Tripura Assembly Election 2023: দুয়ারে নির্বাচন, আগরতলায় সঙ্কল্প পত্র প্রকাশ বিজেপির

Tripura Assembly Election 2023: সামনেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন। আর বৃহস্পতিবার আগরতলায় বিজেপির ইস্তাহার প্রকাশ করল বিজেপি।

Tripura Assembly Election 2023: দুয়ারে নির্বাচন, আগরতলায় সঙ্কল্প পত্র প্রকাশ বিজেপির
ছবি সৌজন্যে: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 2:45 PM

আগরতলা: দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। আর মাত্র কয়েকদিনই বাকি। এর মধ্যেই প্রচারে ঝড় তুলেছে শাসক ও বিরোধী গোষ্ঠীরা। জনতার কাছে গিয়ে গিয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই আবহে বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এ দিন আগরতলা থেকে প্রকাশ করল সঙ্কল পত্র-২০২৩ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফের একবার ত্রিপুরাবাসীর মন জয় করতে কী কী প্রতিশ্রুতি দিল বিজেপি দেখে নিন এক নজরে-

  1. বিজেপি রাজ্যে শান্তি ও উন্নয়ন নিয়ে এসেছে: জেপি নাড্ডা
  2. ত্রিপুরায় ১৩ লক্ষ আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হয়েছে: জেপি নাড্ডা
  3. ২০১৮ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর দুর্নীতি, বিদ্রোহ ও অপরাধ দূর হয়ে গিয়েছে এবং উন্নয়ন শুরু হয়েছে : জেপি নাড্ডা
  4. রাজ্য়ের জমিহীন কৃষকদের প্রতি বছরে ৩ হাজার টাকার সহায়তা দেওয়া হবে।
  5. প্রতিটি আদিবাসী ব্লকে একটি করে একলব্য মডেল স্কুল তৈরি করা হবে।
  6. উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের দুটি করে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে।
  7.  দরিদ্র পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে পরিবার পিছু ৫০ হাজার টাকার বন্ড দেওয়া হবে।
  8. এই সঙ্কল্প পত্র উল্লেখ করা হয়েছে অনুকূল চন্দ্র যোজনার আওতায় প্রত্যেককে ৫ টাকা করে খাবার দেওয়া হবে।
  9. প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গত ৫ বছরে ৩.৫ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে ত্রিপুরায়: বিজেপি সভাপতি জেপি নাড্ডা
  10. আমাদের দল রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়েছে, আমরা যা করেছি তার রিপোর্ট কার্ড দিই: ত্রিপুরায় বিজেপি সভাপতি জে পি নাড্ডা
  11. আমরা ত্রিপুরাকে বনধ ও অবরোধ থেকে মুক্ত করেছি: আগরতলায় বিজেপি সভাপতি জে পি নাড্ডা
  12. জল জীবন মিশন ত্রিপুরায় নিরাপদ পানীয় জলের কভারেজ ২০১৮ সালে ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ করেছে: বিজেপি সভাপতি নাড্ডা
  13. ত্রিপুরায় মাথাপিছু আয় ২০১৮ সালে ৯০,০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১.৫৮ লক্ষ টাকা: আগরতলায় বিজেপি সভাপতি নাড্ডা
  14. আদিবাসী অঞ্চলগুলির জন্য আমরা আইন, কার্যনির্বাহী ও আর্থিক ক্ষমতা সহ আরও স্বায়ত্তশাসন নিয়ে আসব: বিজেপি সভাপতি নাড্ডা