ক্রিকেটে মত্ত দুই স্টারকিড, আরিয়ান খান ও আহান শেট্টি: দেখুন ছবি

আরিয়ান ক্যালিফোর্নিয়ার কলেজে ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করছেন। আর আহান শেট্টি মিলন লুথারিয়ার পরবর্তী তেলগু রিমেক ছবি ‘আর এক্স ১০০’তে ডেবিউ করতে চলেছেন।

ক্রিকেটে মত্ত দুই স্টারকিড, আরিয়ান খান ও আহান শেট্টি: দেখুন ছবি
স্টারকিড। আহান ও আরিয়ান।
Follow Us:
| Updated on: Jan 29, 2021 | 1:43 PM

শাহরুখ পুত্র আরিয়ান এবং সুনীল শেট্টির পুত্র আহানকে দেখা গেল ক্রিকেট পিচে। দুজনেই খেলায় মগ্ন। আরিয়ান একেবারে ‘বোলার’-এর ভঙ্গিমায় দাঁড়িয়ে। আবার এক ছবিতে রান আপ নেওয়ার জন্য তৈরি। পরনে হাফ হাতা কালো টিশার্ট আর তার নিচে ফুলহাতা সাদা ইনার। ব্ল্যাক প্যান্ট, পায়ে কমলা স্নিকার। অন্যদিকে আহান পরে রয়েছেন সাদা ফুল হাতা টিশার্ট এবং ব্ল্যাক লেগিংস। পায়ে সাদা স্নিকার্স। আরেক ছবিতে আরিয়ানকে দেখা যাচ্ছে তিনি ফিল্ডিং সাজাচ্ছেন।

আরও পড়ুন কার বুকে মাথা রেখেছেন ক্যাটরিনা! ভিকিই কি?: দেখুন ভাইরাল ছবি

logo 1

প্রায়সই বলিউডে সেলিব্রিটিদের  দেখা গিয়েছে ফ্রেন্ডলি ম্যাচে একসঙ্গে খেলতে দেখা গিয়েছে। রণবীর কাপুর, অভিষেক বচ্চন, সানি দেওলের ছেলে করণকে বহুবার দেখা গিয়েছে মাঠে, পায়ে ছিল ফুটবল।

আরিয়ান ক্যালিফোর্নিয়ার কলেজে ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করছেন। আর আহান শেট্টি মিলন লুথারিয়ার পরবর্তী তেলগু রিমেক ছবি ‘আর এক্স ১০০’তে ডেবিউ করতে চলেছেন। বিপরীতে থাকবেন অভিনেত্রী তারা সুতারিয়া।

অন্যদিকে স্টারকিডদের দুই পিতা মানে শাহরুখ খান এবং সুনীল শেট্টি দুজনেই শুটিংয়ে ব্যস্ত। বক্সঅফিসে ‘জিরো’র ভরাডুবির পর শাহরুখ আবার ‘পাঠান’ ছবির হাত ধরে ফিরতে চলেছেন পর্দায়। ছবিতে থাকবেন জন আব্রহাম এবং দীপিকা পাড়ুকোন।

সুনীল শেট্টিকে দেখা যাবেব সঞ্জয় গুপ্তার গ্যাংস্টার ছবি ‘মুম্বই সাগা’তে। অনসম্বল কাস্টিং এ ছবিতে রয়েছে ইমরান হাশমি, জন আব্রাহাম, কাজল আগরওয়াল, প্রতীক বব্বর এবং রোহিত রায়।