Mayawati’s Absence from UP Polls: ভুলেছেন দলিতদের কথা, নির্বাচনের মুখেও প্রচারের ময়দান থেকে শতহস্ত দূরে মায়াবতী!
Mayawati's Absence from UP Polls: ৪০৩টি আসনের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন ঘিরে যেখানে প্রচারে কোনও খামতি রাখছে না বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেসের মতো দলগুলি, সেখানেই একসময় রাজ্য়ের শাসকদলের ক্ষমতায় থাকা বহুজন সমাজ পার্টিই প্রচারের আলো থেকে অনেক দূরে।
লখনউ: নতুন বছরে পা দিতেই, আরও চড়ছে পারদ। কারণ আগামী দু-এক মাসের মধ্যেই উত্তর প্রদেশ (Uttar Pradesh) সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2022) হতে চলেছে। করোনার (COVID-19) বাড়বাড়ন্তের জন্য ভোট নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও, জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা বিধি মেনেই নির্ধারিত সময়ে নির্বাচন করাতে আগ্রহী উত্তর প্রদেশের সমস্ত রাজনৈতিক দল। তবে এতকিছুর মাঝখানেই রাজনীতির ময়দান থেকে উধাও একজন। বাকি রাজনৈতিক দলগুলি তারকা প্রার্থীদের দিয়ে প্রচার সারলেও এখনও ময়দানে দেখাই যায়নি বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী(Mayawati)-কে।
কে মনে করালেন মায়াবতীর কথা?
গত ৩০ ডিসেম্বর উত্তর প্রদেশের মোরাদাবাদে প্রচার সারছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে তিনি মায়াবতীর কথা মনে করিয়ে দেন সকলকে। প্রশ্ন করেন, বহুজন সমাজ পার্টি(Bahujan Samaj Party)-র প্রধান মায়াবতী এখনও প্রচার শুরু করেননি কেন?
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বেহেনজী (মায়াবতী যে নামে পরিচিত) নির্বাচন এসে গেছে, এবার একটু বাইরে আসুন। পরে বলবেন না যে আপনি প্রচার করেননি।”
মায়াবতীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন বাকিদেরও:
একা অমিত শাহই নন, মায়াবতীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বাকি দলের নেতৃত্বরাও। ৪০৩টি আসনের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন ঘিরে যেখানে প্রচারে কোনও খামতি রাখছে না বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেসের মতো দলগুলি, সেখানেই একসময় রাজ্য়ের শাসকদলের ক্ষমতায় থাকা বহুজন সমাজ পার্টিই প্রচারের আলো থেকে অনেক দূরে।
মায়াবতীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী(Priyanka Gandhi)-ও। তিনিও দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি বুঝতে পারছি না মায়াবতীজী কেন চুপ করে রয়েছেন?”