রাস্তা খালি করতে ব্যস্ত অরিজিৎ, গায়কের স্কুটারের পিছনে বসা মহিলা কে জানেন?

Arijit Singh: অরিজিৎ সিং, যাঁর আয় লাখে, কোটি টাকার মালিক, তাঁর জীবন যাপন বারবার মানুষকে ভাবিয়ে তোলে। বিলাসিতা যেখানে সমাজের একশ্রেণির কাছে ফ্যাশন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অরিজিৎ সিং মাটির টানেই বারবার ফিরে আসেন জিয়াগঞ্জে।

রাস্তা খালি করতে ব্যস্ত অরিজিৎ, গায়কের স্কুটারের পিছনে বসা মহিলা কে জানেন?
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 12:56 PM

অরিজিৎ সিং, কেরিয়ারের শুরুটা খুব একটা সুখকর না হলেও এখন তিনি সকলের নয়নের মণি। তাঁর গান মানেই একরাশ ভাললাগা। হাজার হাজার নারীর মন জয় করা অরিজিৎ যেন মাটির মানুষ। যাঁর গান শুনতে, যাঁকে কাছ থেকে একটু দেখতে বহু মানুষ লাখ লাখ টাকার টিকিট কাটতে পিছপা হন না, তিনিই নিজের এলাকায় খুব সাধারণ এক মানুষ। পাড়ার আর পাঁচজনের মতোই তিনি খুব সহজেই স্কুটার চালিয়ে যাতায়াত করে থাকেন। থাকে না কালো কাঁচের গাড়ি, থাকে না দেহরক্ষী, বরং তিনি নিজের মতো করেই সমস্তটা একা হাতেই সামলাতে পছন্দ করেন। তিনি একা নন, বরং তাঁর পরিবারের সকলেই খুব সাধারণভাবেই জীবনটাকে বাঁচতে জানেন।

অরিজিৎ সিং, যাঁর আয় লাখে, কোটি টাকার মালিক, তাঁর জীবন যাপন বারবার মানুষকে ভাবিয়ে তোলে। বিলাসিতা যেখানে সমাজের একশ্রেণির কাছে ফ্যাশন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অরিজিৎ সিং মাটির টানেই বারবার ফিরে আসেন জিয়াগঞ্জে। যেখানে তিনি আর পাঁচজনের মতোই জীবনটাকে যাপন করে থাকেন। সেলেব বলে যে মুখ ঢেকে বেরতে হবে, চাইলে পাড়ার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া যাবে না, সেলেবদের জীবনের এই সকল মিথ বা ধারণাকে রাতারাতি ভুল প্রমাণ করে দিতে পারেন তিনি।

অরিজিৎ সিং একবার কিংবা দুবার নয়, একাধিকবার এই সত্যি প্রমাণ করেছেন, যে তিনি মুম্বইতে যে জীবন যাপন করেন, সেটা তিনি নন। ফলে বারবার ভাইরাল হতে দেখা যায় তাঁকে। এবারও সেই একই ছবি এল সামনে। স্ত্রী কোয়েলকে পিছনে বসিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছেন অরিজিৎ। দেখা মাত্রই রাস্তায় ভিড়। হাসতে হাসতেই পথ খালি করতে ব্যস্ত তিনি। বলছেন, “দেখি দেখি আসতে”, সামনে দাঁড়িয়ে থাকা সকলে সরে যেতে অনুরোধ করছেন। অরিজিতের কাঁধে হাত দিয়ে বসে থাকা কোয়েলের মুখেও তখন হাসি। অরিজিৎ নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি জিয়াগঞ্জে আসলে আমার পেশাগত কাজের জন্য যে ফোন, তা বন্ধই রাখতে চেষ্টা করি। ফলে অনেকেই আমায় পায় না ফোন করে।’