Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিচ্ছেদ জল্পনার মাঝেই ঐশ্বর্য ‘ঘনিষ্ঠ’ অমিতাভ, আর অভিষেক? দেখুন ভাইরাল ছবি

Aishwarya-Amitabh: ঐশ্বর্যের পাশে কই অভিষেক, তাঁদের মাঝে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন। তাই শ্বশুরের পাশে বসেই খেলা দেখলেন ঐশ্বর্য। তার সঙ্গে ভাগ করে নিলেন খুশির মুহূর্ত। একবারের জন্যেও অভিষেককে দেখা গেল না ঐশ্বর্যের পাশে।

বিচ্ছেদ জল্পনার মাঝেই ঐশ্বর্য 'ঘনিষ্ঠ' অমিতাভ, আর অভিষেক? দেখুন ভাইরাল ছবি
Follow Us:
| Updated on: Jan 07, 2024 | 12:41 PM

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে নানা চর্চা বর্তমান। কখনও সামনে আসতে দেখা গিয়েছে অভিষেক বচ্চন খুলে ফেলেছেন বিয়ের আংটি, কখনও আবার সামনে উঠে এসেছে অমিতাভ বচ্চন আনফলো করেছেন ঐশ্বর্য রাই বচ্চনকে। তবে যতই বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠুক না কেন, ঐশ্বর্য রাই বচ্চন কিংবা অভিযেক বচ্চন, কোনও জল্পনাতেই জল ঢালেননি। তাই বিভিন্ন মহল থেকে, বিভিন্ন সূত্র থেকে নানা জল্পনা ছড়িয়ে পড়ছে। তবে ঐশ্বর্যকে নিয়ে জল্পনা যতই মাথা চাড়া দিয়ে উঠুক না কেন, তিনি তাঁর কাজ করে চলেছেন। কখনও অভিষেকের সঙ্গে মেয়ের স্কুলে গিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কখনও আবার অভিষেকের টিমকে সাপোর্ট করতে পৌঁছে গিয়েছেন। অমিতাভ বচ্চনের পাশে বসে ঐশ্বর্য। মুখে হাসি। হাত তালি দিয়ে সাপোর্ট করছেন তিনি অভিষেকের কবাডি টিমকে।

কিন্তু ঐশ্বর্যের পাশে কই অভিষেক, তাঁদের মাঝে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন। তাই শ্বশুরের পাশে বসেই খেলা দেখলেন ঐশ্বর্য। তার সঙ্গে ভাগ করে নিলেন খুশির মুহূর্ত। একবারের জন্যেও অভিষেককে দেখা গেল না ঐশ্বর্যের পাশে। এক শ্রেণির মত, তবে কি সবটাই লোক দেখানো। ভেতরে থাকা বিচ্ছেদের ঝড় সন্তানের মুখ চেয়ে কী সামনে আনতে চাইছেন না তাঁরা? সেই প্রশ্ন অধরাই থেকে গেল। যা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে।

তবে ছবি হল ভাইরাল। পারারাৎজিদের ক্যামেরায় তা ধরা পড়তেই নয়া জল্পনা। তবে কী এখনও অমিতাভ ঘনিষ্ঠ ঐশ্বর্য? শ্বশুরবাড়িতে কেবল অমিতাভের সঙ্গেই কি সম্পর্ক বর্তমান তাঁর, এই সকল প্রশ্নের উত্তর মেলা সম্ভবপর না হলেও নেটিজেনদের অনুমানে অন্ত নেই। তবে বিচ্ছেদ জল্পনা যে কিছুটা হলেও দমে গেল, তা এক প্রকার বলাই যায়।