হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশার চার বছরের প্রেম কেন ভেঙেছিল? ফাঁস করলেন তাঁর প্রাক্তন প্রেমিক

গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া। নেপথ্যে ছিল তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা। হার্দিককে বিয়ে করার আগে হিন্দি ছোট পর্দার অভিনেতা আলি গনির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও এই মুহূর্তে আলি অভিনেত্রী জ্যাসমিন ভাসিনের সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়ক।

হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশার চার বছরের প্রেম কেন ভেঙেছিল? ফাঁস করলেন তাঁর প্রাক্তন প্রেমিক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2024 | 8:00 PM

গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া। নেপথ্যে ছিল তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা। হার্দিককে বিয়ে করার আগে হিন্দি ছোট পর্দার অভিনেতা আলি গনির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও এই মুহূর্তে আলি অভিনেত্রী জ্যাসমিন ভাসিনের সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়ক।

এর আগে চার বছর ধরে নাতাশার সঙ্গে সম্পর্কে ছিলেন আলি। এই তারকা জুটির চার বছরের সম্পর্ক ভাঙল কেন? সেই উত্তর এখনও অধরা। হার্দিকের সঙ্গে বিয়ে ভাঙার পর প্রকাশ্যে এল নাতাশার পুরনো প্রেমের সত্যিটা। কেন ভেঙেছিল তাঁদের? অবশেষে প্রকাশ্যে এল সত্যিটা। সম্প্রতি এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন আলি। সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া শো-তে এসেছিলেন আলি। সেখানেই নিজের প্রেম ভাঙার আসল সত্যিটা বললেন অভিনেতা।

আলি বলেন, “আমি কখনও কারও জন্য আমার পরিবারকে ছাড়তে পারব না। আমার পরিবারই জীবনের সর্বস্ব।” নাম না নিয়েই তিনি সবটা উগরে দিয়েছেন। অভিনেতা বলেন,”আমি আগে যে সম্পর্কে ছিলাম, তা নিয়ে আমি বেশ সিরিয়াসই ছিলাম। কিন্তু সে আমায় বলেছিল বিয়ের পর আমরা আলাদা থাকব। যে প্রস্তাবটা আমার মোটেই ভাল লাগেনি।

আমি আমার পরিবারকে কখনও কোনও পরিস্থিতিতেই ছাড়তে পারব না।” উল্লেখ্য, এই মুহূর্তে এক পুত্রের মা নাতাশা। হার্দিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকলেও। হার্দিক মাঝে মাঝেই মন্তব্য করেন নাতাশার পোস্টে।