Priyanka Gandhi on Modi: ‘বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত আন্দাজ করেই এই সিদ্ধান্ত’, কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর
Priyanka Gandhi, দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন কৃষকরা। সরকার বারবার তাদের সঙ্গে আলোচনা বসে বিকল্প পথে সমস্যা সমাধানের চেষ্টা করলেও নিজেদের দাবিতেই অনড় ছিলেন কৃষকরা।
নয়া দিল্লি: আজ, সকালেই জাতি উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনটি কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বেলা গড়াতেই প্রত্যাশিতভাবেই বিজেপি তথা প্রধানমন্ত্রী উদ্দেশে ধেয়ে এসেছে একের পর আক্রমণ। তালিকায় সংযোজিত হল প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নাম। মোদীর উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আসতে আসতে তিনি কৃষকদের দ্বারা নির্মিত দেশের বাস্তব চিত্রের কথা বুঝতে পেরেছেন।”
দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন কৃষকরা। সরকার বারবার তাদের সঙ্গে আলোচনা বসে বিকল্প পথে সমস্যা সমাধানের চেষ্টা করলেও নিজেদের দাবিতেই অনড় ছিলেন কৃষকরা। এরপরেই সকালে প্রধানমন্ত্রী এই আকস্মিক সিদ্ধান্ত ঘোষণার পর খানিক হকচকিয়ে গিয়েছিল বিরোধী শিবির। তারপরেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার এই প্রতিক্রিয়া সামনে এসেছে।
সোনিয়া তনয়া বলেন, “৬০০ জনেরও বেশি কৃষক আন্দোলনের সময় শহীদ হয়েছেন। ৩৫০ দিন ধরে আন্দোলন চলছে, নরেন্দ্র মোদীজি আপনার মন্ত্রী পুত্র কৃষকদের গাড়ির তলায় পিষে হত্যা করেছে, আপনি কোনও কিছুকেই পাত্তা দেননি। আপনার দলের নেতারা কৃষকেদর জঙ্গি, বিশ্বাসঘাত, দুষ্কৃতি কত কিছুই না বলেছেন। আপনি নিয়ে কৃষকদের ‘আন্দোলনজীবি’ বলে কটাক্ষ করেছেন। এখন ভোটে হার নিশ্চিত জেনে, হঠাৎ করেই আপনি দেশের বাস্তব চিত্র অনুভব করা শুরু করেছেন। এই দেশ কৃষকদের হাতে তৈরি, এই দেশকে কৃষকরাই আগলে রেখেছেন। কৃষকদের স্বার্থকে উপেক্ষা করে কোনও দলের পক্ষেই সরকার চালানো সম্ভব নয়। হঠাৎ করেই আপনার মধ্যে কৃষকদের নিয়ে যে দরদ জেগে উঠেছে সেটা বিশ্বাস করা সম্ভব নয়।”
কৃষক আইন প্রত্যাহার নিয়ে প্রিয়াঙ্কার মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বছর ঘুরতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে প্রিয়াঙ্কাকে মুখ করেই ময়দানে নেমেছে কংগ্রেস। এমনকি কংগ্রেস জিতলে প্রিয়াঙ্কা মুখ্যমন্ত্রী হতে পারেন নানা মহলে এই জল্পনাও ছড়িয়েছে। কৃষি বিল নিয়ে আন্দোলনের সময় উত্তর প্রদেশের লখিমপুর খেরি মৃত্যু হয় ৮ জনের, তারমধ্যে ৪ জন কৃষক ছিলেন। এই ঘটনার পর সেরাজ্যের কৃষকদের মধ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জন্ম নিয়েছে বলেই মনে করছে কংগ্রেস। সেই ক্ষোভকেই ভোটবাক্সে প্রতিফলিত করতে আরও একবার কৃষি আইন প্রত্যাহার নিয়ে প্রিয়াঙ্কাকে মাঠে নামালো কংগ্রেস। কংগ্রেসের এই কৌশল কতটা ফসপ্রসু হয় আগামী নির্বাচনেই তার উত্তর মিলবে।