JP Nadda’s Ayodhya Visit: ভোটের আগে রামলালার আশীর্বাদ নিতে অযোধ্যায় যাচ্ছেন জেপি নাড্ডা, সঙ্গী ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী

JP Nadda's Ayodhya Visit: কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন উপলক্ষ্যে রবিবারই বারাণসীতে পৌঁছে গিয়েছিলেন জেপি নাড্ডা। দলীয় সূত্রে খবর, এ দিন বিজেপি নেতা শ্রী রামের আশীর্বাদ নেবেন। একইসঙ্গে তিনি বিখ্যাত হনুমানগারহি মন্দিরেও পুজো দেবেন। তাঁর সঙ্গে বিজেপি শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

JP Nadda's Ayodhya Visit: ভোটের আগে রামলালার আশীর্বাদ নিতে অযোধ্যায় যাচ্ছেন জেপি নাড্ডা, সঙ্গী ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 8:57 AM

লখনউ: কাশী বিশ্বনাথ করিডরের (Kashi Vishwanath Corridor) উদ্বোধন করে দিল্লিতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), কিন্তু এখনও বারাণসীতেই রয়ে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। আজ বিজেপি শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি অযোধ্য়ায় রাম জন্মভূমি (Ram Janmabhumi) দর্শন করতে যাবেন। ২০১৯ সালে রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর এই প্রথম জেপি নাড্ডা অযোধ্যায় যাচ্ছেন।

দলীয় সূত্রে খবর, এ দিন বিজেপি নেতা শ্রী রামের আশীর্বাদ নেবেন। একইসঙ্গে তিনি বিখ্যাত হনুমানগারহি মন্দিরেও পুজো দেবেন। তাঁর সঙ্গে বিজেপি শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

জেলা আধিকারিক সূত্রে জানা গিয়েছে, জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্রীরা সকাল ১১টার মধ্যেই অযোধ্যায় পৌঁছে যাবেন। তারপর সেখান থেকে হনুমানগারহি মন্দিরের উদ্দেশে রওনা দেবেন। দুপুর দুটোর মধ্যে তাদের সেখানে পৌঁছনোর কথা। ওই মন্দিরে পুজো শেষ করেই নির্মীয়মাণ রাম মন্দিরে যাবেন তারা। আসন্ন বিধানসভা নির্বাচনে ভাল ফল লাভের জন্য রামলালার আশির্বাদ নেওয়ার পাশাপাশি মন্দির তৈরির কাজ কতদূর এগোল, তাও খতিয়ে দেখবেন বিজেপি সভাপতি।

কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন উপলক্ষ্যে রবিবারই বারাণসীতে পৌঁছে গিয়েছিলেন জেপি নাড্ডা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ করিডরের প্রথম ধাপের উদ্বোধন করেন এবং বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। পরে জনসভা ও রাতে মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও জেপি নাড্ডা। গতকালও বিজেপি শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি।

২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ রামমন্দিরের সপক্ষেই রায় দেয় এবং বিতর্কিত ২.৭ একর জমি সরকারের তৈরি রাম জন্মভূমি ট্রাস্টের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। বাবরি মসজিদ নির্মাণের জন্যও কেন্দ্রকে অযোধ্যায় ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে মন্দির ও মসজিদের নির্মাণকাজ চলছে, আগামী বছরের মধ্যেই রাম মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

২০২০ সালের ৫ অগস্ট অযোধ্য়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন ও ভূমি পুজায় অংশ নিলেও, সেই সময় যেতে পারেননি জেপি নাড্ডা। তাই রাম মন্দির নিয়ে রায় ঘোষণার পর আজই প্রথম অযোধ্য়া সফরে যাচ্ছেন তিনি।

আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই জোরকদমে প্রচারও চলছে। ভোটের হাওয়ার মাঝেই কাশী বিশ্বনাথ করিডর, পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে, সরায়ু প্রকল্প, কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধীরা যেখানে আক্রমণে ব্যস্ত, সেই সময় উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমেই ডবল ইঞ্জিন সরকারের উপকারিতা বোঝাচ্ছে বিজেপি।