বাইক দুর্ঘটনায় গুরুতর আহত, জীবন নিয়ে টানাটানি জনপ্রিয় অভিনেত্রীর

Arundhathi Nair: কোভালাম বাইপাসের কাছে ভাইয়ের সঙ্গে বাইকে যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হন এই অভিনেত্রী। এক ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত, জীবন নিয়ে টানাটানি জনপ্রিয় অভিনেত্রীর
জীবন নিয়ে টানাটানি জনপ্রিয় অভিনেত্রীর
Follow Us:
| Updated on: Mar 18, 2024 | 10:03 PM

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী নাইয়ার। গত তিন দিন ধরে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চলছে চিকিৎসা, অবস্থা বিশেষ ভাল নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। ‘ইন্ডিয়া টুডে’র এক রিপোর্ট জানাচ্ছে, কোভালাম বাইপাসের কাছে ভাইয়ের সঙ্গে বাইকে যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হন এই অভিনেত্রী। এক ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

এই মর্মে এ দিন তাঁর দিদি আরতি নাইয়ার একটি বিবৃতিও দেন সামাজিক মাধ্যমে। তিনি লেখেন, “তিন দিন আগে ওঁর দুর্ঘটনা ঘটে। ও গুরুতর অসুস্থ। জীবন নিয়ে টানাটানি চলছে। ওকে ত্রিবান্দ্রমের এক হাসপাতালে রাখা হয়েছে। আপাতত ভেন্টিলেশনে রয়েছে আমার বোন”। ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা। তিনি যেন মৃত্যুমুখ থেকে ফিরে আসেন, চলছে এই কামনাই।

২০১৪ সালে তামিল ছবি ‘পোঙ্গি ইজু মনোহারা’ দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। এর পর কাজ করছেন বহু তামিল, তেলুগু ও মালায়াম ছবিতে। তবে শুধু ছবিতেই নয়, কাজ করেছেন বহু ওয়েব সিরিজেও।