UP Assmbly Election: ‘একমাত্র বিজেপিই করতে পারে উন্নয়ন’, অখিলেশের উদ্দেশে রাজনাথ ‘বাণ’
Uttar Pradesh Assembly Election: রাজনাথের অভিযোগ সমাজবাদী পার্টি 'তোষণের রাজনীতি' করতে অভ্যস্ত। রাজনাথ বলেন, বিজেপি শুধুমাত্র উন্নয়ন করে। শনিবার সারাদিন উত্তর প্রদেশে প্রচার করার কথা রয়েছে রাজনাথের
লখনউ: সামনেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election)। উত্তর প্রদেশ দখলে মরিয়া বিজেপি। একের পর এক রথী মহারথীকে নির্বাচনী প্রচারে নামাচ্ছে দল। শনিবার ভোটমুখী উত্তর প্রদেশে প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। নির্বাচনী সমাবেশ থেকে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবকে তীব্র কটাক্ষ করেন তিনি। রাজনাথের অভিযোগ সমাজবাদী পার্টি ‘তোষণের রাজনীতি’ করতে অভ্যস্ত। রাজনাথ বলেন, বিজেপি শুধুমাত্র উন্নয়ন করে। শনিবার সারাদিন উত্তর প্রদেশে প্রচার করার কথা রয়েছে রাজনাথের। এদিন বলদেব বিধানসভা এলাকায় একটি নির্বাচনী জনসভা করেন অখিলেশ। সেখানে রাজনাথ বলেন, “সমাজবাদী পার্টি তোষণের রাজনীতি করতে অভ্যস্ত। শুধুমাত্র উন্নয়ন ও সমাজ উন্নয়নের মাধ্যমেই রাজনীতি হওয়া উচিৎ। সরকার তৈরি করার কথার পাশাপাশি মানুষের উন্নয়নের বিষয়টি মাথায় রাখা উচিৎ। জাতি বা ধর্মের ভিত্তিতে রাজনীতি করা উচিত নয়। সমাজবাদী পার্টি এতদিন ধর্ম ও বর্ণভিত্তিক রাজনীতি করে গিয়েছে।”
এদিন রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মসূচিরও প্রশংসা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথের দাবি, “বিজেপি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে।” তিনি বলেন, উত্তর প্রদেশের উন্নয়ন ছাড়া ভারতের উন্নয়ন সম্ভব নয়, শুধুমাত্র বিজেপিই উন্নয়ন করতে পারে। কংগ্রেসকে নিশানা করে রাজনাথের অভিযোগ স্বাধীন ভারতেও অনেক নেতাই নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি। “দীন দয়াল উপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করেই বিজেপি কাজ করছে” বলেন রাজনাথ সিং।
এদিন অখিলেশকে আক্রমণের পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে ছাড়েননি রাজনাথ সিং। রাজনাথ বলেন, “রাহুল গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষ নিয়ে কথা বলেন। তাঁর দাবি গালওয়ানে শুধুমাত্র তিন জনে চিনা সেনা মারা গিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, অস্ট্রেলিয়া প্রকাশিত সংবাদপত্র অনুযায়ী গালওয়ানে ৩৮ থেকে ৪০ জন চিনা সেনা প্রাণ হারিয়েছেন, ৩ জন নয়। প্রসঙ্গত, এবারের উত্তর প্রদেশ বিধানসভা ভোট বিজেপির কাছে ‘বড় চ্যালেঞ্জ’। বিশ্বের সবথেকে বড় রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতা ধরে রাখতে পারলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অন্য দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে যাবে বিজেপি। উত্তরপ্রদেশের সাধারণ মানুষ বিজেপির ওপর দ্বিতীয়বার আস্থা রাখে কিনা তার উত্তর মিলবে ১০ মার্চ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা