রে ৫১ হাজারের বেশি ভোটে লিড করছেন।

  • 03 Dec 2023 01:37 PM (IST)

    দিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে উল্লাস দলীয় কর্মীদের

    একটি রাজ্য হাতছাড়া হলেও ৩ রাজ্যে জয় নিশ্চিত। দিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে উল্লাসে মেতে উঠেছেন দলীয় কর্মীরা।

  • 03 Dec 2023 01:17 PM (IST)

    Rajasthan Election Results: এগিয়ে অশোক গেহলট

    সর্দারপুরা আসন থেকে ১৪ হাজার ২৩১ ভোটে এগিয়ে অশোক গেহলট। ১৪ রাউন্ড গণনার পর তিনি মোট ৬৭ হাজার ৪৯৫টি ভোট পেয়েছেন।

  • 03 Dec 2023 01:13 PM (IST)

    Rajasthan Election Results: ‘১২৪ আসনে জিতব বিজেপি’, আশাবাদী প্রহ্লাদ যোশী

    প্রহ্লাদ যোশী বলছেন, “মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন। মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেস প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। আমি আশাবাদী, অন্তত ১২৪টি আসন জিতব আমরা।”

  • 03 Dec 2023 01:11 PM (IST)

    Telangana Election Result: হায়দরাবাদে এলেন শিবকুমার

    তেলঙ্গানায় বিআরএস-কে হারিয়ে জয়ের দিকে এগোচ্ছে কংগ্রেস। ফল ঘোষণার আগেই হায়দরাবাদে এসে পৌঁছলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিওয়াই শিবকুমার।

  • 03 Dec 2023 01:09 PM (IST)

    Telangana Election Result: ভদ্রচলম ও আম্বেরপেট থেকে জয়ী বিআরএস

    তেলঙ্গানায় প্রথম দুটি জয় পেল বিআরএস। আম্বেরপেট বিধানসভা আসন থেকে জয়ী হলেন বিআরএস প্রার্থী কালেরু ভেঙ্কটেশ। ভদ্রচলম থেকে ৪৪৬৬ ভোটে জয়ী বিআরএস প্রার্থী তেলম ভেঙ্কটরাও।

  • 03 Dec 2023 01:04 PM (IST)

    Rajasthan Election Result 2023: এগিয়ে সচিন পাইলট

    রাজস্থানের টঙ্ক আসন থেকে এগিয়ে কংগ্রেস প্রার্থী সচিন পাইলট। ২০ রাউন্ড গণনার পর পাইলট ৮৭৭৫ ভোটে এগিয়ে রয়েছেন।

  • 03 Dec 2023 01:02 PM (IST)

    Chhattisgarh Election Result: ব্যবধান বাড়ছে কং-বিজেপির

    ছত্তীসগঢ়ে সকালে কংগ্রেস এগিয়ে থাকলেও, বেলা বাড়তেই পাশা উল্টে গিয়েছে। এগিয়ে গিয়েছে বিজেপি।  ছত্তীসগঢ়ে ৪৯ আসনে এগিয়ে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৩৯ আসনে।

  • 03 Dec 2023 12:15 PM (IST)

    Rajasthan Election Results: আশা ছাড়তে নারাজ মুকুল ওয়াসনিক

    জয়পুরে এলেন রাজস্থানের কংগ্রেসের পর্যবেক্ষক বিএস হুডা, মুকুল ওয়াসনিক ও শাকিল খান। বিমানবন্দরে মুকুল ওয়াসনিক বলেন, “এগুলি সবই প্রাথমিক ট্রেন্ড। ফল প্রকাশ হওয়া অবধি অপেক্ষা করুন।”

  • 03 Dec 2023 12:09 PM (IST)

    Rajasthan Election Results: আরও পিছিয়ে পড়ল কংগ্রেস

    রাজস্থানে গদি খোয়াতে পারে কংগ্রেস। বর্তমানে ১১৬টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৭ আসনে।

  • 03 Dec 2023 12:05 PM (IST)

    Telangana Assembly Election Results: রেভান্থ রেড্ডির বাড়ির বাইরে উদযাপন

    মুখ্য়মন্ত্রী কেসিআর-কে পিছনে ফেলে দিয়েছেন কংগ্রেস নেতা রেভান্থ রেড্ডি। ফল প্রকাশের আগেই হায়দরাবাদে তাঁর বাড়ির বাইরে উল্লাস কর্মী-সমর্থকদের।

  • 03 Dec 2023 12:02 PM (IST)

    Madhya Pradesh Election Results: চওড়া হাসি শিবরাজের

    ৩২ হাজার ভোটে এগিয়ে থাকতেই হাসি চওড়া হল মধ্য় প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। ভোপালের পার্টি অফিসে বসে ভোটের ফলাফলে নজর রাখছেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও জ্যোতিরাদিত্য় সিন্ধিয়া।

  • 03 Dec 2023 11:59 AM (IST)

    Madhya Pradesh Election Results: ৩২ হাজার ভোটে এগিয়ে শিবরাজ

    মধ্য প্রদেশে ফের ফুটছে পদ্ম। বুধনি আসন থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ৩২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

  • 03 Dec 2023 11:30 AM (IST)

    Chhattisgarh Election Results: পিছিয়ে গেলেন ভূপেশ বাঘেল

    ছত্তীসগঢ়ের বিধানসভা নির্বাচনে পাটান আসন থেকে পিছিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। শেষ ট্রেন্ড অনুযায়ী, ৫০০ ভোটে পিছিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী।

  • 03 Dec 2023 11:22 AM (IST)

    Telangana Election Results: তৃতীয় স্থানে নেমে গেলেন কেসিআর

    প্রবল চাপে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কামারেড্ডি কেন্দ্র থেকে ক্রমশ পিছিয়েই যাচ্ছেন মুখ্যমন্ত্রী কেসিআর। গণনার শুরুতে প্রথম স্থানে থাকলেও, বেলা যত বাড়ছে, ততই পিছিয়ে পড়ছেন কেসিআর।  এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী রেভান্ত রেড্ডি। তৃতীয় স্থানে নেমে এসেছেন কেসিআর।

  • 03 Dec 2023 11:18 AM (IST)

    Madhya Pradesh Assembly Election Results: মধ্য প্রদেশে বিজেপির জয়জয়কার

    মধ্য প্রদেশে অপ্রতিরোধ্য বিজেপির জয়ের রথ। ক্রমশ এগিয়েই চলছে বিজেপি। শেষ ট্রেন্ড অনুযায়ী, ২৩০টি আসনের মধ্যে ১৪৪টি আসনেই এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৮৩ আসনে।

  • 03 Dec 2023 10:36 AM (IST)

    Telangana Election Result 2023: ‘বাই বাই কেসিআর’ স্লোগান তেলঙ্গানায়

    তেলঙ্গানায় পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। আভাস মিলছে যে তেলঙ্গানায় ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। আর এই ট্রেন্ড মিলতেই হায়দরাবাদের কংগ্রেস অফিসের বাইরে উদযাপন শুরু কংগ্রেস কর্মীদের। ‘বাই বাই কেসিআর’ বলেও স্লোগান দিতে দেখা যায় তাদের।

  • 03 Dec 2023 10:26 AM (IST)

    Madhya Pradesh Election Result 2023: মধ্য প্রদেশে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে বিজেপি

    মধ্য প্রদেশে চলছে ভোটগণনা। শুরু থেকে এগিয়েই শাসক দল বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৩০টি আসনের মধ্যে ১৩৩টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৮০ আসনে।

  • 03 Dec 2023 10:23 AM (IST)

    Telangana Assembly Election Results: তেলঙ্গানা দখল করতে পারে কংগ্রেস

    তেলঙ্গানায় পালাবদলের বড় ইঙ্গিত। শাসক দল বিআরএস-কে সরিয়ে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস। ৬৫ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিআরএস এগিয়ে রয়েছে ৪৬ আসনে। আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এগিয়ে রয়েছে মাত্র ৪টি আসনে, বিজেপি এগিয়ে মাত্র ৩টি আসনে।

  • 03 Dec 2023 10:14 AM (IST)

    Chhattisgarh Assembly Election Results: ছত্তীসগঢ়ে হাড্ডাহাড্ডি লড়াই

    গণনার শুরু থেকেই ছত্তীসগঢ়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। বর্তমানে ৪৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৪৩ আসনে। অন্যান্য়রা এগিয়ে মাত্র একটি আসনে।

  • 03 Dec 2023 10:10 AM (IST)

    Rajasthan Assembly Election Results: রাজস্থান হাতছাড়া হতে পারে কংগ্রেসের

    রাজস্থান হাতছাড়া হতে পারে কংগ্রেসের। ১১৮ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেখানেই কংগ্রেস এগিয়ে ৬৯ আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১২টি আসনে।

  • 03 Dec 2023 10:00 AM (IST)

    Madhya Pradesh Election Result 2023: মধ্য প্রদেশ বিজেপির হাতেই

    মধ্য প্রদেশে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি। ১৪৪ আসনে এগিয়ে বিজেপি। ৮২ আসনে এগিয়ে কংগ্রেস।

  • 03 Dec 2023 09:24 AM (IST)

    Madhya Pradesh Election Result 2023: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্য প্রদেশে কংগ্রেসকে পিছনে ফেলে দিল বিজেপি

    প্রতি মুহূর্তে খেলা ঘুরছে মধ্য প্রদেশে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরুর দিকে কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও, লেটেস্ট ট্রেন্ডে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কংগ্রেসকে পিছনে ফেলে এবার এগিয়ে গেল বিজেপি। লেটেস্ট ট্রেন্ড বলছে, ১১৭টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১১০টি আসনে। অন্যান্যরা এগিয়ে আছে তিনটিতে। মধ্য প্রদেশে সরকার গঠনের জন্য দরকার ১১৬টি আসন। শেষ পর্যন্ত কে করবে বাজিমাত? কার মুখে চওড়া হবে হাসি?

  • 03 Dec 2023 09:17 AM (IST)

    Telangana Election Result 2023: তেলঙ্গানায় নতুন আসনে পিছিয়ে কেসিআর

    তেলঙ্গানায় দু’টি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কামারেড্ডি ও গজওয়েল। লেটেস্ট ট্রেন্ডে, পুরনো কেন্দ্র কামারেড্ডি থেকে এগিয়ে আছেন কেসিআর, কিন্তু পিছিয়ে নতুন কেন্দ্রে।

  • 03 Dec 2023 09:06 AM (IST)

    Telangana Election Result 2023: তেলঙ্গানায় কুর্সিবদলের ইঙ্গিত? প্রাথমিক ট্রেন্ডে কেসিআর-এর দলকে পিছনে ফেলল কংগ্রেস

    প্রাথমিক ট্রেন্ডে তেলঙ্গানায় পালাবদলের ইঙ্গিত? কেসিআর-এর দলকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৬০টি আসন। প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস এগিয়ে ৫৯টি আসনে। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস এগিয়ে আছে ৩৩টি আসনে। বিজেপি ও আসাদউদ্দিনের মিম এগিয়ে আছে চারটি করে আসনে। যদিও লেটেস্ট যে ট্রেন্ড আসছে, তা একেবারেই প্রাথমিক ট্রেন্ড। পরবর্তী সময়ে পাশা কোন দিকে ঘোরে, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

  • 03 Dec 2023 09:01 AM (IST)

    Chattishgarh Election Result 2023: কাঁটায় কাঁটায় টক্কর চলছে ছত্তীসগঢ়ে, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে কংগ্রেস

    প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে ছত্তীসগড় থেকেও। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। বিজেপি এগিয়ে ৩০টি আসনে। ছত্তীসগঢ়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য লাগবে ৪৬টি আসন।

  • 03 Dec 2023 08:53 AM (IST)

    Rajasthan Election Result 2023: রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াই, কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি

    রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস ও বিজেপির। শুরুর দিকে কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও, লেটেস্ট ট্রেন্ডে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। সরকার গঠনের জন্য চাই ১০০টি আসন। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি এগিয়ে ৯২টি আসনে। কংগ্রেস এগিয়ে আছে ৭১টি আসনে। অন্যান্যরা এগিয়ে চারটি আসনে।

  • 03 Dec 2023 08:48 AM (IST)

    4 State Assembly Election Result Primary Trend: প্রাথমিক ট্রেন্ডে হেভিওয়েটরা কে কোথায়?

    চার রাজ্যের ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে। গণনা পর্বের শুরুর দিকে হেভিওয়েটরা কে কোথায় দাঁড়িয়ে?

    • রাজস্থানের ঝালরাপাটনে এগিয়ে বিজেপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে
    • রাজস্থানের টঙ্কে এগিয়ে কংগ্রেসের সচিন পাইলট
    • রাজস্থানের ঝোটওয়াড়া থেকে এগিয়ে বিজেপির রাজ্যবর্ধন সিং রাঠোর
    • ছত্তীসগঢ়ের অম্বিকাপুরে এগিয়ে কংগ্রেসের টি এস সিং দেও
    • মধ্য প্রদেশের ইন্দোর-১ থেকে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়
    • তেলঙ্গানায় জুবিলি হিলস থেকে এগিয়ে কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন
    • মধ্য প্রদেশের ছিন্দওয়ারায় এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা কমল নাথ
  • 03 Dec 2023 08:21 AM (IST)

    Rajasthan Election Result 2023: রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াই

    গণনার শুরু থেকেই রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। বিজেপি এগিয়ে ২১ আসনে, কংগ্রেস ২২ আসনে।

  • 03 Dec 2023 08:19 AM (IST)

    Chhattisgarh Election Result 2023: ছত্তীসগঢ়ে এগিয়ে কংগ্রেস

    গণনার শুরুতেই ছত্তীসগঢ়ে এগিয়ে কংগ্রেস। আপাতত ১৫ আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ১৩ আসনে।

  • 03 Dec 2023 08:06 AM (IST)

    শুরু হল ভোট গণনা

    শুরু হল ভোটগণনা। রাজস্থানের উদয়পুরে পোস্টাল ব্যালটে গণনা শুরু হল।

  • 03 Dec 2023 08:05 AM (IST)

    ভোজের প্রস্তুতি বিজেপির

    কংগ্রেসের মতো বিজেপিও আশাবাদী নির্বাচনের ফল নিয়ে। দিল্লিতে বিজেপির সদর দফতরে কর্মী-সমর্থকদের জন্য তৈরি হচ্ছে খাবার।

  • 03 Dec 2023 08:04 AM (IST)

    তৈরি লাড্ডু, অপেক্ষা শুধু ফল ঘোষণার

    ৪ রাজ্যে ভোট গণনা শুরুর আগেই দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে মজুত লাড্ডু। নির্বাচনের ফল ঘোষণা হতেই কর্মী-সমর্থকদের মধ্যে বিতড়ন করা হবে লাড্ডু।

  • 03 Dec 2023 08:02 AM (IST)

    খোলা হল স্ট্রং রুম

    শুরু হচ্ছে ভোট গণনা। মধ্য প্রদেশের ইন্দোরে খোলা হল স্ট্রং রুম।

  • 03 Dec 2023 07:41 AM (IST)

    কংগ্রেস অফিসের সামনে হাজির হনুমান!

    ৪ রাজ্যে গণনা শুরুর আগেই দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে কর্মী-সমর্থকদের ভিড়। দেখা মিলল হনুমানেরও। হনুমান-রূপী সমর্থক বলেন, “সত্যের জয় হবে। জয় শ্রী রাম!”

  • 03 Dec 2023 07:38 AM (IST)

    ছত্তীসগঢ়ে ৫৫ আসন পাবে বিজেপি: রমন সিং

    ফল প্রকাশের আগে ছত্তীসগঢ়ের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বলেন, “সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। ৪২ থেকে ৫৫ আসনে জয়ী হবে বিজেপি।”

  • 03 Dec 2023 07:24 AM (IST)

    কংগ্রেস ১৩৫ থেকে ১৭৫ আসনে জয়ী হবে: পিসি শর্মা

    মধ্য প্রদেশের কংগ্রেস নেতা পিসি শর্মা বলেন, “আমি নিশ্চিত কংগ্রেস মধ্য প্রদেশে ১৩৫ থেকে ১৭৫ আসনে জয়ী হবে।”

  • 03 Dec 2023 07:20 AM (IST)

    ‘কংগ্রেস ভয় পেয়েছে’, দাবি বিজেপি নেতার

    ছত্তীসগঢ়ের বিলাসপুরে বিজেপি প্রেসিডেন্ট অরুণ সাও বলেন, “কংগ্রেস পার্টি ভয় পেয়েছে। যখনই কংগ্রেস হেরে যায় বা হারার সম্ভাবনা থাকে, তখন ওরা ইভিএমকে এবং কখনও কখনও সংবিধানকেও দোষ দেয়।”

  • 03 Dec 2023 07:05 AM (IST)

    ভোর থেকেই উদযাপন শুরু কংগ্রেসের

    ভোটগণনাও শুরু হয়নি। তার আগে থেকেই উদযাপনে মেতে কংগ্রেস কর্মীরা। দিল্লিতে কংগ্রেস দফতরের বাইরে ভিড় জমান কর্মী-সমর্থকরা। প্ল্যাকার্ড হাতে, বাজি ফাটিয়ে উদযাপন শুরু করেন।

  • 03 Dec 2023 06:55 AM (IST)

    ফল নিয়ে আশাবাদী মধ্য প্রদেশের মন্ত্রী

    ভোট গণনা শুরু হয়নি এখনও। তার আগেই ফলাফল নিয়ে আশাবাদী মধ্য প্রদেশের মেডিক্যাল শিক্ষা মন্ত্রী বিশ্বাস সরং। তিনি বলেন, “বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা জয়ী হব। ১৫০টিরও বেশি সিট পাবে বিজেপি।”

  • 03 Dec 2023 06:27 AM (IST)

    কড়া নিরাপত্তার চাদরে মোড়া বুথ

    ভোট গণনা ও ফল প্রকাশের সময় যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য ভোর থেকেই বুথে বুথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হায়দরাবাদের একটি বুথেও দেখা গেল পুলিশি নিরাপত্তার ছবি।

  • 03 Dec 2023 06:12 AM (IST)

    গণনার প্রস্তুতি শুরু

    সকাল ৮টা থেকে চার রাজ্যে শুরু হবে ভোট গণনা। তার আগেই বুথে বুথে চলছে গণনার প্রস্তুতি। মধ্য প্রদেশের এক বুথেও সকাল থেকে দেখা গেল ব্যবস্থা।

  • 03 Dec 2023 06:10 AM (IST)

    ৪ রাজ্যের নির্বাচনের ফল আজ

    একসঙ্গে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল (4 State Assembly Election Results 2023) প্রকাশ হতে চলেছে। মধ্য প্রদেশ (Madhya Pradesh), রাজস্থান (Rajasthan), ছত্তীসগঢ় (Chgattisgarh) ও তেলঙ্গানায় (Telangana) বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আজ।

Published On - Dec 03,2023 6:07 AM

Follow Us: