West Bengal Election 2021: রাজ্যের আইন-শৃঙ্খলার পুরো দায়িত্ব কমিশনের নয়, কড়া চিঠিতে জবাব তৃণমূলকে

| Edited By: | Updated on: Mar 12, 2021 | 12:06 AM

পায়ে চোট নিয়ে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। অভিযোগ, পাল্টা অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি।

West Bengal Election 2021: রাজ্যের আইন-শৃঙ্খলার পুরো দায়িত্ব কমিশনের নয়, কড়া চিঠিতে জবাব তৃণমূলকে
ফাইল ছবি

ভোট প্রচারে গিয়ে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাতেই বঙ্গ বিজেপিকে সরাসরি বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লিখেছেন, ‘বাংলার মানুষের ক্ষমতা দেখার জন্য ২ মে, রবিবার পর্যন্ত অপেক্ষা করুন। প্রস্তুত থাকুন।’ এ দিকে, আজ তৃণমূলের নির্বাচনি ইস্তেহার প্রকাশ হওয়ার কথা ছিল। নেত্রী অসুস্থ হওয়ায় ইস্তেহার প্রকাশ পাচ্ছে না।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Mar 2021 12:05 AM (IST)

    রাজ্যের আইন-শৃঙ্খলার পুরো দায়িত্ব কমিশনের নয়, কড়া চিঠিতে জবাব তৃণমূলকে

    রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই কার্যকর হয়ে গিয়ে আদর্শ আচরণবিধি (Model Code Of Conduct)। এই সময়ে প্রশাসনের সিংহভাগ নিয়ন্ত্রণই থাকে নির্বাচন কমিশনের (Election Commission) হাতে। যে কারণে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আঘাত পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকার দিকেই আঙুল তুলেছিল তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যের শাসকদলকে পালটা কড়া চিঠি দিয়ে জানানো হয়েছে, নির্বাচন কমিশন কেবলমাত্র লোকসভা এবং রাজ্যের ক্ষেত্রে বিধানসভা নির্বাচন পরিচালনা করে। সুতরাং, এটা বলা ভুল যে রাজ্যের আইন-শৃঙ্খলার পুরো দায়িত্বভার নির্বাচন কমিশন নিয়ে নিয়েছে। সংবিধানের ৩২৪ নম্বর ধারার কথা উল্লেখ করে রীতিমতো তুলোধনা করা হয় শাসকদলকে।

    বিস্তারিত পড়ুন: রাজ্যের আইন-শৃঙ্খলার পুরো দায়িত্ব কমিশনের নয়, কড়া চিঠিতে জবাব তৃণমূলকে

  • 11 Mar 2021 09:28 PM (IST)

    তৃণমূলকে কড়া চিঠি কমিশনের, ৩২৪ ধারা টেনে এনে তুলোধনা

    মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চোট পাওয়া নিয়ে বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। কমিশনে বিবিধ অভিযোগ নিয়ে নালিশ জানিয়েছিলেন তৃণমূলের নেতারা। যার প্রেক্ষিতে এ দিন কিছুটা কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে কমিশন। জানানো হয়েছে, যে অভিযোগ পশ্চিমবঙ্গের শাসকদলের পক্ষ থেকে তোলা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবিধানের ৩২৪ নম্বর ধারার কথা উল্লেখ করে রীতিমতো তুলোধনা করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: তৃণমূলকে কড়া চিঠি কমিশনের, ৩২৪ ধারা টেনে এনে তুলোধনা

  • 11 Mar 2021 06:50 PM (IST)

    দৈনিক ৭০০ টাকা মজুরি, বিদ্যুতে ভর্তুকি, কৃষকদের দেড়গুণ আয়, বামেদের ইস্তেহারে গুচ্ছ চমক

    একুশের বঙ্গযুদ্ধে কোমর বেঁধেই নামছে বামেরা (CPIM)। খুব শিগগিরই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) উপলক্ষে ইস্তেহার (Left Manifesto) প্রকাশ করা হবে বামেদের পক্ষ থেকে। সেই ইস্তেহারে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে বামেরা খড়্গহস্ত হলেও, ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের কাছে দাবিদাওয়া নিয়ে মমতার সরকারের পথেই হাঁটবে বামেরা। এক নজরে দেখে নিন ক্ষমতায় এলে মূলত কী কী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে।

    বিস্তারিত পড়ুন: দৈনিক ৭০০ টাকা মজুরি, বিদ্যুতে ভর্তুকি, কৃষকদের দেড়গুণ আয়, বামেদের ইস্তেহারে গুচ্ছ চমক

  • 11 Mar 2021 06:41 PM (IST)

    আগামি পরশু থেকে জেলা সফরে মমতা

    পায়ে গুরুতর চোট। তবু নির্বাচনী প্রচার-নির্ঘণ্টে কোনও পরিবর্তন আনছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ১৩ মার্চ থেকে ফের ময়দানে তৃণমূল সুপ্রিমো। এদিন পুরুলিয়ায় প্রচার করার কথা মমতার। এর পর ব্যাক টু ব্যাক জেলা সফর।

    বিস্তারিত পড়ুন: পায়ে ব্যান্ডেজ বেঁধেই ব্যাক টু ব্যাক প্রচার, আগামি পরশু থেকে জেলা সফরে মমতা

  • 11 Mar 2021 05:37 PM (IST)

    মনোনয়ন পত্র জমা দিলেন সোহম

    মনোনয়ন পত্র জমা দিলেন চণ্ডীপুরের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের গোবর্ধনপুর মসজিদের কাছ থেকে পদযাত্রা করেন তিনি। চণ্ডীপুর বাজার হয়ে চণ্ডীপুর থানার সামনে মাঠে এসে শেষ হয়। সেখানে একটি দুর্গা মন্দিরে পুজো দেন সোহম। এরপর তমলুক জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

  • 11 Mar 2021 05:03 PM (IST)

    মমতার চোটের জের, ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের

    নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর হামলার পর রাজ্যের ভিভিআইপিদের (VVIP) নিরাপত্তা (Security) নিয়ে নড়েচড়ে বসছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, বুধবারের দুর্ঘটনার পর থেকে রাজ্যের ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আরও সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামিকালই মেদিনীপুরে যাচ্ছেন কমিশনের দুই পর্যবেক্ষক।

    আরও পড়ুন: মমতার চোটের জের, ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের

  • 11 Mar 2021 04:52 PM (IST)

    তৃণমূল প্রার্থীর হলফনামায় কোনও ত্রুটি নেই

    মনোনয়ন পত্রে কোনও ত্রুটি নেই। নির্বাচন কমিশন তা গ্রহণ করুক। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) উজ্জ্বল কুমারের মনোনয়ন জমার ক্ষেত্রে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দেন।

    বিস্তারিত পড়ুন: তৃণমূল প্রার্থীর হলফনামায় কোনও ত্রুটি নেই, কমিশনের নির্দেশের পাল্টা রায় হাইকোর্টের

  • 11 Mar 2021 01:24 PM (IST)

    West Bengal Election 2021 LIVE: ‘মুখ্যমন্ত্রীর উপর যে আঘাত হানা হবে, তার পূর্বাভাস ছিল’, কমিশনে অভিযোগ পার্থ’র

    বৃহস্পতিবার কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানায় এই প্রতিনিধি দল। কমিশন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পার্থ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর উপর যে আঘাত হানা হবে, তার পূর্বাভাস ছিল।” তাঁর দাবি, বিজেপি সাংসদদের পোস্টে ও বক্তব্য থেকেই বোঝা যাচ্ছিল যে এরকম কিছু ঘটবে। মুখ্যমন্ত্রীর যথেষ্ট নিরাপত্তা ছিল না বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।

  • 11 Mar 2021 12:37 PM (IST)

    তদন্তের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি

    মমতাকাণ্ডে (Mamata Banerjee Injured In Nandigram) তুঙ্গে তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নন্দীগ্রামে ঠিক কী ঘটেছিল, তার তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে যাচ্ছে বিজেপি প্রতিনিধি (Bengal BJP) দল। এদিকে, অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

    বিস্তারিত পড়ুন: নন্দীগ্রামে মমতার সঙ্গে ঠিক কী ঘটেছিল, তদন্তের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি

  • 11 Mar 2021 11:16 AM (IST)

    West Bengal Election 2021 LIVE: আজ কমিশনে যাচ্ছে তৃণমূল

    নন্দীগ্রামে আচমকা আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, কেউ বা কারা এই ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানাবেন তাঁরা। ডিজিপিকে সরিয়ে দেওয়ার পরই কেন এই ঘটনা, তা নিয়ে প্রশিম তুলেছেন তাঁরা। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে তৃণমূল।

  • 11 Mar 2021 10:12 AM (IST)

    আজ প্রকাশ হচ্ছে না তৃণমূলের নির্বাচনি ইস্তেহার

    বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল তৃণমূলের নির্বাচনি ইস্তেহার। ২১-এর হাই ভোল্টেজ লড়াইয়ের আগে শাসক দল কী বার্তা দেয়, সে দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে তৃণমূল সুপ্রিমো মমতা পায়ে চোট নিয়ে ভর্তি হাসপাতালে। তাই আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখল তৃণমূল। কবে ইস্তেহার প্রকাশ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

  • 11 Mar 2021 09:24 AM (IST)

    আজ প্রকাশ হচ্ছে না তৃণমূলের নির্বাচনি ইস্তেহার

    বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল তৃণমূলের নির্বাচনি ইস্তেহার। শিবরাত্রির দিনটাকে বেছে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছিলেন কেউ কেউ। কিন্তু,  গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এ দিন প্রকাশ করা হচ্ছে না নির্বাচনি ইস্তেহার। আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে  ইস্তেহার প্রকাশ। কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Published On - Mar 12,2021 12:05 AM

Follow Us: